My Fruits Photography Challenge |10 Steem Prize Pool.
Date Palm/ Native dates/দেশি খেজুর
আমাদের দেশে এফল'টিকে সবাই খেজুর নামে চিনে। এটি গ্রীষ্ম কালের ফল। এ অবস্থায় এটি খেতে সামান্য কষ্টা লাগে। আরো পেকে গেলে কালো খয়েরী রং ধারন করে। তখন ভক্ষনযোগ্য মাংসল টুকু নরম হয়ে যায়। এসময় এটি খেতে খুবই মিষ্টি লাগে। এটি বিদেশি দামী খেজুরের চেয়ে পুষ্টি মানে অনেক বেশি এবং আমাদের দেশের লোকের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।
ছবির ছড়াটি, গতকাল সন্ধ্যার পর আমাদের এক আত্মীয় বাড়িতে দিয়ে গেছে। এগুলো তাদের বাড়ির গাছের ফল। আমি বৈদ্যুতিক আলোয় রাতেই ছবি গুলো তুলে ছিলাম। এখন বন্ধুদের সাথে ভাগাভাগি করতে পোস্ট করছি। উপভোগ করুন।
thanks for support
Camera | Mobile handset |
---|---|
Light | Current Bulbs |
Category | Fruit Photography |
Capture | @mrnazrul |
Location | Bhendabari, Rangpur, Bangladesh. |