The diary Game || 04 January 2022 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ মঙ্গলবার,
০৪ জানুয়ারি, ২০২২।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


270150033_1852997998242785_2785011779670178299_n.jpg

https://w3w.co/huddling.calendars.inner


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম। তারপর ঘরটা গুছিয়ে একটু টেবিলে বসলাম পড়ালেখা করতে। অল্প কিছুক্ষণ পড়ালেখা শেষ করার পরে সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা শেষ করে অল্প কিছুখন কম্পিউটারে বসে গান শুনলাম।


Capture.PNG


দুপুর


দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে উঠে Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম ।

এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম।

মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।

যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


বিকালে কম্বল বিতরণ করতে বের হলাম। আজকে কম্বল বিতরণ করা শেষ দিন আজকে কম্বল শেষ হয়ে যাচ্ছে। কম্বল বিতরণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল।


270150033_1852997998242785_2785011779670178299_n.jpg


https://w3w.co/huddling.calendars.inner


266396219_605583523860588_5905241075786059456_n.jpg


মাঝখানে দুইদিন অসুস্থ থাকার কম্বল বিতরণ করতে পারিনি। সেজন্য একটু দেরি হয়ে গেল, না হলে আরো দু এক দিন আগেই কম্বল বিতরন শেষ হয়ে যেত।

বিতরনের সময় ছবি তোলা ঠিক না। তারপরও অল্পকিছু ছবি তুলতে হয়। কারণ এটা আমাদের গ্রুপের অফিশিয়াল পোষ্টের জন্য। যাতে যারা টাকা-পয়সা দিয়ে শরিক হয়েছে তারা নিশ্চিত হতে পারে যে আমরা ঠিকমত কম্বল বিতরণ করছি। সেজন্য অল্পকিছু ছবি তোলা হয়।

এখন আমাদের অফিসিয়াল পোষ্টের লিংক যোগ করা হলো।

আপনারা চাইলে আমাদের গ্রুপটা ঘুরে দেখতে পারেন। এখানে আমাদের প্রতিটি কার্যকলাপ এবং প্রতিটি প্রোগ্রামের পোস্ট দেওয়া হয়ে থাকে।

কম্বল বিতরণ করতে গিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। সেজন্য এলাকায় এসে টং এর চা খেলাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্প করার পরে বাসার দিকে চলে আসলাম।


Capture.PNG


রাত


বাসায় এসে শুয়ে পরেছিলাম। তারপরও রাতের খাওয়ার সময় হলে খাবার খেয়ে ডেলিভারি লেখা শুরু করলাম। এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

thank you for your support.

This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!

 3 years ago 

thank you for your support..

 3 years ago 

কম্বল বিতরণের কাজ খুবই সওয়াবের। দেখে খুব ভালো লাগল। ক্লান্ত হওয়ার পর টং এর চা খাওয়ার অনুভূতি কেমন ছিল?

 3 years ago 

সকল প্রশংসা আল্লাহর জন্য।

ভাই এটা একটা অদ্ভুত অনুভূতি। কারণ কম্বল বিতরণ করার সময় হাটাহাটি করা লাগছে অনেক এইজন্য ঘেমে গেছিলাম। ঘাম গায়ে বাতাস লাগতে ছিল, সে জন্য ঠাণ্ডা লাগতেছিল / শীত লাগতেছিল। এই সময় চা টা খুব কাজে দিয়েছে।

 3 years ago 

অনেক ভালো কাজ করেছেন ভাই। মানবসেবা একটি মহৎ গুন। সুন্দর ডাইরি।

 3 years ago 

সকল প্রশংসা আল্লাহর জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72