My Macro Photography Challenge | 10 Steem Prize Pool.
Hello Guys
Good Afternoon
ছবির এই পোকাটিকে, আমরা, ঘুগরী,ঝিঝি, উচরুঙ্গা,সহ এলাকা ভিত্তিক অনেক নামে ডেকে থাকি। ইংরেজি নাম Northern Mole Cricket বৈজ্ঞানিক নাম(Neocurtilla Hexadactyla)
বাংলাদেশের সব জায়গায় দেখা যায়। রাতে আলোর আশেপাশে উড়তে দেখা যায়। দিনের আলোয় সাধারণত দেখা যায়না। কয়েক দিন আগে রাত ১০টায় বিদ্যুৎ চলে গেলে, এটি ঘরের ভিতর উড়তে ছিল। কাপড়ের আঘাতে দুর্বল করে, টর্চলাইটের আলোয়, মোবাইল দিয়ে কয়েকটি ছবি তুলে ছিলাম
নাম কনফার্মের জন্য, বার বার গুগল সার্চে, এ ছবির অনুরুপ কোন মিলাতে পারি নাই। দেখুন ভাল লাগবে। উপভোগ করুন।
Thanks for Enjoying
Welcome
| Camera | Handset |
|---|---|
| Light | Torch light |
| Category | Macoro photography |
| Capture | @mrnazrul |
| Location | Bhendabari, Rangpur, Bangladesh. |




