Contest : Travel Review || Week 4 || 30% to @hive-138339 || Travel Review by @mmratulahmed.

in Steem Bangladesh2 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Travel Review contest.


•´¯•»🚤First climb speed board🚤»•¯´•


আমি আগে কখনো স্পিড বোটে চড়ে নেই। প্রথম স্পিড বোর্ডের চরতে যাচ্ছিলাম। সেজন্য মনের মধ্যে একটু এক্সাইটেড ছিলাম আবার একটু হালকা ভয়ও লাগতে ছিল। কারণ আমি সাঁতার জানি না আর পানি দেখলে একটু নিজের কাছে কেমন যেন লাগে হয়তো বা সাঁতার জানিনা এজন্যই।


1640183248644-01.jpeg


1640183302830-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


স্পিড বোর্ডে চরার জন্য আমি কাস্তুরি ঘাটের ৬ নম্বর যেটিতে গেলাম। ওখানে যেতেই যেন কেমন লাগতেছে জেটা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। চারিদিকে নানান ধরনের স্পিড বোর্ড রয়েছে। আর আমি আস্তে আস্তে স্পিডবোটের যেখানে উঠে ওখানে আগিয়ে জাচ্ছিলাম। আগে কখন উঠিনাই সেজন্য মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। আবার ভালো লাগতেছিল কারণ নতুন একটা এক্সপ্রেস হতে যাচ্ছে। এসবের মধ্য দিয়ে একটা স্পিড বোট ভাড়া করে রওনা দিলাম। আমি খুব সাবধান ছিলাম এবং স্পিডবোর্ড খুব শক্ত পকত ভাবে ধরেছিলাম।


1640618316555-01.jpeg


1640618235337-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


স্পিড বোর্ড টা যখন ছাড়লো নিজের জায়গায় বসে খুব সাবধানতার সাথে স্পিডবোট টা ধরে বসে ছিলাম। কিছুদুর যাওয়ার পর এক অপরূপ সৌন্দর্য দেখতে পারলাম। যা আগে কখনো দেখিনি যা আগে কখনই উপভোগ করি নি। মোটা প্রচুর জোরে চলতেছিল। মাঝে মাঝেই বেশ লাফালাফি করতে ছিল। লাপ দিয়ে যখন পানিতে পড়তে ছিল তখন মনে হচ্ছিল যে কাঠ কাঠ দিয়ে বারি লাগলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ পাওয়া যাচ্ছিল। এই যে কেমন এক্সপেরিয়েন্স এখন তা বলে বোঝানো যাবে না । চারিদিকে সুন্দর দৃশ্য, মাজখানে স্পিড বোর্ড এ, এটা খুব জোরে চলতেছে এবং বাতাস লাগতেছে, কিছুক্ষণ পরপর স্পিডবোট লাভ দিচ্ছে, ভালো লাগতেছে আবার ভয়ও লাগতেছে। যদি এক কথায় বলতে যায় ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর-সুন্দর। সবথেকে বেশি ভয় লাগতে ছিল তখন যখন মোহনা পার হয় কারণ তখন ঢেউ বেশি জোরে হয় এবং স্পিডবোট টা অনেক জোরে লাফায়। সবমিলিয়ে স্পিড বোর্ড এর এক্সপ্রেস টা খুবই অসাধারণ ছিল কিন্তু হালকা একটু ভয়ও লেগেছে সত্যি বলতে যেটা।


1640182838522-01.jpeg


1640183078897-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


সাগর থেকে নদী, নদী থেকে পাড়ের দিকে যখন স্পিডবোট আসে তখন আর সৌন্দর্য বেশি লাগে। বোর্ড এ থাকার সময় পাড় দেখতে আসলেই অপরূপ লাগে। খুব বেশি একটা ছবি তুলতে পারি নাই, স্পিডবোট টা প্রচন্ড নরতেছিল। ছবি তুললে, ছবি দেখলেও হয়তোবা আপনার অতটা ফিল করতে পারবেন না, যতটা চরলে ফিল করতে পারবেন। প্রত্যেকে এক দুইবার অন্তত স্পিড বোর্ড এ চড়া উচিত আনন্দ বোঝার জন্য। কিন্তু অবশ্যই সেফটি ফাস্ট।


1640618369259-01.jpeg


1640618347162-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


This photography captured byMe
LocationCox's Bazar, Chittagong, Bangladesh. 🇧🇩
Device NameXiaomi Redmi Note 9
Camera48 mp
Image typeTravel Photography

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Cc: @tarpan

Sort:  
 2 years ago 

স্পীড বোট ভ্রমণ খুবই রোমাঞ্চকর মুহূর্ত। আপনার ভ্রমনকাহিনী শুনে মনে হচ্ছে আপনি মুহূর্তগুলো খুবই উপভোগ করেছেন। অনেক সুন্দর ছবি তুলেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Thank you for your support.

 2 years ago 

স্পিডবোটে উঠতে আমারও অনেক ভালো লাগে। সত্যি অনেক সুন্দর মুহুর্ত কাটিয়েছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।

 2 years ago 

চট্টগ্রামে অনেক সুন্দর জায়গা আছে। এ জায়গাগুলোতে ঘুরলে মন ভালো হয়ে যায়। সুন্দর ট্রাভেল রিভিউ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65122.20
ETH 2988.31
USDT 1.00
SBD 3.68