Steem Bangladesh Contest - Sports || 05 Most Beautiful Women Cricketers in the World || 29.04.2021 ||
HELLO
MY DEAR FRIENDS
This is @mubdi-technology from Kurigram, Bangladesh
"আসসালামু আলাইকুম"
প্রথমেই Steem Bangladesh কমিউনিটিকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা টপিক দেয়ার জন্য। আজকের টপিক SPORTS.। তাহলে চলুন আজ Sports সম্পর্কিত কিছু লেখা যাক......
ক্রিকেট এখন শুধু একটি খেলা নয় খেলার থেকেও অনেক বেশি কিছু। ব্যাট-বলের গণ্ডি পেরিয়ে ক্রিকেটের আলোচনার প্রসার এখন বহুদূর বিস্তৃত। ফলে ক্রিকেটের সঙ্গে এখন অনেক অক্রিকেটিও বিষয় ও যুক্ত হয়েছে। তেমনই একটি আলোচনার বিষয় হলো ক্রিকেটারদের সৌন্দর্য, লুক এবং ফ্যাশন। পুরুষ ক্রিকেটাররা যখন ফ্যাশনের দিক থেকে লক্ষ মানুষের রোল মডেল হচ্ছেন অন্যদিকে নারী ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতার সাথে সাথে গ্লামার দিয়ে মাঠ আলোকিত করেছেন। আবার ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজের যেকোনো মডেল এর সঙ্গে পাল্লা দিতে ও কম যান না। আজ আমি বিশ্বের এমনই ৫ জন নারী ক্রিকেটারদের নিয়ে আলোচনা করব যারা তাদের রূপের সৌন্দর্যে হার মানাতে পারেন বিশ্ব সুন্দরী অভিনেত্রী দের।
৫. লরা মার্শ (ইংল্যান্ড)
লরা মার্শ একজন সুদর্শনা ইংলিশ ক্রিকেটার। তার জন্ম কেন্ট এর পেম্বুরিতে। মাত্র 11 বছর বয়স থেকে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। মূলত তিনি একজন পেস বোলার। ২০০৮ ও ২০০৯ সালে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অংশ নেয়া লরা মার্শ ২০০৬ সালে ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পান। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৭৯ ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ২১৭ টি।
৪. মিতালী রাজ (ভারত)
মহিলা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন মিতালী রাজ। ODI ক্রিকেটে রয়েছে তার সর্বোচ্চ রানের রেকর্ড। এদিকে ভারত দলের মিতালী রাজ ব্যাট হাতে ক্রিকেট মাঠে যেমন মারাত্মক তেমনি তার সেলফি দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবেন। টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তিনি ২১৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলের আসা এই নারী ক্রিকেটার শুরু থেকেই যেন লিজেন্ড হওয়ার জন্যই ক্রিকেট খেলা শুরু করেছিলেন। টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে পারদর্শী মিতালী রাজ সবসময় আলোচনায় থাকেন তার রূপের সৌন্দর্য এর কারণে। এদিকে মিতালী রাজ আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩০৮ টি ম্যাচ খেলে রান করেছেন ৯৯১৫, পাশাপাশি শতরান করেছেন ৮টি এবং অর্ধশত করেছেন ৭৪টি।
৩. জাহানারা আলম (বাংলাদেশ)
সেরা ০৫ সুন্দরীর তালিকায় ০৩ নম্বর অবস্থানে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার জাহানারা আলম। বাংলাদেশের অধিনায়ক ও ওয়ানডে স্ট্যাটাস পাওয়া এই ক্রিকেটার ও অপরূপ সৌন্দর্যের অধিকারীনি। তিনি বল-ব্যাটে যেমন এশিয়া কাপ জেতাতে পারেন তেমনি আবার সৌন্দর্যের দেওয়ানা' করতে পারেন দেশের লাখো তরুণদের। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন রেম্প এ অংশ নেওয়া এই নারী দেশের প্রায় সকল তরুনের ক্রাস ও ড্রিম গার্ল। মাত্র ১৬ বছর বয়সে ২০০৮ সালে লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তিনি। এখনো অবিবাহিত এই নারী ক্রিকেটার। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে জাহানারা আলম ৯৭ টি ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ৯০ টি।
২. ডেন ভ্যান নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা)
ডেন ভ্যান নাইকার্ক সাউথ আফ্রিকার পিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। সাউথ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটেই খেলার পাশাপাশি অধিনায়কত্ব দিয়ে থাকেন তিনি। নাইকার্ক একজন জেনুইন অলরাউন্ডার। ডানহাতি ব্যাটিং এর পাশাপাশি রাইট আর্ম লেগ স্পিন করে থাকেন তিনি। এদিকে নাইকার্ক সাউথ আফ্রিকা দলের হয়ে ০১টি টেস্ট, ৯৯টি ODI এবং ৭৭টি T-20 তে সর্বমোট রান করেছেন ৩৭৬৯।
১. সিসিলিয়া জয়াস (আয়ারল্যান্ড)
সিসিলিয়া জয়াস আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম একজন সদস্য। তিনি ডানহাতি ব্যাটিং এর পাশাপাশি লেগ স্পিন করে থাকেন। জয়াস এসেছেন একটি ক্রিকেটীয় ফ্যামিলি থেকে। তার জমজ বোন ইসোবেল আয়ারল্যান্ড এর হয়ে টেস্ট ও ওডিআই খেলছেন। তিন ভাই এর মধ্যে দুই ভাই ডোমিনিক এড এবং গাছ আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেন। এছাড়া সিসিলিয়া জয়াস আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৯৭ টি ম্যাচ খেলে রান করেছেন ১৮৩১।
আশা করি পোস্ট টি সকলের ভালো লাগবে। ধন্যবাদ।
All information are collected from google & Wikipedia
Word Count: 496.
Good work.
Thanks