The Diary Game- Season -3 || Busy Day ||22-September-2021|| 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম

আমি @mmratulahmed from Bangladesh

আজ বুধবার
২২ সেপ্টেম্বর, ২০২১ ।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


242211828_976742579555477_6397894605840687874_n.jpg
https://w3w.co/replying.sampling.blotchy


সকাল


আজ ঘুম থেকে উঠতে ৮টা । ঘুম থেকে উঠার পরে নাস্তা পানি করে গুলিস্থান উদ্দেশ্যে বের হয়ে গেলাম ।


241486417_403888454465127_6808779399936746629_n.jpg
https://w3w.co/dictation.disgraced.washroom

রিক্সা করে বাসস্ট্যান্ডে যাওয়ার সময়


242345800_921079778756695_7105483114131251297_n.jpg
https://w3w.co/radically.nests.engage

রেললাইন পার হওয়ার সময়


242211677_4559905620712443_5766305735791210219_n.jpg
https://w3w.co/arose.consoled.trailing

বাসে উঠার পর


আজকে এলাকার এক ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য শাহবাগে যাচ্ছে । বেশ কিছুদিন হল আসছে কিন্তু দেখা করব করব বলে দেখা করা হচ্ছে না । কাল সকালে রওনা দিব সে জন্য আজকেই দেখা করা জরুরি । তাই তাড়াহুড়া করেই থানা থাকা সত্ত্বেও বেরোতে হলো ।


241807153_366302671873277_7709241388675095618_n.jpg
https://w3w.co/complain.wage.piled

রাস্তায় জ্যাম ছিল



দুপুর


রাস্তায় প্রচুর জ্যাম থাকায় পৌছাতে পৌছাতে দুপুর হয়ে গেল ।


242123243_558744838774146_1488929807803951662_n.png
https://w3w.co/gossiped.reform.electrode

গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ


যেয়ে কিছুক্ষণ গল্প করার পর জোহরের নামাজ টা সেরে টোকেন নিয়ে দুপুরের খাবার খেতে গেলাম ।


241537981_362527245565533_5396419965537508626_n.jpg
https://w3w.co/gossiped.reform.electrode

টোকেন


241978577_3054119398192288_3545159637649223360_n.jpg
https://w3w.co/gossiped.reform.electrode

গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ


দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিলাম ।


বিকাল ও সন্ধ্যায়


বিকালে আসরের নামাজ শেষ করে বিদায় নেওয়ার পালা চলে আসলো । পরে মসজিদ থেকে বের হয়ে কিছুক্ষণ বাইরে হাটাহাটি করলাম ।


242336067_265466212112797_7900752074103849199_n.jpg
https://w3w.co/gossiped.reform.electrode

শরবত খেলাম



242269295_3568959090092853_2182001302194511420_n.jpg
https://w3w.co/undertook.finger.replaying

কিনাকাটি করলাম



241466479_592944118555360_3776133998525098567_n.jpg
https://w3w.co/leap.wonderful.runways

ময়দ ‍এর ফাকা বতল দেখল।ম



242319437_615213229471497_3951782827051653846_n.jpg
https://w3w.co/founders.learning.essay

টাকার বাজার দেকলাম



242295077_605351097514219_1818399798502936024_n.jpg
https://w3w.co/replying.sampling.blotchy

ফেরত আসার সময়

রাত


242024148_230505049040992_8481927866157568316_n.jpg
https://w3w.co/coconuts.mingles.clubs

রাস্তায় প্রচুর জ্যাম ছিল


জ্যামের মধ্যে বসে পাশের সিটে এক ছেলের সাথে মিলি মিলিটারি গেম খেলা শুরু করলাম ।


01



02



03



এলাকায় এসে নামতে নামতে প্রচুর দেরী হয়ে গেল ।


241489975_291593442772914_4224138911129784374_n.jpg
https://w3w.co/listening.incensed.wrist

এলাকা


বাসায় এসে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

Sort:  
 3 years ago 

পোস্টটি সুন্দর হয়েছে

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70805.12
ETH 3799.35
USDT 1.00
SBD 3.43