Club5050//gardening contest//08-04-2022//30% beneficiary to @hive-138339

in Steem Bangladesh2 years ago (edited)

আমার বাগান


আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ??আশা করি সকলে সুস্থ এবং ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি। এখন বর্তমানে পবিত্র মাহে রমজান মাস চলছে। আশাকরি সকলেই রমজানের রোজা রাখছেন।

স্টিক বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে আমি আমার বাগান সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা করব।



তো চলুন শুরু করা যাক:

ছোটবেলা থেকে আমার গাছের প্রতি একটা আলাদা রকমের নেশা রয়েছে। কিন্তু জায়গা কম থাকার কারণে আমার বাগান করার আশাটি অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। কিছুদিন আগে আমি আমাদের বাসার ঘরের ছাদে ছোট একটি জায়গা রয়েছিল। আমি ঠিক করেছি এই জায়গাটিতে আমি বাগান করে তুলবো। প্রায় এক বছরের মত হল আমার এই জায়গায় বাগান করার। আমার বাগানে রয়েছে গোলাপ ফুলের গাছ, পাথরকুচির তিন রকমের গাছ, পর্তুলিকা ফুল, টগর ফুল। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সবজির গাছ। আমি নতুন লাগিয়েছি। শিমের গাছ এবং পুঁইশাকের গাছ রয়েছে। আরো রয়েছে পেঁপের গাছ।



গোলাপের গাছ ও ফুল

IMG_20220214_094431_804.jpg

IMG_20220214_094400_625.jpg

IMG_20211116_150943_948.jpg

IMG_20220408_100958_552.jpg

IMG_20220408_100956_324.jpg
আমার বাগানের দুই রংয়ের গোলাপ ফুলের গাছ রয়েছে। একটি হলো লাল রং আরেকটি হলো গোলাপি। লাল রংয়ের মোট চারটি গাছ রয়েছে এবং গোলাপি ও চারটি গাছ রয়েছে। বর্তমানে ফুলগুলো ছোট হচ্ছে। এইসব ফুল বড় আকারের হয় শীতের সময় আর এখন মোটামুটি শীত শেষ হয়ে যাচ্ছে। আমার গোলাপ ফুল সবচেয়ে পছন্দের একটি ফুল। তাই আমি চেষ্টা করব সামনে যাতে আরো অনেক কালারের গোলাপ গাছ সংগ্রহ করতে পারি।



জবার গাছ

IMG_20220408_101056_959.jpg
এরপর রয়েছে জবা ফুলের গাছ। সাদা এবং কমলা কালারের জবা ফুলের গাছ রয়েছে। আমি এগুলোর ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। কাজগুলো এখন ধীরে ধীরে বড় হচ্ছে।



পাথরকুচির গাছ

IMG_20220408_101035_239.jpg

IMG_20220408_101030_656.jpg
এগুলো হল পাথরকুচির গাছ। এখানে দুই রকমের গাছ রয়েছে। একটি গাছের পাতা গোল আরেকটি গাছের পাতা সূচালো। পাথরকুচির পাতা অনেক উপকারে আসে। পাথরকুচির পাতার রস ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী।



ক্যাকটাসের গাছ

IMG_20220408_101013_663.jpg

IMG_20220408_101003_037.jpg

IMG_20220408_100935_543.jpg
এগুলো হচ্ছে দুই রকমের ক্যাকটাস গাছ এবং একটি ফুলের গাছ। ফুল গাছটি নাম আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। ছোট সাইজের গাছটি আমার অনেক পছন্দ। সামনে আমি আরো অনেক ধরনের ক্যাকটাস সংগ্রহ করবো।



ঘাসফুলের গাছ

IMG_20220408_101020_571.jpg

IMG_20220408_100951_584.jpg
আমার দুই কালারের ঘাস ফুলের গাছ রয়েছে। একটি সাদা ও একটি লাল। এগুলো সাধারণত বর্ষাকালে দিকে ফুটে। এখন শুধু গাছ রয়েছে।



পুঁইশাকের গাছ

IMG_20220408_101210_918.jpg

IMG_20220408_100947_457.jpg
আমার বাগানে আরও রয়েছে পুঁইশাকের গাছ। আমি দুই জায়গায় এই শাকের গাছগুলো লাগিয়েছি। বড় হতে সময় লাগবে। পুঁইশাকের পাশাপাশি রয়েছে সিমের গাছ।



পেঁপে ও মরিচের গাছ

IMG_20220408_101234_236.jpg

IMG_20220408_101226_380.jpg
সর্বশেষ রয়েছে ফলের গাছ এবং মরিচের গাছ। এখানে অনেকগুলো পেঁপের বিচি ও মরিচের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছিল। অনেকগুলো পেঁপে এবং মরিচের গাছ হয়েছে। বড় হলে এখান থেকে অনেক মরিচ এবং পেঁপে পাওয়া যাবে।


এই ছিল আমার বাগান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আমার বাগানটি সম্পর্কে আপনাদের অনেক ভাল ধারনা হলো। পরবর্তীতে আবার কোনো নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষন পর্যন্ত আল্লাহাফেজ।
সবাইকে ধন্যবাদ
@nadimmahmud

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

Congratulations!

This post has been upvoted by steemcurator08.

Curation Team: IAT, "Lifestyle"
Curator: Chriddi

 2 years ago 

Thank you so much..

 2 years ago 

আপনার বাগানের পুঁইশাকের চারা গুলো অনেক সুন্দর। আর আমাদের গ্রামের একটা কথা আছে শাকের রাজা পুঁই মাছের রাজা রুই। আমার খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

Zazakallaho khairan 🥰
Apner molloban motamoter jnno..
Jayga basay onk kom..nhle onk boro bagan toiri krtam..

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64038.60
ETH 3148.89
USDT 1.00
SBD 3.97