Steem Bangladesh Contest : Mytownin10pic||Club5050

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার শহরের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে।

ছবি -০১

IMG_20220912_133930__01.jpg

লোকেশনঃ https://w3w.co/views.hushes.slivers

আমি প্রথম ছবিটি চিরিরবন্দর হাজির মোড়ে তুলি। রাস্তার পাশে কাশফুল দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তাই অটোভ্যান থেকে নেমে আমি এই কাশফুলের ফটোগ্রাফি করি। কাশফুল দেখতে অনেক সুন্দর ও চমৎকার।

ছবি -০২

IMG_20220909_182842__01.jpg

লোকেশনঃ https://w3w.co/selectable.relish.divert

এটি হলো আমাদের শহরের ঐতিহ্যবাহী রেলব্রীজ। এই রেলব্রীজটি কাঁকড়া নদী উপরে অবস্থিত। এই রেলব্রীজ দেখতে দুর থেকে অনেক লোক আসে। এই ব্রীজের উপর দিয়ে ট্রেন ছাড়াও মানুষ চলাচল করে।

ছবি -০৩

IMG_20220906_135721__01.jpg

লোকেশনঃ https://w3w.co/takings.bigger.palatable

এটি হলো চায়ের দোকান। এই দোকানের চা অনেক সুন্দর। এই চায়ের দোকানে চা ছাড়াও বিস্কুট, কেক, রুটি,চিপস ইত্যাদি পাওয়া যায়। এই দোকানটি গুড়িয়া পাড়ায় অবস্থিত।

ছবি -০৪

IMG_20220906_135717__01.jpg

লোকেশনঃ https://w3w.co/selectable.relish.divert

এটি হলো ট্রাক ও ট্রাক্টর মেরামত করার দোকান। এখানে বিভিন্ন স্থান থেকে গাড়ি ভালো ও মেরামত করার জন্য মানুষ আসে। এখানে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা হয়।

ছবি -০৫

IMG_20220906_135856__01.jpg

লোকেশনঃ https://w3w.co/selectable.relish.divert

দিনাজপুর কলেজ মোড়ের রাস্তার পাশেই এই সুন্দর রেস্টুরেন্টটি অবস্থিত। এখান বিভিন্ন পেশার লোকজন খেতে আসে। এই রেস্টুরেন্টটি অনেক সুন্দর ও চমৎকার।

ছবি -০৬

IMG_20220906_135730__01.jpg

লোকেশনঃ https://w3w.co/selectable.relish.divert

এটি একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিচে তলায় বাড়িতে রং করার একটি দোকান। এখানে বাড়িতে রং করতে যা যা যাবতীয় সব পাওয়া যায়।

ছবি -০৭

IMG_20220906_135649__01.jpg

লোকেশনঃhttps://w3w.co/resubmit.dropping.provoking

এটি হলো পরিবহন করার মাধ্যম। যার নাম বাস। এই বাসের মাধ্যমে মানুষ একস্থান থেকে অন্যস্থানে চলাচল করে।

ছবি -০৮

IMG_20220828_171701__01.jpg

লোকেশনঃhttps://w3w.co/resubmit.dropping.provoking

এই ব্রীজটি চিরিরবন্দর উপজেলায় কারেন্ট হাটে অবস্থিত। কাঁকড়া নদীর উপর দিয়ে এই ব্রীজ কারেন্ট হাটে গেছে। এই ব্রীজের উপর দিয়ে৷ বাস,ট্রাক,অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল, সাইকেল চলাচল করে।

ছবি -০৯

IMG_20220829_124315__01.jpg

লোকেশনঃ https://w3w.co/suffered.retouch.arrow

এই হলো কাঁকড়া নদী। এটি চিরিরবন্দর উপজেলায় অবস্থিত। এই নদীতে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের সংসার চালায়। কাঁকড়া নদীটি আসলে বেশি বড় না। তবে এর প্রকৃতিতে হারিয়ে যায় মানুষ।

ছবি -১০

IMG_20220829_183346__01.jpg

লোকেশনঃ https://w3w.co/suffered.retouch.arrow

পড়ন্ত বিকালে সূর্যাস্ত ডুবে যাওয়ার একটু পরেই আমি এই ছবিটি ফটোগ্রাফি করি। বিকালের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। সবুজে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগে।

ধন্যবাদ,
@mosfika.

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words334
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58400.82
ETH 2567.08
USDT 1.00
SBD 2.38