My Town in 10 pics || My Town Kurigram.

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম



কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি @mubdi-technology কুড়িগ্রাম থেকে। গতকাল শুক্রবার থাকা সত্বেও ব্যাস্ততার কারনে আপডেট নিয়ে আসতে পারিনি। আজ অবসর থাকার কারণে একটু ঘুরতে বেড়িয়েছিলাম। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সামনে কুড়িগ্রাম জেলার ১০টি ভিন্ন চিত্র নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন শুরু করা যাক।



১|

IMG_20210320_180213027.jpg
এলাকার ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে। প্রতিদিন বিকাল বেলা ছেলেরা এখানে ক্রিকেট খেলে। প্রতিদিন বিকালে খেলাধুলার কারণে তাদের মানসিক বিস্তার ঘটে এবং শারীরিক ভাবে সুস্থ থাকে।
https://w3w.co/transfers.natures.with

ডিভাইস: Redmi 4A



২|

IMG_20210320_180253270.jpg
গলির মোড়ের দোকানে বসে বিকাল বেলায় আড্ডা চলছে। এই আড্ডার কোনো টপিক নাই। যখন জার যেই টপিক মনে হয় তখন সেই টপিক চলে।
https://w3w.co/during.guides.undress

ডিভাইস: Redmi 4A



৩|

FB_IMG_1616237061015.jpg
এটি একটি সূর্যমুখী ফুলের বাগান। প্রতিদিন বিকালে অনেক লোকজন এই বাগান ঘুরতে আসে। এখান থেকে সূর্যমুখী তেলের উপকরণ নিয়ে যাওয়া হয়।
https://w3w.co/sportswriter.horoscopes.galaxy

ডিভাইস: Redmi 4A



৪|

FB_IMG_1616236902599.jpg
এই ছবিটিতে একটি ইটের ভাটার চিমনি দেখা যাচ্ছে। ইটের মৌসুম প্রায় শেষের দিকে। তাই এখন সকল ভাটা শ্রমিকরা দ্রুত ইট পুড়িয়ে নেয়ার কাজে ব্যাস্ত।
https://w3w.co/rehearsals.bankrupted.uniforms

ডিভাইস: Redmi 4A



৫|

FB_IMG_1616236450171.jpg
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম। প্রতি বুধবার বাদে সপ্তাহের ০৬ দিন কুড়িগ্রাম টু ঢাকা সকালে ও সন্ধ্যায় আন্তঃনগর ট্রেন চলাচল করে।
https://w3w.co/quake.skimmer.cofounders

ডিভাইস: Redmi 4A



৬|

FB_IMG_1616236368504.jpg
এটি ধরল ব্রিজ। ধরলা নদীর উপর অবস্থিত। এই ব্রিজের কারণে কুড়িগ্রাম সদর থানার সাথে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানার যোগাযোগ আরও সহজ হয়েছে।
https://w3w.co/ruby.expressed.skims

ডিভাইস: Redmi 4A



৭|

FB_IMG_1616236612882.jpg
এই ছবিতে আমরা ০১ ঝুড়ি সুপারি দেখতে পাচ্ছি। বিকালে এক চাচা সুপারিগুলো বাজারে নিয়ে এসেছিল বিক্রি করতে। এখানে প্রতিটা বাড়িতে কম বেশি সুপারি গাছ রয়েছে। বিপদের মুহূর্তে এই সুপারি গাছগুলো থেকেই তাদের অর্থের যোগান আসে।
https://w3w.co/shampooing.drowsiness.underlines

ডিভাইস: Redmi 4A



৮|

Screenshot_2021-03-20-16-35-53-394_com.facebook.katana.png
এটি কুড়িগ্রাম সরকারী কলেজ এর পুকুর। বর্ষাকালে এই পুকুরে পানি ভরপুর থাকে, কিন্তু এই সময় পুকুরে কোনো পানি থাকেনা। একদম শুকিয়ে যায়।
https://w3w.co/inversely.foot.twinkle

ডিভাইস: Redmi 4A



৯|

FB_IMG_1616236478127.jpg
সামনে যে বহুতল ভবনটি দেখতে পারছেন সেটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুড়িগ্রাম এর ০৮ তলা ভবন। ০১-০৪ তলা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে আর ০৫-০৮ তলা নির্মাণাধীন।
https://w3w.co/pillowcase.financier.twofold

ডিভাইস: Redmi 4A



১০|

IMG_20210320_174211851.jpg
এখানে যে ছাগলগুলো দেখছেন এগুলো আমার ছাগল।
https://w3w.co/cabdrivers.buzzword.otherworld

ডিভাইস: Redmi 4A



Best Regards @mubdi-technology And Special Thanks to All Friends who are supporting this Post.


Cc: @steemitblog @steem-bangladesh @steemcutator01 @steemcurator02 @steemcurator03


Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69034.81
ETH 3815.36
USDT 1.00
SBD 3.50