Steem Bangladesh Contest: charity || Ramadan program 2022 || 30% to @hive-138339 || Post by @mmratulahmed.
Assalamu Alaikum
Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Contest charity.
https://w3w.co/owned.plodded.highs
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কিছুদিন আগে ঘটে যাওয়া একটি প্রোগ্রামের কথা। আপনারা যদি আমার ব্লগ রেগুলারলি ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের একটি সংস্থা আছে। "সেবার প্রত্যয়" যার মাধ্যমে আমরা প্রতি বছর রমজানে ইফতারের ব্যবস্থা করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও আমরা একটি ইফতার আয়োজন করেছি গরিব এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। প্রতিবারই আমরা চাই যে রমজানের শুরুর দিকে আমরা ইফতারের আয়োজন করব। এবারও তার ব্যতিক্রম নয়, আমরা এবার রমজানের শুরুর দিকে ইফতারের আয়োজন সেরে ফেলার পরিকল্পনা করি। যে কথা সেই কাজ, ইফতারের প্রোগ্রামটির জন্য আমরা টাকা উত্তোলনের শেষ ডেট দিলাম ৭ রমজান যেটা হিসাব করলে হয় এপ্রিল মাসের ৯ তারিখ। এবং প্রোগ্রামটি শেষ করার প্রতিশ্রুতি দিলাম ১০ রমজান, যেটা এপ্রিল মাসের ১২ তারিখে পড়ে।
যেহেতু আমাদের হাতের বেশি সময় ছিল না এজন্য আমরা প্রোগ্রামের আয়োজন করে ফেললাম খুবই তাড়াতাড়ি। বাবুর্চির সাথে রান্নার কন্টাক করে ফেললাম এবং বাবুর্চির কি কি বাজার লাগবে তা বাবুর্চির কাছ থেকে জেনে নিলাম। বাবুর্চির লিস্ট অনুযায়ী আমরা প্রোগ্রামের আগের দিনই প্রায় সকল ধরনের বাজার করে ফেললাম। এবং বাবুর্চি সাথে একটি নির্দিষ্ট সময়ে আমাদের খাবার বুজে দেওয়ার কথা হলো। আমরাও তার থেকে বাজার বুঝিয়ে দিলাম এবং সে নিদৃষ্ট সময় জন্য অপেক্ষা করলাম। বাবুর্চি রান্না করলেও আমরা নিজেরা নিজেদের হাতে প্যাকেট করবো। সেজন্য আমরা একটু আগে সময় রেখে প্যাকেট শুরু করব। কথা অনুযায়ী বাবুর্চি আমাদের ঠিক সময় অনুযায়ী খাবার বুঝিয়ে দিল।
https://w3w.co/owned.plodded.highs
খাবার বুঝে পাওয়ার পর আমরা নিজ দায়িত্বে প্যাকেট করা শুরু করলাম।
https://w3w.co/owned.plodded.highs
প্যাকেট করতে বেশ সময় লেগে গেল। আমাদের টার্গেট ছিল ৩০০ প্যাকেট কিন্তু আল্লাহর রহমতে আমাদের প্যাকেট হয়েছে ৩৫৫ টি।
https://w3w.co/owned.plodded.highs
প্যাকেট করা হয়ে গেলে আমরা ইফতার বিতরণে বের হয়ে যাব। কিন্তু এর আগ মুহূর্তে আমরা যেখানে নিজেরাই ইফতার করব একটি কমিউনিটি সেন্টারে যেখান থেকে আমরা বিভিন্ন প্রকার হাড়ি পাতিল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছি এই প্রোগ্রামের জন্য। আসলে আমাদের এলাকার বড় ভাই উনির নিজের কমিউনিটি সেন্টার আছে। উনার কাছ থেকে আমরা সকল প্রকার হাড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র নেই টাকা ছাড়াই। যেহেতু প্রোগ্রামটা গরিবদের জন্য করব সেজন্য উনার জিনিসপত্রের জন্য কোন প্রকার ভাড়ার চার্ট চেক করে না । সে আসলো এবং তার সাথে আমরা সবাই দেখা করে একটি ছবি তুললাম।
https://w3w.co/owned.plodded.highs
তার সাথে দেখা করার পর্ব শেষ করে এসে আমরা আবার ইফতারের জায়গায় চলে আসলাম। যেখানে আমরা প্যাকেট রাখছিলাম।
সর্বমোট ৩৫৫ প্যাকেজ , ৪ টা এতিমখানায় ১৫৭ জন এতিম বাকিগুলো সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হয়েছে।
