The diary Game || 31 December 2021 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ শুক্রবার ,
৩১ ডিসেম্বর, ২০২১ ।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বনরুপায় গেলাম হাটাহাটি করতে।


269976691_342987133965732_1948461496378225638_n.jpg

https://w3w.co/nuzzled.brightly.mastering


বনরূপায় সুন্দর মনোরম পরিবেশ ছিল। আজকে হাটাহাটি করলাম, তারপর সূর্য উঠলে বনরুপা থেকে ফেরত আসলাম।


269817425_392316709317398_8287074064924440204_n.jpg

https://w3w.co/nuzzled.brightly.mastering


বেশ কিছুক্ষণ হাটাহাটি করার পর বাসায় এসে একটু রেস্ট নিলাম, তারপর সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা করার পরে পরে কিছুক্ষণ কম্পিউটারে বসে নিজের কাছ থেকে নিলাম।


Capture.PNG


দুপুর


গোসল থেকে আসার পর Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম । এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম। মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে ।

পরে খাওয়া দাওয়া করি এবং কিছুক্ষণ রেস্ট নিয়লাম।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


বিকালের সময় আমি @sajjadsohan এবং @razuahmed বরুরার দিকে গেলাম কম্বল বিতরণ করতে।


267217154_261498836048983_2848015412741608901_n.jpg

যাওয়ার সময় ছবি


https://w3w.co/chief.gashes.dumpling


ওখানে পৌছতে পৌছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওখানকার লোকাল কিছু পোলাপান আসলো, আমাদের সাথে যোগ দিল এবং কম্বল বিতরণ করা হলো সন্ধ্যার পরে।


269975975_634665534623708_5077773992209597256_n.jpg

https://w3w.co/gracing.offhand.consults


Capture.PNG


রাত


বাসায় এসে রাতে Taarak Mehta Ka Ooltah Chashmah সিরিয়ালটি দেখলাম। Taarak Mehta Ka Ooltah Chashmah ভারতের জনপ্রিয় কৌতুক টেলিভিশন ধারাবাহিক। যা সাব টিভিতে প্রচার করা হয়। এটি হাসির সাথে শিক্ষা দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।
গোকুলধাম পাউডার গলি,গোরেগাঁও,মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি। সোসাইটির ৪ টি উইং আছে:এ উইং,বি উইং, সি উইং,ডি উইং। যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায় ।
সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার। তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়। তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে। বিপদে সবাই সবাইকে সাহায্য করে।
অনেক অনেক আগের নাটক এটা আমি অনেক আগে থেকেই নাটকটি দেখতেছি ভালই লাগে।

তারপরে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।
ছবি গুলো অসাধারণ তুলেছেন।

সব চেয়ে ভালো লাগছে কম্বল বিতরণের বিষয়'টি।

সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

অত্যন্ত সুন্দর একটি দিন কাটিয়েছেন ।মানুষ মানুষের জন্য ।আপনারা সব থেকে উত্তম কাজ করেছেন কম্বোল বিতরন করেছেন ।ধন্যবাদ ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।
দোয়া রাখেন ভাই আমাদের জন্য।

 3 years ago 

বনরূপা কি কোনো নার্সারি? সুন্দর কিছু দৃশ্য অবলোকন করেছেন। দিনটি বেশ ভালোই গেছে আপনার।

 3 years ago (edited)

বনরুপা হল ঢাকার মধ্যে একটি জায়গা যেখানে এখনও কোনো ঘরবাড়ি হয় নাই। এখনে অল্প কিছু বসতি আছে এবং বেশিরভাগ জায়গাটায় মাঠে খালি পড়ে আছে। এটার একটি অংশ নিয়ে নার্সারী ও তৈরি করা হয়েছ। এখানে নার্সারি আছে। একটি বিশাল একটি বড় জায়গা।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

thank you for your support.

 3 years ago 

খুব সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই। ছবি গুলো সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

evabei manuser pase takun via dekhe onk valo laglo...doya roilo apnar jonno

 3 years ago 

হ্যাঁ ভাই মানুষ তো মানুষের জন্যই। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

Onk valo legese via apnar kaj ti dekhe.. Same ami o amder onk e chesta kori oshohay manus er pase takte doya rakben via

 3 years ago 

দোয়া রইল ভাই আমাদের জন্য দোয়া করবেন। 😇

 3 years ago 

Fiamanillah via

 3 years ago 

এই শীতে গরিম মানুষের মাঝে কম্বোল বিতরন করাটা এটি ভালো কাজ। আল্লাহ তাআলা আপনার নেক কাজে সবসময়ই সাহায্য করবে।

 3 years ago 

সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

You had a great day brother. Thanks for the social work, keep it up.

 3 years ago 

All praise is due to Allah. May Allah guide everyone Amin. Thanks bro for your nice comment.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59114.57
ETH 2309.50
USDT 1.00
SBD 2.49