Contest : Travel Review || Week 3 || 30% to @hive-138339 || Travel Review by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Travel contest.


•´¯•»👉🏼Moheshkhali Travel👈🏼»•¯´•


মহেশখালীর নেমেই প্রথমে একটা লম্বা ব্রিজ মতো আছে যেটা দেখতে খুবই অসাধারণ।
পাহাড়ের মাঝখানে গাছপালার মাঝখানে ব্রিজ দেখতে খুবই ভালো লাগে এবং এই ব্রিজটা প্রায় ০.৫ কিলোমিটার পথ হবে। এ ব্রিজটা বন্দর থেকে মহেশখালী ভূমি পর্যন্ত কানেক্টিং পথ। এই ব্রিজটা যে কত সুন্দর তা নিজের চোখে না দেখে আসলে বোঝা যাবে না এটা ফিল করা যাবে না।


1640183799021-01.jpeg


1640183596710-01.jpeg


1640183553490-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


এখানে যেতে যেতে কিছু ম্যানগ্রোভ বন দেখা গেল। গাছপালার অধিকাংশ পানির নিচে এবং কিছু অংশ উপরে রয়েছে। আমরা জানতে পারলাম এটাকে ম্যানগ্রোভ বলে যেমনটা সুন্দরবনের থাকে। ম্যানগ্রোভ বলতে বোঝায় যে ভূমির গাছপালা পানির নিচে থাকে এবং বাকি অংশ উপরে থাকে। আমি প্রথমবারের মতো ম্যানগ্রোভ দেখলাম এর আগে কখনো এরকম দেখি নাই। এটা আসলে অনেক সুন্দর।


1640183758209-01.jpeg


IMG_20211222_203456.jpg


Screenshot 2021-10-23 155502.png


মহেশখালীর প্রধান আকর্ষণ গুলোর মধ্যে একটি হচ্ছে পাহাড়। এখানে সুন্দর সুন্দর পাহাড় আছে আমরা পাহাড় গুলো দেখতে গেলাম এবং পাহাড়ের উপরে চড়লাম। পাহাড়গুলো দেখতে যতটা সুন্দর এবং চড়তে ততটাই কষ্ট কর। এসব জায়গায় ঘুরতে গেলে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরও পাহাড়ের উপরে উঠে চড়তে চড়তে খুবই মজা লাগে। কেউ যদি কখনও পাহাড়ের চূড়ায় থাকেন তাহলে বুঝবেন।


1640184083940-01.jpeg


1640184138959-01.jpeg


1640183898953-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


মহেশখালীর আর একটা আকর্ষণ হলো মন্দির, এখানে বিভিন্ন ধরনের মন্দির আছে। আমরা মন্দিরের ভিতরে যায়নি। কিন্তু মন্দিরের বাইরে থেকে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি।


1640183946840-01.jpeg


1640184034367-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


মহেশপুরের প্রধান আকর্ষণ হলো শুটকি। কাল প্রচুর পরিমাণে শুটকি তৈরি হয়। এটা একটা দ্বীপ হওয়ায় খানের চারিদিকে সাগর এবং এখান থেকে প্রধান আই এর উৎস হল শুটকি। এখানে প্রচুর পরিমাণে শুটকি উৎপাদন করা হয়। সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে শুটকি গুলো তৈরি করা হয। তাই আমরা একটা শুটকি পল্লীতে গেলাম শুটকি তৈরি দেখতে। আমি সাধারণত শুটকি পছন্দ করে ন, কিন্তু পর্যটন এরিয়া এটি সেজন্য এটা দেখতে গেছিলাম। শুটকি পছন্দ করেন না তাদের কাছেই জায়গাটা খুবই দুর্গন্ধ জনক কারণ প্রচুর পরিমাণে শুটকির বাসনা আসে এখানে। তারপরও কেউ মহেশখালীতে আসলে এখানে অবশ্যই আসবেন এবং দেখবেন কারণ এটা অন্যরকম একটা এক্সপ্রেস।


1640183833732-01.jpeg


1640183853164-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


মহেশখালীর আর একটা ফেমাস জিনিস হল মহেশখালীর পান। মহেশখালীর পানের জন্য বিখ্যাত। আমি সাধারন পান পছন্দ করি না তারপরও এখানকার পান বিক্ষাত সেজন্য এখানকার পান খাইলাম।
যেহেতু আমি রেগুলার পান খায় না সেজন্য পান সম্পর্কে অতটা ধারণা নাই এবং এটাকে স্পেশালিটি সম্পর্ক আমি অতটা বলতে পারব না। কিন্তু এর আগে দু-একবার জা পান খাইছি তার থেকে এটাকে একটু মিষ্টি মিষ্টি মত লাগলো আমার কাছে।


1640184409048-01.jpeg


1640184395359-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


লাস্ট একজনের কথা না বললেই নয় মহেশখালীর আমাদের অটো ড্রাইভার। ছেলেটি সারাদিন আমাদের সাথে থেকে মহেশখালী ঘুরিয়ে দেখিয়েছে। কারস মহেশখালী দ্বীপ হলেও প্রচুর বড় একটি দ্বীপে যা হেটে দেখা সম্ভব না। ছেলেটির ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে এই ছেলেটির সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা মহেশখালী ঘুরতে যান।
Harun Aur Roshed (Ato) Moheshkhali : 01825-548991


1640184468812-01.jpeg


Screenshot 2021-10-23 155502.png


LocationMoheshkhali, Cox's Bazar, Chittagong, Bangladesh. 🇧🇩
Device NameXiaomi Redmi Note 9
Camera48 mp
Image typeTravel Photography

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Cc: @tarpan

Sort:  
 3 years ago 

ওহ ভাই মহেশ খালি যাওয়া হয়নি কখন ও আপনার মাধ্যমে দেখে নিলাম। খুব ভালো লাগলো ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

amazing trip. I see this place is very comfortable and suitable to visit with family. have a nice day.

 3 years ago 

thank you for your sweet comment.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54179.48
ETH 2261.18
USDT 1.00
SBD 2.31