📸🐀🐁 Wildlife Photography Challenge, 8 Steem Prize Pool 🐁🐭📷
Location
https://w3w.co/chopped.composing.tints
আচ্ছালামুয়ালাইকুম
আজকে আমার খুবই আনন্দ লাগছে। @steemBangladesh আয়োজিত, এমন এমন একটি ব্যাতিক্রমি কনটেস্ট আয়োজনে অংশ গ্রহণ করতে পারব ভেবে।এজন্য স্টিম বাংলাদেশ প্রশংসা পাওয়ারও দাবি রাখে। কোন কিছুই অপ্রয়োজনীয় নয়।সেকথা আবার আমার কাছে খেটে গেলো। আমি তখন।@নারায়ণগঞ্জে থাকতাম । এ জায়গার নাম চিটাগং রোড বলে ডাকে। সিদ্ধিরগন্জ থানার শিমরাইল এলাকায় পড়ে। স্থানটির অবস্থান ঢাকা-চিটাগাং সংযোগস্থল কাঁচপুর বৃজের পশ্চিম পাড়। এটি খুবই ব্যাস্ততম একটি এলাকা। আমরা সবসময় এখানেই থাকতাম। প্রতিদিনের কাজ সেরে কাশশাফ মার্কেট হয়ে বাসায় ফিরতাম। কয়েকদিন আগে থেকে এ বাচ্চা গুলিকে দেখতে ছিলাম। ছবি তোলারও চেষ্টা করছিলাম।একটু কাছে গেলেই 'মা' কুকুরটি আক্রমণাত্বক দৃষ্টিতে তাকায়। আশপাশের সবাই সরে যেতে বলে। তখনকার মোবাইলটা ছিল আরও কমদামি। নানান কারনে ছবি তোলা হয় নাই। এদিন বাজারে ঢুকতেই মা কুকুরটি ওদেরকে রেখে আমার সামনেই বাজারের ভিতরে চলে যায়। এই সুযোগে ভয়ে ভয়ে আমি কয়েকটি শুট নিয়ে ঔষধ মার্কেটে, মা সার্জিক্যালের সামনে যাই। সামান্য কাজ সেরে এবার কাঁচা বাজারের দিকে চলে যাই। আজ এতদিন পর বন্ধুদের ভাগাভাগি করে, কনটেস্ট অংশ গ্রহনের চেষ্টা করছি।
ছবি ও লেখাটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
Camera | Cheap Android handset. |
---|---|
My Location | Bhendabari, Rangpur, |
Country | Bangladesh |
Taken by | @mrnazrul |
Follow my community -
https://steemit.com/trending/hive-130117
My Facebook -
https://www.facebook.com/profile.php?id=100014711262590
My YouTube-
https://youtube.com/channel/UC0HXzagrg4_FEadcbUt2XDQ
সত্যি কথা বলতে ছবিটা দেখে একদমই ভাল লাগেনি।
এখন বদলানোর সময় আছে কি।