The diary Game || 05 January 2022 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ বুধবার,
০৫ জানুয়ারি, ২০২২।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।



•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুকে নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। আম্মুর কাকি অসুস্থ সেজন্য সে বাড়ীর দিকে যাবে এজন্য বাসে তুলে দিতে গেলাম।


270202276_662432678224465_3666249522413197947_n.jpg

https://w3w.co/erupts.umbrellas.wounds


বাসে উঠিয়ে দিয়ে আসে, বাসায় আসতে আসতে বেশ দেরি হয়ে গেল। কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল।

বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম। অনেক সকালে ওঠা হয়েছে সেজন্য নাস্তার পরে একটু রেস্ট নিলাম।


Capture.PNG


দুপুর


দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে উঠে Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম ।

এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম।

মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।

যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


আজকে বিকালের বাসা থেকে বের হয়নি আম্মু বাড়িতে যাওয়ার বাসার অনেক কাজ কামে নিজের করতে হইতাছে। সেজন্য বিকালবেলা নিজেদের কাজ কাম করছিলাম।

বিকালবেলা আজকের সুন্দর একটা নাস্তা খেলাম।


270277740_1046478159528018_706814485201608013_n.jpg

Chilli Pasta


https://w3w.co/flood.prepped.cheer


রাস্তা খেতে খেতে কম্পিউটারের কিছু সময় ইউটিউব দেখলাম।


Capture.PNG


রাত


রাতে Taarak Mehta Ka Ooltah Chashmah সিরিয়ালটি দেখলাম। Taarak Mehta Ka Ooltah Chashmah ভারতের জনপ্রিয় কৌতুক টেলিভিশন ধারাবাহিক। যা সাব টিভিতে প্রচার করা হয়। এটি হাসির সাথে শিক্ষা দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।

গোকুলধাম পাউডার গলি,গোরেগাঁও,মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি। সোসাইটির ৪ টি উইং আছে:এ উইং,বি উইং, সি উইং,ডি উইং। যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায় ।
সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে।

এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার। তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়। তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে।

বিপদে সবাই সবাইকে সাহায্য করে।
অনেক অনেক আগের নাটক এটা আমি অনেক আগে থেকেই নাটকটি দেখতেছি ভালই লাগে।

বাসায় আসার পরে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  
 3 years ago 

এখন আপনার আম্মুর কাকি কেমন আছে।।সুন্দর ডাইরি লিখেছেন।

 3 years ago 

উনার অবস্থা বেশি ভালো না ভাই। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে জন্যই তাড়াহুড়ো করে সবাই তাকে দেখতে যাচ্ছে।

 3 years ago 

I love pasta a lot. And your pasta looks delicious☺️

 3 years ago 

Yes brother I like it a lot and it is very tasty.
thanks for your sweet comment.


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

thank you for your support.

 3 years ago 

আশা করি উনি সুস্থ হয়ে যাবেন।

 3 years ago 

আল্লাহ ভরসা দুয়া রাখেন ভাই।

 3 years ago 

আমিও তুর্কি ওয়েব সিরিজ দেখেছিলাম অনেক আগে। একটু ব্যস্তাময় দিন কাটিয়েছেন।

 3 years ago 

হ্যাঁ ভাই আমি প্রায়ই দেখি আমার কাছে খুব ভালো লাগে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69508.29
ETH 3366.22
USDT 1.00
SBD 2.74