Steem Bangladesh Contest: Food || Homemade pizza || 30% to @hive-138339 || Food Review by @mmratulahmed.

in Steem Bangladesh2 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Food Review.

278119474_998510821037336_1731313145347489216_n.jpg


•´¯•»🍽️Food🍽️»•¯´•


আমি আজকে @steembangladesh ফুড রিভিউ কনটেস্টে অংশগ্রহণ করছি। খাদ্য সাধারণত প্রাণী এবং উদ্ভিদ থেকে আসে। শক্তি এবং পুষ্টি প্রদানের জন্য এটি জীবন্ত জিনিস দ্বারা খাওয়া হয়। খাদ্যে এমন পুষ্টি রয়েছে যা মানুষ এবং প্রাণীদের সুস্থ থাকার জন্য প্রয়োজন। খাদ্য গ্রহণ সাধারণত মানুষের জন্য উপভোগ্য। আমাদের বাংলাদেশে সাধারণত বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলে সম্মধিত করা হয়। কিন্তু আমরা সাধারণত বাঙালি অনেক ধরনের খাদ্য খেয়ে থাকি। তারমধ্যে পিকজা একটি। আজ আমরা দেখবো পিজা কিভাবে তৈরি করা হয়।

পিজা বানাতে হলে প্রথমেই যে উপকরণ গুলো লাগে সেগুলো জোগাড় করে নিতে হবে।

277833965_695057001691411_1666083735007911518_n.jpg

পিজার প্রধান উপাদান হলো ময়দা। ময়দা পিজার নিচের অংশে থাকে। এবং পুরো বিষয়টাকে ময়দার ধরে রাখে।

277970665_1612508589132970_1606998316172066903_n.jpg

277719598_346284910898665_6165982457818269713_n.jpg

277796649_376209917742908_7025066508106215882_n.jpg

278715237_795459291858841_4816608164988885399_n.jpg

তারপর পিজা বানাতে যেগুলো লাগবে সেটা হল পিজা সস, মাখন, পিয়াজ, সসেস এবং কোন প্রকার গোশত যদি দিতে চান তাহলে সেই কষ্টের ছোট টুকরা।

ধাপ ১

278783477_515013983360249_3771369460142191534_n.jpg

277718564_515334153439569_2589162396442337093_n.jpg

প্রথমেই সসেজ গুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে, এবং পিজা তৈরি করার জন্য উক্ত ময়দার রুটির মতো একটু বেলে নিতে হবে।

ধাপ ২

277963515_712440986844703_5072590378784889847_n.jpg

278226460_1044900399455519_7560471381866535385_n.jpg

যে পাত্রে পিজা রেখে রান্না করা হবে, সে পাত্রের উপর একটু আটা দিয়ে নিতে হবে যাতে পাত্রের নিচে পিজা লেগে না যায়। এবং পিজারো নিচের সেইটটাও তৈরি করতে হবে এবং পিজার উপরের যে ময়দা সাইটটা এই সাইটটা কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে। যাতে পিজা কেকের মতো খুলে না যায়।

ধাপ ৩

278239429_888222479245107_7210270363637833775_n.jpg

277996449_783369099716604_3074711647518640675_n.jpg

তারপর পিজাতে পিজা সহস ভাল করে লাগিয়ে দিতে হবে।

ধাপ ৪

278036974_333747285406967_2880786403264415420_n.jpg

278116000_1176622689836243_1113408129854363803_n.jpg

278122577_533904034800454_191837249585050514_n.jpg

278619060_531178295029768_1523598553995692992_n.jpg

278797055_674945587121282_7894352293938044191_n.jpg

278237736_408385297768435_5718895157457759284_n.jpg

তারপরও একা একা পিজা সস এর উপর বাটার দিতে হবে। তারপরে দোস্তর টুকরাগুলো উপরে ছড়িয়ে দিয়ে আবার বাটন কি হবে। তারপরে পিয়াজের টুকরাগুলো এবং সসেস এর টুকরা গুলো দিতে হবে এবং পুনরায় আবার বাটার দিতে হবে।

ধাপ ৫

278114946_1047263565899225_6154100348091831488_n.jpg

278353100_314858747396612_5807732100357070281_n.jpg

তারপর ওভেন চালু করে রাখতে হবে ১০ মিনিটের জন্য। যাতে ওভেন টা গরম হয় এবং সহজে পিজা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়।

ধাপ ৬

277688593_515139556755140_4101576503656062712_n.jpg

278237150_1080477606013620_7721033192990081405_n.jpg

তারপর পিজা ওভেনে দেওয়ার আগে অলিভ অয়েল এবং আরিগানো পাউডার উপরে ছিটিয়ে দিতে হবে।


ধাপ ৭

278326997_1147241522484998_4479464695967741340_n.jpg

278537997_686463799287016_42879513237947661_n.jpg

তারপরে পিজাটা ওভেন দিয়ে দিতে হবে এবং ১০ থেকে ১৫ মিনিট পর পিজাটা ওভেন থেকে বের করে নিতে হবে।

ধাপ ৮

277959281_453784486516408_6208687509903334352_n.jpg

278119474_998510821037336_1731313145347489216_n.jpg

তারপর পিজাট একটি ছাড়ানো প্লেটে নিয়ে নিতে হবে এবং পিজাটা পিজার কাটার অনুযায়ী ৮ পিছে কেটে নিতে হবে।

ধাপ ৯

278308977_546813390203787_3289858623175554788_n.jpg

278377961_408485304443652_7542948407685931161_n.jpg

তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পিজা। এখন আপনার পেলেটর আপনার নিজের পিছ উঠিয়ে নিন এবং এক কামড়ে পিজা খাওয়া শুরু করুন।

আপনারা যদি চান তাহলে এটা রমজান মাসে ইফতারিতে ট্রাই করতে পারেন।


Screenshot 2021-10-23 155502.png


ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @emzcas & @kyrie1234 কে।


From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Thank you.

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। দেখেই লোভ গেলে গেলো। অনেক লোভনীয় খাবার ছিলো এটি। ছোট বড় সবাই পির্জা পছন্দ করে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

@hive-138339 account থেকে ডেলগেশন কেনসেল করুন। আমাদের নতুন কমিউনিটি একাউন্ট @steemit-bd

 2 years ago 

ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60841.72
ETH 2603.92
USDT 1.00
SBD 2.56