এই চারটি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে একটিতে আমি গিয়েছিলাম যেখানে ৫০ টি প্যাকেট দেওয়া হয়েছিল। কিছু লোকজনের তিনটি এতিমখানায় পাঠানো হয়েছে। বাকি প্যাকেট গুলো নিয়ে কিছু লোক আমাদের রাস্তায় নেমে পড়েছে। তারা রাস্তার সাইডে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার বিতরণ করবে। আমরা এতিমখানার ছেলেপেলেদের কোন ছবি তুলি নাই। কারণ তারা ছবি তুলতে ইচ্ছুক না এবং আমাদের নিজেদের বিবেক ও কেমন যেন বাধা দিল তাদের ছবি তুলতে। কিন্তু আমাদের যে বন্ধুরা রাস্তার আশেপাশের লোকজনের ইফতারি বিতরণ করতে গিয়েছিল তারা অল্প কিছু ছবি তুলেছে অফিশিয়াল পোষ্ট করার জন্য।
https://w3w.co/owned.plodded.highs
https://w3w.co/owned.plodded.highs
https://w3w.co/owned.plodded.highs
বিতরনের সময় নিজেদের ইচ্ছা না থাকলেও ছবি তুলতে হয়। কারণ আমাদের সাথে যারা টাকা দিয়ে শরিক হয় তারা অধিকাংশ আমাদের সাথে প্রোগ্রামের দিন উপস্থিত থাকতে পারেনা। তাদের দেখানোর জন্য এবং আমাদের একটা অফিসের পোস্ট করার জন্য আমাদের ছবিগুলো দরকার হয়। সেজন্য আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছু ছবি প্রমাণ হিসেবে রাখতে হয়।
আমি মাদ্রাসায় বিতরণের জন্য চলে গেছিলাম। সেজন্য আমার মাদ্রাসা থেকে ফিরতে বেশি সময় লাগে নাই। কারণ যে মাদ্রাসা ও এতিমখানা বিতরণের জন্য আমরা যায় ঐ মাদ্রাসা ও এতিমখানার সাথে আমাদের আগে থেকে কন্টাক হয় ঐদিনের ইফতার আমরা দিব। সেজন্য যারা মাদ্রাসা বা এতিমখানায় বিতরনের জন্য যায় তাদের বেশি সময় লাগে না। কিন্তু যারা রাস্তায় বিতরণের জন্য যায় তাদের একটু বেশী সময় লাগে। যেথেতু আমরা আগে উপস্থিত হয়ে গেছি সেই জন্য আমরা আমাদের নিজেদের ইফতারের জন্য শরবত তৈরি করতে ব্যস্ত হয়ে যায়।
https://w3w.co/owned.plodded.highs
চলুন দেখে আসি আমাদের ইফতার বিতরণ এর প্যাকেটে কি কি ছিল।
https://w3w.co/owned.plodded.highs
প্রতিটি প্যাকেটে ছিল মুরগি বিরানি এবং একটি করে খেজুর।
সকল প্রকার বিতরণ সেরে, ইফতারের আগ মুহূর্তে, শরবত সামনে রেখে খেজুর হাতে, মাগরিবের আযানের অপেক্ষায়।
https://w3w.co/owned.plodded.highs
বিতরন শেষ করে একে একে সবাই ফেরত আসল এবং আমরাও অলরেডী সবার জন্য ইফতার রেডি রাখছি শরবত বানিয়ে এবং আমাদের তৈরি প্যাকেট রাখছি। সকলের সাথে আমরা একসাথে ইফতার করলাম।
ইফতার শেষ করে সবাই তাড়াহুড়া করে মাগরিবের নামাজ পড়তে গেলো। মাগরিবের নামাজ পড়ে এসে আমরা সবাই একসাথে একটি ছবি তুললাম।
https://w3w.co/owned.plodded.highs
ইফতারের সময় আমাদের সাথে আরো বেশি মানুয হচ্ছিল। মাগরিবের নামাজ পড়ে অনেকে নিজের কাজে চলে গিয়েছিল। যাইহোক আল্লাহর রহমতে আমাদের দিনটা খুবই ভালো কাটলো এবং আমাদের প্রোগ্রামটা সফল হল।
ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @baybee & @wendyalexa কে ।
@mmratulahmed
রোজার সময় দান করলে কিংবা কাউকে ইফতার করলে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you for your support.
অনেক সুন্দর কাজ করেছেন আপনার। সত্যিই অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, এভাবে সবার পাশে থাকুন সেবা করে যান সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাইয়া। ধন্যবাদ
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন বড় ভাই এরকম গরিব দুঃখীর পাশে সবসময় থাকবেন। রমজান মাসে গরিব-দুঃখী খুশি, তার মানে আল্লাহ খুশি। আল্লাহতালা আপনাদের সংস্থার সকল সদস্যদের হেফাজতে রাখুক।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Allah Kareem!!!
Thank you for this great service
All praise is due to Allah.
Thanks for your nice comment.