Steem Bangladesh Contest: Technology || Facebook || 20% to @steemit-bd || Post by @mmratulahmed.

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। আমি স্টিম বাংলাদেশ আয়োজিত সায়েন্স টেকনোলজি অ্যান্ড কমপিউটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি।

আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি আমরা কম-বেশি সবাই ব্যবহার করে থাকি। যেটি আমাদের মধ্যে অনেক পরিচিত এবং আমরা ছোট থেকে বড় সবাই এটা ব্যবহার করি। এই অ্যাপটির নাম হল ফেসবুক।

facebook-793048_1920.jpg
https://pixabay.com/photos/facebook-social-media-media-social-793048/

ফেসবুক এমন একটি অ্যাপ যা আমরা ছোট বড় সবাই ব্যবহার করে থাকি এবং এটি পরিচিত এক সবার কাছে।

এমন খুব কম স্মার্টফোন আছে যে স্মার্টফোনে ফেসবুক নাই। ধরতে গেলে বা বলতে গেলে বলা যায় যেমন কোন মোবাইল নাই যে মোবাইলে ফেসবুক নাই বর্তমানে।

facebook-1905890_1920.jpg
https://pixabay.com/illustrations/facebook-social-media-web-network-1905890/

কারো কারো মোবাইল ঘাঁটলে তো দেখা যাবে অনেক মোবাইলে ফেসবুক, ফেসবুক লাইট এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন আইডি চালানো হয় একজন অনেক আইডি চালায় ফেসবুকে। ফেসবুক বর্তমানে পৃথিবীর মধ্যে একটি ফেমাস অ্যাপ।

আমরা এক ব্যক্তির মাধ্যমে ফেসবুকে কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করব। আরো আলাপ আলোচনা করবো ফেসবুক তৈরি এবং ঘটনাকে ভিত্তি করে।

facebook-2935402_1280.png
https://pixabay.com/vectors/facebook-face-facebook-icon-2935402/

আমরা যদি প্রথমে আলোচনা করি ফেসবুক কিভাবে তৈরি হলো তাহলে প্রথমে একজনের নাম আসে সে হল মার্ক জুকার বারক। মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা। সে যখন কলেজ বা ইউনিভারসিটিতে পড়তো তখন সে কলেজ ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার জন্য একটি অনলাইন অ্যাপ তৈরি করে যার নাম ফেসবুক। কথিত আছে তার ব্রেকআপ হয়ে যায় ওই সময় এবং তারপর এসে এই ফেসবুক বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করে এবং সে এই আপনাকে আরও উন্নত করে তোলে। এখান থেকে শুরু হল ফেসবুকের পথ চলা।

business-5475661_1920.jpg
https://pixabay.com/photos/business-technology-city-line-5475661/

এখনো তো আলোচনা করবো ফেসবুক আমাদের জীবনে কি কাজে আসে।

আমরা সকলে জানি ফেসবুক একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে আমরা সবার সাথে যোগাযোগ রক্ষার জন্য তাদের আইডিতে ফ্রেন্ড হিসেবে থাকতে পারি। এবং তারা প্রতিনিয়ত যা করছে তার আপডেট দেখে তাদের সাথে যুক্ত থাকতে পারি। আমাদের ব্যস্ত জীবনে অনেকের সাথে যোগাযোগ রক্ষা হয় না সামনা-সামনি যা আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি এবং সমাজ সামাজিকতায় অনেক অবদান দিতে পারি। প্রিয় মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য ফেইসবুক একটি অন্যতম মাধ্যম।

people-2923048_1920.jpg
https://pixabay.com/photos/people-woman-self-talk-mirrors-2923048/

এখন আমরা আলোচনা করব যে ফেসবুকের খারাপ দিক গুলো কি কি?

ফেসবুক একটি ফেমাস অ্যাপ এটা অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু এটা ব্যবহার করার সময় সবসময় মাথায় রাখতে হবে, আমি যেমন একজনকে দেখছিস এমন কেউ না কেউ আমাকে সবসময় দেখতেছে। এজন্য নিজের বেশি পার্সোনাল কোন জিনিস ফেসবুকে শেয়ার করা উচিত নয়। আমি ফেসবুকে কি শেয়ার করছি এবং কি তুলে ধরছি সেটা আমার সবসময় নিজের মাথায় রাখতে হবে। কারন ফেসবুক কোম্পানি এটাকে একটি পণ্য হিসেবে পরবর্তীতে আমার কাছেই ব্যবহার করবে। এটা সম্পর্কে বিস্তারিত বলার কোন কিছু নেই। কারন এটা সম্পর্কে আমরা সবাই অবগত।

আমার ব্লগ টি প্রায় শেষের দিকে। যাওয়ার আগে এটুকুই বলব যে ফেসবুক আমাদের অনেকের সাথে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তো আমাদের ফেসবুক বা অন্য কোন অ্যাপ চালানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে আমাদের নিজের বেশি পার্সোনাল ইনফরমেশন যেন কেউ না দেখে।

আশাকরি ব্লকটি পড়ে আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @emzcas & @kyrie1234 কে।

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

thank you for your support.

 2 years ago 

অনেক সুন্দর একটা টেকনোলজি আমাদের সামনে উপস্তাপন করার জন্য ধন্যবাদ বড় ভাই।আপনার পোস্ট পরে অনেক ধারনা পেলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন। বেশি ইনফরমেশন শেয়ারে প্রব্লেমের আশঙ্কা থাকে।পরবর্ততিতে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়।

 2 years ago 

হ্যাঁ ভাই এজন্য আমাদের সকলেরই উচিত প্রথম থেকেই সতর্ক থাকা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59276.59
ETH 2464.51
USDT 1.00
SBD 2.44