Steem Bangladesh Contest : The Diary Game(My Activists Day)
আজ মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠে ঘর ও আঙিনায় ঝাড়ু দিয়ে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এরপর বাসার অপরিষ্কার থালাবাসন করতে না করতেই আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে আমি ঘরে গেলাম। ঘরে এসে আমার মেয়েকে বিছানা থেকে উঠায় তাকে কোলে নিলাম। এরপর তার মুখ ধুয়ে ভালোভাবে পরিস্কার করে তাকে খাওয়ায় দিয়ে তার বাবার কাছে মেয়েকে দিয়ে বিছানা ঠিকঠাক করলাম। এরপর আমি ব্রাশ নিয়ে দাঁত মাজলাম ও হাত-মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলাম। তারপর সকালের নাস্তা করে আমাদেরকে বাগানে গেলাম বেগুন তুলতে। বেগুন বাগানে এসে একটি প্রজাপতি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর আমি বেগুন তোলা বাদ দিয়ে প্রজাপতির ফটোগ্রাফি করলাম। তারপর বেগুন তুলে বাসায় আসলাম। বাসায় এসে আমার শাশুড়ীর সাথে রান্না করার জন্য তরকারি প্রস্তুতি তৈরি করলাম। অতপর আমার শাশুড়ী সকালের রান্না-বান্না করল। রান্না শেষে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম।
এরপর দুপুর ১২ টায় আমার মেয়েকে শাশুড়ী মা সহ গোসল করিয়ে তার জামা-কাপড় পরিবর্তন করে দিলাম। এরপর তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমাদের তাল গাছের নিচে দেখতে আসলাম তাল পড়ছে কিনা। অতঃপর তাল না পেয়ে বাসায় গিয়ে গোসল করে দুপুরের খাবার খাইলাম। এরপর আমার মেয়েকে খাইয়ে আমি ও আমার সহ ঘুমিয়ে পড়লাম।
বিকাল বেলা ঘুম থেকে উঠে পরিষ্কার হলাম। এরপর আমি ও আমার মেয়ে সহ বাহিরে হাঁটা হাঁটি করে একটি কনফেকশনারির দোকানে গিয়ে খাবার কিনে আনলাম। বাসায় এসে বিকালের নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমি আবারও বাড়ি অপরিষ্কারের কারনে আঙিনায় ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে হাত-মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার হলাম।
অতঃপর সন্ধ্যা ঘনিয়ে আসলে আমাদের বাড়ির সন্ধ্যা আলোক বাতি জালিয়ে দিলাম। এরপর টিভির রুমে গিয়ে টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে ঘরে এসে শুয়ে শুয়ে ফেসবুক ভিডিও দেখলাম। ভিডি দেখা শেষ করে বাজার থেকে স্বামী ও বাবা আসলে সবাই একসাথে রাতের খাবার খাইলাম। খাওয়া শেষ করে ঘরে আসে দেখি আমার মেয়ে প্রসাব করছে। অতপর প্রসাবের জামা-কাপড় পরিবর্তন করে ঘুমিয়ে পড়লাম।
আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: