The diary Game || 23 January 2022 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh
আজ রবিবার,
২৩ জানুয়ারি, ২০২২।
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•
¯´•
সকাল
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম। তারপর হোটেল থেকে নাস্তা নিয়ে এসে নাস্তা খেলাম। আজকে একজনকে ব্লাড দিতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে সেজন্য তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম। তারপর আমার বন্ধু প্লাবনের জন্য অপেক্ষা করলাম এ ইয়ারপোর্ট গেছো আসলে পরে একসাথে আমরা তিনজন যাব। ও নয়টার দিকে এসে আমাকে ফোন দিল পরে আমি বের হলাম বাসা থেকে।
https://w3w.co/luckier.obviously.lamp
ও নাস্তা করোনি তাই আমি আর যে ব্লাড দিবে সে চা খেলাম এবং প্লাবন নাস্তা করলো।
https://w3w.co/carting.stump.bead
প্লাবনের নাস্তা শেষ হলে পরে আমরা বাসে উঠলাম। বাসে ভালো সময় লাগছে, বাস থেকে নেমে অল্পকিছু পথে হেটে আবার চা খেলাম।
https://w3w.co/along.nimbly.ambitions
কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌছে গেলাম যেখানে রক্ত দিতে হবে।
দুপুর
কাগজপত্র এবং ডাক্তারের জন্য রক্ত টা নিতে অনেক দেরি করল। আমরা তখন অপেক্ষা করতেছিলাম একজন আরেকজনের সাথে গল্প করে সময় কাটাচ্ছিলাম।
https://w3w.co/cluttered.welcome.flocking
প্রায় দুপুর দুইটার পরে রক্ত নিল। রক্ত দেয়ার পর অল্প কিছুক্ষণ রেস্ট এরপর আমরা হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। পরে দুপুর বেলা হালকা-পাতলা খেয়ে নিলাম বাইরে থেকেই। খাওয়া-দাওয়া শেষ করে বাসে উঠলাম বাসায় আসার জন্য।
বিকাল&সন্ধ্যায়
বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। বিকালে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। সারাদিন বাইরে ছিলাম সেজন্য বিকালে আর বের হলাম না। কম্পিউটারে বসে ইউটিউব ফেসবুক চালালাম।
রাত
কম্পিউটারে বসে টাইম পাস করার পরে রাতের খাওয়া-দাওয়া করলাম। তারপর ডেলিভারি লেখা শুরু করলাম। এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।
আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
From,
@mmratulahmed
@mmratulahmed
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you for your support.
আপনাকে এবং আপনার বন্ধুকে অনেক ধন্যবাদ। রক্ত দেওয়া মহৎ একটি কাজ। অনেকে ইচ্ছে থাকলে শরীরের কারণে মানুষকে রক্ত দিতে পারে না। যেমন আমি 🙂।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রক্ত দেয়া একটি মহৎ কাজ। প্রতি ৪ মাস পর পর আমাদের রক্তের কোষগুলো মারা যায়। তাই রক্ত নিজের শরীরে নষ্ট না করে দান করলে হয়তো একজনের প্রান বাচতে পারে। অনেক ভালো কাজ করেছেন ভাই। আল্লাহ আপনার এই দান কবুল করুন। (আমিন)
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
জ্বি ভাই আপনি ঠিক বলছেন। দোয়া রাখবেন আমাদের জন্য।
ভালোবাসা রইলো ভাই। আমিও রক্ত দিতে গেছিলাম কিন্তু আমার সাস্থ খারাপ তাই ডাক্তার আমার রক্ত নেয় নি😑
আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুক। যাতে আপনিও মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে পারেন। 😇
ভালোবাসা রইলো ভাই।
অনেকটাই ব্যস্ত সময় কাটিয়েছেন। অনেক ভালো একটা কাজ করেছেন ভাই। পড়ে অনেক ভালো লাগলও।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রক্ত দান মহৎ একটি কাজ যেটা সবাই পারে না। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। চা এর ছবিগুলো সুন্দর হয়েছে। নাইস ডাইরি।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।