Club5050 || Lemon cultivation on the roof of the house
দিন | মঙ্গলবার |
---|---|
তারিখ | ১৫ মার্চ ২০২২ |
লেবু একটি বারমাসি ফল। তবে বসন্তকালে লেবুর চাষ বেশি হয়। লেবু একটি জনপ্রিয় ফল যা ব্যবহারে খাবারের স্বাদে ভিন্নতা অনুভব হয়। বাঙ্গালিদের খাবারের তালিকায় লেবু অন্যতম। লেবু দিতে ভাত খেতে অনেক ভালো লাগে।
Location: QVJX+RW9 Saidpur
লেবু গাছ কম বেশি প্রত্যেকটি বাড়িতেই লক্ষ্য করা যায়। আমাদের বাড়িতেও বেশ কয়েকটি লেবু গাছ রয়েছে। আমরা লেবু খেয়ে থাকি। তবে সারা বছর বাজার থেকে লেবু কেনা হয়। কারণ আমাদের বাড়িতে জায়গা কম৷ দুই তিন লেবু গাছ রয়েছে। সারাবছর এই গাছের লেবু দিয়ে আমাদের বাড়ির চাহিদা মেটানো সম্ভব হয় না।
Location: QVJX+RW9 Saidpur
বসন্তের আগমনে সব গাছ ফুলে ফুলে ভরে গেছে। তেমনি করে লেবু গাছেও ফুল আসছে। আমাদের ছাদে একটি লেবু গাছে অসংখ্য ফুল ফুটেছে। প্রত্যেকটি ডালে ছোট ছোট লেবু হয়েছে। লেবু গাছের তেমন যত্ন নিতে হয় না। সপ্তাহে ২-৩ দিন পানি দিলেই চলে। লেবু গাছে অতিরিক্ত পানি দেওয়া যায় না। তাহলে গাছ মরে যায়। আমরা সপ্তাহে ২-৩ দিন পানি দিয়ে থাকি। লেবু ফুল থেকে ফল এবং ফল থেকে পাকতে ২-৩ মাস সময় লাগে। একটি পরিপক্ব লেবুতে প্রচুর রস সাথে। গরমে ১ গ্লাস পানিতে লেবু ও চিনি মিশিয়ে খেতে সেই মজা লাগে।
Location: QVJX+RW9 Saidpur
আমাদের ছাদে ফুল এর বাগান আছে। আমরা সখ করেই মূলত লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে পরিচর্যাও তেমন নিতে হয় না। এটিই সুবিধা। আশা করি এবছর অনেক লেবু হবে।
লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন-সি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য যার অভাবে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
লেবু ভিটামিন সি এর উৎস, যা অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ।
লেবু স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।
লেবু রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়।
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বকের কোলাজেন সিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় সাধারণ জ্বর, সর্দি জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করে ।
নিয়মিত লেবু খাইলে ওজন হ্রাস পায়।
এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু
@fredquantum ও @patjewell কে।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you so much for sharing this post with me. Beautiful photos you have posted. Unfortunately I was not well and could not respond sooner.
Good luck for the competition!