Steem Bangladesh Contest - Movie review | A Beautiful Mind | Review by @mubdi-technology

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই?? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি @mubdi-technology (আবদুল্লাহ আল মুব্দী) বাংলাদেশ 🇧🇩 থেকে। আজ আমি আপনাদের মাঝে একটা মুভি রিভিউ করবো। এটিকে মুভি বললে ভুল হবে, আসলে এটি একটি বায়োপিক। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের বায়োপিক.......

A Beautiful Mind 📽️🎬



images.jpeg
Source


A Beautiful Mind- অর্থনীতিতে নোবেল বিজয়ী John Nash এর জীবনী নিয়ে তৈরি করা একটি অসাধারণ মুভি । মূলত John Nash একজন গণিতবিদ ছিলেন কিন্তু নোবেল পেয়েছেন অর্থনীতি বিষয়ে । কেন???🤔 এই মুভিতে তার কিছু ইঙ্গিত পেয়ে যাবেন ।

মুভির তথ্য


Movie NameA Beautiful Mind
Directed byRon Howard
Produced byBrian Grazer, Ron Howard
Written byAkiva Goldsman
CastRussell Crowe, Ed Harris, Jennifer Connelly, Paul Bettany, Adam Goldberg, Judd Hirsch, Josh Lucas, Anthony Rapp, Christopher Plummer
Music byJames Horner
Edited byDaniel P. Hanley, Mike Hill
Release dateDecember 21, 2001
CountryUnited States
Budget$58 million
Box Office$316.8 million
IMDb Rating8.2/10
Personal Rating9/10

Source


মুভির নামের পিছনে কিছু কথা


Screenshot_20210511-170258_1.png
Screenshots are taken from YouTube

A Beautiful Mind -এইটুকু দেখে আপনার কী মনে হয়? অবশ্যই বলবেন "একটি সুন্দর মন " । এটি এমন একধরনের মন যা প্রশান্ত ও নির্মল, যতই ব্যস্ত বা একাকী জীবন হোক না কেন । John Nash এর মনে এমন কিছু এসে বাসা বাঁধে যা অন্যের কল্পনাতেই ছিল না । এছাড়াও তিনি যেকোনো বিষয়কে গানিতিকভাবে ব্যাখ্যা করতে পছন্দ করেন , তিনি তার মনকে বিশ্বাস করেন সবসময় । এছাড়াও তিনি বিভিন্ন কথার মাঝে গোপনীয় অর্থ বের করতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে আসলে সম্ভব নয় প্রশিক্ষণ ব্যতীত।


মুভির মূল কাস্ট


Screenshot_20210511-170312_1.png Screenshots are taken from YouTube

এই মুভিতে John Nash হিসাবে অভিনয় করেছেন Russell Crowe❤️ তাকে আমি প্রথম দেখেছি "The Gladiator" মুভিতে । ঐ মুভিতে যে চমৎকার অভিনয় করেছিল , সেইটার মতোই চমৎকার অভিনয় করেছেন A Beautiful Mind মুভিতে । এছাড়া এই মুভিতে Jennifer Connelly ( Alicia Nash অর্থাৎ John Nash এর স্ত্রী হিসেবে ) তারা দুজন সত্যিই প্রশংসার সমতুল্য।


মুভির সংক্ষিপ্ত স্টোরি

Screenshot_20210511-170505_1.png Screenshots are taken from YouTube

মুভিটার নাম A Beautiful Mind হলেও আপনার মনকে তেমন সুন্দর অবস্থায় থাকতে দিবে না এই মুভি । কারণ এই মুভির অনেক জায়গায় আপনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগবেন , নিজেই বিভ্রান্ত হয়ে পড়বেন।

Screenshot_20210511-170622_1.png Screenshots are taken from YouTube

মুভির শুরুটা হয় John Nash এর জীবনের প্রথমার্ধ শেষ হওয়ার পর থেকে। তিনি Princeton University তে সহ-প্রাপক হিসেবে নিযুক্ত হন । সেখান থেকে অগ্রসর হয়ে সে MIT তে যান । সেখানে তার জীবনের ভালোবাসার সাথে দেখা হয় এবং তারা বিয়ে করে ফেলে । এইটুকু পর্যন্ত সব সহজভাবে আগানোর পরবর্তী মুহূর্তটুকু এই মুভির মূল আলোচ্য বিষয় । John Nash এর এই সুন্দর মনে বাসা বাঁধতে থাকে কিছু অচেনা জিনিস ও চরিত্র । এর পরবর্তী সময়টুকু John Nash এর কীরকম কাঁটে তা জানার জন্য আপনাকে অবশ্যই এই মুভিটি দেখতে হবে ।


