Macro Photography

in Steem Bangladesh3 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate macro Photography contest.


•´¯•»👉🏼Macro Photography👈🏼»•¯´•


ghfd.jpeg


শীতের সকালে কুয়াশা ভেজা শিশির যা সবার কাছে অনেক পছন্দের। এটা দেখতে খুবই সুন্দর হয়। শিশির গুলো ছোট ছোট বলের মত হয়ে, একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে থাকে। যা আসলে পানির কণা হয়ে থাকে।


ydf.jpeg


এটা কিছুটা মাকড়সার জালের মত লাগে দূরে থেকে দেখতে। কিন্তু আসলে এটা পানির কনা একে অপরের সাথে যুক্ত হয়ে এরকমের তৈরি হয়ে থাকে। সাধারণত শিশির ১, ১ ফুটা হয়ে থাকে বিভিন্ন ঘাসে। কিন্তু কিছু কিছু জায়গায় একত্রে শিশিরগুলো মাকড়সার জালের মত দেখায়। সেগুলো দেখতে ও ক্ষুদ্র শিশিরগুলো চাইতে আরো বেশি সুন্দর হয় এবং এখানে জলভাগের পরিমান বেশি থাকে।


1642566099300-01.jpeg


শিশির গুলো ছোট গাছের সাথে দেখতে খুবই ভালো দেখায়। সবুজ ও হালকা সাদা আস্তরণ দেখতে আসলেই চমৎকার। বিশেষ করে সকাল বেলা খালি পায়ে মাঠের মধ্যে হাটলে এই শিশুর গুলা ভালো অনুভব করা যায়। এ অন্যরকম এক অনুভূতি যা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব না। হালকা ঠাণ্ডা সাথে মনটাও শান্ত হয়ে যায়।


1642566184657-01.jpeg


এটি শীতের সকালে ঘাসে বা ছোট ছোট গাছে হয়। হালকা রোদের সাথে সাথে আস্তে আস্তে মিলিয়ে যায়। এটি হওয়ার কারণে হলো শীতের সকালের জলীয়বাষ্প কম থাকা। তখন পরিবেশটা ঠান্ডা থাকায় এই শিশিরটা ঘাসের উপর ছোট ছোট গাছের উপর উৎপন্ন হয়। সূর্য উঠলে তাপ বাড়ার সাথে সাথে এই শিশুটা গলে পানিতে পরিণত হয়ে জমিনে মিলিয়ে যায়। এটি সাধারণত সকালের দুটি থেকে তিন ঘন্টা সময় থাকে। সূর্যের তাপ বেশি পড়ার আগ পর্যন্ত। অনেক সময় কুয়াশায় বা মেঘে সূর্যের তাপ না পারলে এটি বেশি সময় থাকে। এটি পুরোপুরি তাপমাত্রার উপর নির্ভর করে। কিন্তু জেটুক সময় থাকে এটা খুব সুন্দর দেখতে হয়।


This photography captured byMe
LocationKhilkhct, Dhaka, Bangladesh. 🇧🇩
Device NameXiaomi Redmi Note 9
Camera48 mp
Image typeMacro Photography

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Cc: @tarpan

Sort:  
 3 years ago 

Rules অনুযায়ী post লিখেন।আশাকরি বুঝতে পারেছেন।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37