The Diary-Game 28-08-2022
Morning
আজকে রবিবার৷ সকালে উঠে আকাশ যে অন্ধকার ছিলো। ভাবলাম হয়তো বৃষ্টি আসবে। সকালে আকাশ মেঘ থাকলে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে সহজে ঘুম ভাঙ্গতে চায় না৷ তারপরেও উঠে পরলাম৷ কলেজ তো যেতেই হবে ১ দিন না গেলে অনেক লচ হয়ে যাবে পড়াশোনার৷ সকাল উঠেই ফ্রেশ হলাম৷ এরপর হাতমুখ মুছলাম৷ তারপর আমি চা বানাইলাম৷ আমার বান্ধবীকে দিলাম৷ এরপর একটু বাইরে গিয়েছিলাম৷ তারপর ঘরে এসে বই নিয়ে বসলাম। বই পড়লাম ৩০-৪০ মিনিট৷ তারপর কাজের মহিলা খাবার দিয়ে গেলেন৷ ডাল, ভাত ও ভর্তা। সকালের খাবার খেয়ে তৈরি হতে গেলাম৷ আর তখনই ঝুম ঝুম করে বৃষ্টি নামলো। আজকে আর কলেজে যাওয়া হলো না৷ কারণ যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর বজ্রপাত হচ্ছিলো আমাদের বাইরে বের হতেই ভয় করতেছিলো। কি আর করার কলেজে যাওয়া হলো না৷ আমার বান্ধবীকে বললাম৷ আজকে আমরা খিচুরী রান্না করবো নিজেরাই৷ আমার ম্যাচের পাশেই একটি ছোট্ট মুদি দোকান আছে সেখান থেকে ডাল, মসলা নিয়ে আসলাম৷ ম্যাচে ডিমই সম্বল৷ তাই ডিম কিনে আনলাম। ডিম ভাজি ও খিচুরি খাবো৷
Noon
আমাদের তো আর রান্নার অবিজ্ঞতা তেমন ভালো না৷ তাই আমাদের রান্না করতে অনেক সময় লেগে গেলো৷ আমরা দুইজন মিলে প্রায় ২ ঘন্টা ধরে রান্না করলাম৷ রান্না শেষ করতে আমাদের দুপুর ১ বাজলো৷ রান্না শেষ করে৷ আমি গোসল করতে গেলাম৷ খিচুরি ঠান্ডা হলে মজা লাগবে না৷ তাই আমার বান্ধবী আর গোসল করলো না৷ আমরা দুইজনে মিলে খিচুড়ি ও ডিম খাইলাম৷ আজকে আমরা দুপুরের মিল ওফ রাখছিলাম৷ তাই কাজের মহিলাও খাবার দিয়ে যাই নি। দুপুরের খাবার পর বান্ধবী গোসল করতে গেলো৷ ঐ সময় আমি ফেসবুক চালাইলাম৷ এরপর ঐ আসলো আমরা একসাথে বই পড়লাম কিছুক্ষণ। তারপর ঘন্টাখানেক বিশ্রাম নিলাম।
Afternoon
বিকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম৷ কয়েকদিন ধরে বর্ষা কালের মত বৃষ্টি হচ্ছে৷ থেকে থেকে আকাশ কালো করতে আর বৃষ্টি নামতেছে৷ বৃষ্টি আমার তেমন ভালো লাগে না৷ তবে নানীবাড়িতে থাকতে ভালো লাগতো। বৃষ্টি পানি যখন টিনের চালে পরতো সেই একটা ফিল আসতো৷ ভালোই লাগতো৷ এখন আর তেমন লাগে না৷ বিকালে একটু ছাদে গেলাম। ছাদ ভেজা৷ সকালে বৃষ্টি হয়েছে৷ আকাশ ঘুমট ভাব নিয়ে আছে। বাতাস ছিলো৷ ঠান্ডা পরিবেশ তাই ভালো লাগছিলো।
Evening
সন্ধ্যায় ঘরে চলে আসলাম। এরপর আমরা দুইজন মিলে চা বানাইলাম। তারপর চা দিয়ে বিস্কুট খাইলাম। এরপর আমি আমার মা ও খালাদের সাথে কথা বললাম মেসেঞ্জারে। সবার সাথে ভিডিও কলে কথা বলা শেষ করে পড়তে বসলাম। বাড়ির লোকদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। রাত ৮.৩০ এ রাতের খাবার দিয়ে গেলো কাজের মহিলা। আমি ও আমার বান্ধবী একসাথে রাতের খাবার খাইলাম। এরপর আবার পড়তে বসলাম৷ রাত ১০ টা পর্যন্ত বই পড়ে মোবাইল নিয়ে বসলাম৷ মোবাইলে ফেসবুক চালানো শুরু করলাম৷ আজ অনেক রাত পর্যন্ত ফেসবুক চালাইলাম।
ACHIEVEMENT 1 : Verified post by @mokerrima (New Commerce Community)
Thank you all for visiting my post.
সুন্দর পোস্ট লিখেছেন। মার্কডাউন ব্যবহার করে পোস্ট আরো সুন্দর করার চেষ্টা করুন। ধন্যবাদ।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ধন্যবাদ ভাইয়া সাজেশন দেয়ার জন্য। আমি চেষ্টা করবো।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন। শেষের ছবিটি সত্যি অনেক সুন্দর।