মুভির দৃশ্য


Screenshot_20210511-170711_1.png Screenshots are taken from YouTube

Screenshot_20210511-193800_1.png Screenshots are taken from YouTube

মুভির দৃশ্য গুলোর অধিকাংশই বাস্তবিক ছিল । VFX এর কাজ এই মুভিতে কমই করা হয়েছে । আর আগেই বলেছিলাম এই মুভির কিছু দৃশ্য আপনাকেই বিভ্রান্ত করবে । এছাড়াও এই মুভির দৃশ্য বেশিরভাগ গানিতিক বিষয় ও John Nash এর চিন্তাভাবনা নির্ভর ।


মুভির সাউন্ডট্র্যাক


Screenshot_20210511-170739_1.png Screenshots are taken from YouTube

এই মুভির সাউন্ডট্র্যাক একদম যেন মুভির বিষয়বস্তুর সাথে মিলে যায় । এমন সাউন্ডট্র্যাক ব্যবহার করা হয় যা শুনলে জানার আগ্রহ টাইপ একটি ভাব কাজ করে এবং John Nash এর মতো বিজ্ঞানীদের তো জানার আগ্রহ টাই একটি চালিকাশক্তি। এই মুভির সাউন্ডট্র্যাক আসলেই প্রশংসার যোগ্য।


ব্যক্তিগত কিছু কথা ও মতামত


Screenshot_20210511-170912_1.png
Screenshots are taken from YouTube

আপনাদের মধ্যে এমন কি কখনো হয়েছে যে , আপনি এমন কিছু দেখেছেন যা অন্য কেউ দেখে নি অথবা হঠাৎ আপনার সামনে এমন আজগুবি কিছু জিনিস ভেসে উঠলো যা দুনিয়াতে বিদ্যমান নেই । স্বপ্নে নয় , জাগ্রত অবস্থায় হঠাৎ খুব অল্প সময়ের জন্য আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অর্থাৎ বিভ্রম হওয়া !!!! কখনো মনে হয়েছে যে , এমন কেন হলো বা এর গাণিতিক ব্যাখ্যা আছে নাকি। এই মুভিটা দেখলে আপনার কিছু ফিল হতে পারে ।

এই মুভির একটি উল্লেখযোগ্য বিষয় হলো একজন মানুষের পাশে শেষ পর্যন্ত লেগে থাকা ও কখনো ছেড়ে না যাওয়া । কারণ কোনো মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসা মানে সেই মানুষটার সাথে শেষ অবধি থাকা । জীবন সুখ-দুঃখের মাধ্যমে সামনে আগায় । সেইগুলি মোকাবেলা করে বাধা অতিক্রম করতে পারাটাই মূখ্য । এই মুভিতে এই বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে ওঠে ।

Screenshot_20210511-170859_1.png
Screenshots are taken from YouTube

এই মুভি এমন একজন মেধাবী ব্যক্তির মূল্যকে হাইলাইট করে যিনি একটি সুন্দর হৃদয় অর্জন করেছেন, মূলত তাঁর প্রেমময় স্ত্রীর ভালবাসা, বিশ্বাস এবং শক্তির মাধ্যমে । এছাড়াও এই মুভিটি দর্শকদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে কিছু পারিবারিক, শারীরিক, মানসিক সমস্যাগুলি নিয়ে দুর্ভাগ্যজনকদের ঘরোয়া, পেশাদার এবং ব্যক্তিগত জীবনে কত গভীরভাবে অনুপ্রবেশ করতে পারে ।


পরিশেষ


সুতরাং যারা অ্যাকশন মুভি দেখে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার পরিবর্তে নিজেকে একটি চরিত্রচালিত গল্পে ডুবিয়ে রাখতে চান আমি তাদেরকে আন্তরিকভাবে A Beautiful Mind মুভিটি দেখার জন্য সাজেস্ট করবো । এই মুভিটি এখন পর্যন্ত অন্যতম সেরা বায়োপিক হিসাবে বিবেচনা করা হয়। এটি নাটকীয়, বর্ণনামূলক, বিশদ , চিন্তা-উদ্দীপনাযুক্ত এবং সর্বোপরি একটি সুন্দর মুভি 💫


"PERHAPS IT IS GOOD TO HAVE A BEAUTIFUL MIND,

BUT AN EVEN GREATER GIFT IS TO DISCOVER A BEAUTIFUL HEART"


Trailer


  • মুভিটি ইউটিউবে পাওয়া যাবেনা। যেকোনো টরেন্ট সাইটে আপনারা মুভিটি পেয়ে যাবেন।

সকলকে ধন্যবাদ আমার রিভিউটি সময় করে পড়ার জন্য।

STAY HOME, STAY SAFE.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89955.66
ETH 3105.10
USDT 1.00
SBD 2.98