The diary Game || 01 January 2022 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ শনিবার,
০১ জানুয়ারি, ২০২২।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

244988903_268588305184460_4106535393565218230_n.jpg

https://w3w.co/massaging.bashful.hails


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বনরুপায় গেলাম হাটাহাটি করতে। বনরূপায় সুন্দর মনোরম পরিবেশ ছিল। আজকে হাটাহাটি করলাম। বেশ কিছুক্ষণ হাটাহাটি করার পর বাসায় এসে একটু রেস্ট নিলাম, তারপর সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা করার পরে পরে কিছুক্ষণ কম্পিউটারে বসে নিজের কাছ থেকে নিলাম।


Capture.PNG


দুপুর


গোসল থেকে আসার পর Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম । এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম। মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে ।

পরে খাওয়া দাওয়া করি এবং কিছুক্ষণ রেস্ট নিয়লাম।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


বিকালে সবাই ফ্রেন্ডরা চায়ের দোকানের সাথে হলাম। আজকে খিলক্ষেত এলাকায় কম্বল বিতরণ করার দিন। সেজন্য সবাই চায়ের দোকানে একসাথে হয়ে চা খেয়ে আস্তে ধীরে রেডি হলাম।


244988903_268588305184460_4106535393565218230_n.jpg

https://w3w.co/massaging.bashful.hails


তারপরে কম্বল নিয়ে আসে আমার বন্ধুর শুভর বাইক এ বেধে নিলাম। তারপরে খিলক্ষেত বাজারের দিকে গেলাম কম্বল বিতরণ করার জন্য। কারণ ওখানে বেশির ভাগ গরিব রোডসাইড লোক থাকে ।


265003092_1432631197139265_5282448562828213629_n.jpg


https://w3w.co/massaging.bashful.hails


269715650_879138352771781_9119252905440383_n.jpg


Capture.PNG


রাত


কম্বল বিতরণ করে বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। তারপরে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  
 3 years ago 

খুবই ভালো কাজ করেছেন।প্রশংসনীয় কাজ করেছেন। ধন্যবাদ জানাই।

 3 years ago 

সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

thank you for your support.

 3 years ago 

বনরুপা কি কোন জায়গার নাম।? আমি অবশ্য হিন্দি ছিরিয়াল দেখি তবে খুব কম।

 3 years ago 

হ্যাঁ বনরুপা একটি জায়গার নাম। আমি বাংলা, হিন্দি, উর্দু, টার্কিশ, ইংলিশ, তামিল, পাঞ্জাবি ইত্যাদি ভিডিও দেখি। কিন্তু তা বেশিরভাগই হিন্দি বা উর্দুতে ডাবিং করা গুলা দেখি।

 3 years ago 

আসোলেই গরীব মানুষের পাশে দাড়ানো খুবই ভাল একটি কাজ ।সুন্দর দিন কাটিয়েছেন ভাই।

 3 years ago 

সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

Ertugrul ghazi ওয়েব সিরিজের কতগুলো এপিসোড আছে?

খিলক্ষেত বাজারের দিকে গেলাম কম্বল বিতরণ করার জন্য

খুবই ভালো কাজ। নাইস ডায়েরি

 3 years ago 

Ertugrul ghazi ওয়েব সিরিজের Season আছে সম্ভবত ছয়টা এবং প্রত্যেকটি Season এর Episode আছে প্রায় একশর কাছাকাছি। আমি এখন পর্যন্ত Season 5 দেখতেছি।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অজস্র এপিসোড তাহলে। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ ভাই প্রচুর।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55758.52
ETH 2348.78
USDT 1.00
SBD 2.31