The Diary Game- Season -3 || My Simple Day ||19-october-2021|| 2% Beneficiaries to @bd-charity
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh
আজ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ।
আজ
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
সকাল
https://w3w.co/redeeming.replying.dished
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম তারপর অল্প কিছু শাক সবজি বাজার করতে গেলাম ।
https://w3w.co/redeeming.replying.dished
দুপুর
দুপুরবেলা গোসল করে এসে ঈদে মিলাদুন্নবী নিয়ে একটি পোস্ট তৈরী করলাম ।
ঈদে মিলাদুন্নবী 💚
বিশ্বনেতা মুসলিম জাতির কলিজার টুকরা ❣️
হযরত মুহাম্মদ (সাঃ)❣️
রবিউল আউয়াল মাস। প্রায় দেড় হাজার বছর আগে ফিরে যাওয়ার মাস। প্রতি বছর এ মাসে মুসলিম উম্মাহ ক্ষণিকের জন্য হলেও ফিরে যায় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত দিনগুলোয়। কারণ মাসটি যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস। বিশ্বনবির শুভাগমন উপলক্ষ্যে বিশ্বমানবতার আনন্দ-উৎসবের মাস।
প্রায় দেড় হাজার বছর আগে হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র নগরী মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার (ফীলের বছর) দিনের রাতের মহাসন্ধিক্ষণ ‘সুবহে সাদেক’-এ শুভ জন্মগ্রহণ করেন। আবার একই দিনে তিনি ইন্তেকাল করলেও মুসলিম উম্মাহর কাছে এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ জন্মের দিন ও বছর নিয়ে হাদিসে পাকে আছে সুস্পষ্ট বক্তব্য। তিনি ইংরেজি পঞ্জিকার হিসেব মতে, ৫৭১ খ্রিস্টাব্দের ২০ অথবা ২২ এপ্রিল জন্ম গ্রহণ করেন।
বার ও জন্ম বৎসর নিয়ে হাদিসে সুস্পষ্ট বক্তব্য থাকলেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। এ কারণে পরবর্তী যুগের আলেম এবং ঐতিহাসিকগণ এ সম্পর্কে মতভেদ করেছেন।
প্রিয় নবির জন্ম সম্পর্কে মা আমিনার কথা হজরত ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন তাঁর জন্ম হয়েছিল তখন আমার শরীর থেকে এক জ্যোতি বের হয়েছিল; যাতে শামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমাদ রাহমাতুল্লাহি আলাইহি ইরবায বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। (মুখতাসারুস সিরাহ)
জগৎ আলো করে প্রিয় নবির শুভাগমনে কিছু উল্লেখযোগ্য ঘটনাও ঘটেছিল। যা ছিল নবুওয়তের পূর্বাভাস।
#we_love_mohammad_ﷺ_challenge ❣️
পোস্টটা তৈরি করার পরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম ।
রাত
রাতের বেলা আমার একটা পুরনো ব্যাংক ছিল তাতে অল্প কিছু টাকা জমা হয়েছিল সেটা ভংলাম একটা সুস্থ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য করার জন্য ।
বাচ্চাটির বাবা নেই এবং বাচ্চাটি জন্ম থেকেই অসুস্থ এবং তার আর্থিকভাবে অসচ্ছল ।
বর্তমান আমার কাছে উপস্থিত টাকা ছিল না । সেজন্য আমার ব্যাক ভেঙ্গে একটু সাহায্য করার চেষ্টা করলাম ।
বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ।
আর কেউ যদি কোন সাহায্য করতে চান তাহলে এই লিঙ্কে যেয়ে পোস্টটিতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন ।
https://www.facebook.com/photo/?fbid=1602042133464266&set=gm.834687590537478
পরে রাতের খাবার খেলাম এবং রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।
আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
From,
@mmratulahmed