Contest : Travel Review || Week 1 || 30% to @hive-138339 || Travel Review by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম


আসসালামু আলাইকুম


আমি @mmratulahmed from Bangladesh

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত Travel Review অংশগ্রহণ করছি।


•´¯•» 🛫Travel Review🛬»•¯´•


অনেক দিনের ইচ্ছা থাকার জন্য এবার কক্সবাজার ঘুরতে চলেয় আসলাম। কক্সবাজার আচ্ছি ফ্লাইটে । প্রতিটিকিট বাবদ প্রায় ৫ হাজার টাকা করে নিচ্ছে।


263686832_199495992292351_244414991164461071_n.jpg


Hazrat Shahjalal International Airport
https://maps.app.goo.gl/SBp1LufVgYnqvL6s7
Nice experience 😇



প্লেনে উঠে এক ঘন্টার জারনি টি আমার জীবনের সবচাইতে ভালো এবং আনন্দময় জারনি হল। ঘুরতে আসার মজাটাই আলাদা। প্লেনে থেকে নেমে এয়ারপোর্টে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম।

তারপর এয়ারপোর্ট থেকে আমরা বিজিবি কেম্প এর দিকে আসলাম এবং এখানে আমার মামার বাসা আছে, তার বাসায় উঠলাম।

প্রথমে কক্সবাজারের প্রধান আকর্ষণ সমুদ্র সৈকত। সাধারণত কক্সবাজার জায়গাটা এই সমুদ্র সৈকতের জন্যই বেশি ফেমাস। এজন্য আমাদের মূল আকর্ষণ ছিল সমুদ্র সৈকত।
হোটেলের বিষয়টা তেমন ধারনা দিতে পারলাম না, কারণ আমি নিজে আমার মামার বাসায় উঠছিলাম। কিন্তু মামার কাছে যা জানতে পারি যে হোটেল ভাড়া সাধারণত ১০০০, ১৫০০, ২০০০ রকমেরই ভাড়া হয়ে থাকে। এটা সাধারণত সময় এর উপর নির্ভর করে এবং হোটেলের মানের উপর নির্ভর করে। আপনি আপনার পছন্দ মত যে কোন হোটেলে বেসে নিতে পারেন।

সাবধানতা : ( যদি কোন হোটেলে উঠে থাকেন তাহলে দামী জিনিসপত্র এবং টাকা-পয়সা সবসময় নিজের কাছেই রাখুন )

কারণ কক্সবাজার আমাদের এক আত্মীয় গেছিল হোটেলের তাদের দামি জিনিসপত্র রেখে বের হয়েছে এবং ক্লিনারের রুম ক্লিন করে দিয়ে গেছে পরে তারা এসে জানতে পারে তাদের স্বর্ণ এবং গয়নাগাটি দামি জিনিসপত্র সবি চুরি হয়ে গিয়েছে। সেজন্য দামি জিনিসপত্র স্বর্ণালঙ্কার নিজের হেফাজতে রাখাই উত্তম।

বিকেলের দিকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের বেচে গেলাম। জীবনের প্রথম সমুদ্র দেখে অনেক ভালো লাগতেসে। পুর বিকাল সমুদ্রের সাথে কাটালাম।


255907236_1857235344462943_3043034234910657910_n.jpg

Cox's Bazar Sea Beach
https://maps.app.goo.gl/pb8RRWtLbMLn6sS36


এটা আমার জীবনের সবচাইতে স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে। সমুদ্র দেখে আমার এক ব্যক্তির উক্তি মনে পড়ে গেল।
উক্তি টি হল :

যেই ব্যাক্তি সমুদ্র না দেখেই মরে যায়,
সে জীবনে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারেনি।
— মাইকেল জনসন

উক্তিটি আসলে যে কতটা সত্য যে সমুদ্র দেখেনি সে জিনিস এই উক্তিটি উপভোগ করতে পারবে না, এই উক্তিটির মানে বুঝবে না।


263185078_4725696987469441_5956925363501506327_n.jpg

Cox's Bazar Sea Beach
https://maps.app.goo.gl/pb8RRWtLbMLn6sS36


সমুদ্র দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে এলো। সন্ধ্যার সময় সমুদ্র আরও সুন্দর এবং অন্য রকম একটা অনুভূতি দেয়। একই জায়গার যেনো নতুনরূপ চোখের সামনে ফুটে উঠে।

সমুদ্রসৈকতের দিকে অনেক ধরনের রাইড আছে, যেমন: চার চাকার মোটরসাইকেল, ঘোড়া, ওয়াটার বাইক, কিন্তু সবচাইতে বেশি মজাদার যেটা আমার কাছে লেগেছে সেটা হল বেড, সমুদ্রের সামনে বসে থাকা এবং সমুদ্র কে উপভোগ করা। সমুদ্রের ঢেউয়ের সমুদ্রস্রোতের শব্দ উপভোগ করা।


Capture.PNG

Cox's Bazar Sea Beach
https://maps.app.goo.gl/pb8RRWtLbMLn6sS36


এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ফেমাস যেটা সমুদ্রসৈকতে পাওয়া যায় সেটা হলো কোকড়া। তাজা কাকাড়া আছে এখানে আপনার সামনে ভেজে দিবে।


261352303_1410152746067150_2783467782799041671_n.jpg

![261783565_1252461901929273_3814162679936180311_n.jpg]()
![262340126_417535083186512_3809463640461034119_n.jpg]()
![262238313_487627792641048_3376158623038538763_n.jpg]()
![262587430_601179717668632_133622811287947380_n.jpg]()

Cox's Bazar Sea Beach
https://maps.app.goo.gl/pb8RRWtLbMLn6sS36

সমুদ্র সৈকতের পাশে রয়েছে বিশাল মার্কেট। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে বিশেষ হল শামুক, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের ব্যাগ, স্যান্ডেল, চকলেট, আচার ইত্যাদি।


259275348_1413102205757863_4911958541037354920_n.jpg


•´¯•» 🦈Redient Fish World🦈»•¯´•


সাধারণত কক্সবাজার আসলে মানুষ সমুদ্র সৈকতে জেয়ে থাকে। কিন্তু রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এমন একটি জায়গা যা আমার খুবই ভালো লেগেছে।


258858982_1861712527348558_6986704398032222078_n.jpg

https://w3w.co/trouser.figure.blemishes


স্থানীয় মানুষের কাছে এটি সমুদ্রের তলদেশ নামে পরিচিত। সমুদ্রের নিচে যা যা আছে তাই নিয়ে একটি থিম তৈরী করা হয়েছে রেডিমেড ফিশ ওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন ধরনের নাম জানা-অজানা অনেক ধরনের মাছ আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, এবং বিভিন্ন ধরনের শামুকের প্রাণী আছে।


Screenshot 2021-12-09 194751.png

https://w3w.co/trouser.figure.blemishes


এখানে আরো রয়েছে জেলিফিশ, হাঙ্গর আমার পার্সোনালি হাঙ্গর মাছ টা দেখে খুবই ভালো লাগছে কারন সামনাসামনি কখনো হাঙ্গর মাছ দেখা হয়নি। এবং সবচাইতে বড় কথা এখানে সব প্রাণী তাজা, কোন প্রাণী নকল নয় এবং কোন প্রাণীর মূর্তি বানানো বা ভাস্কর্য বানানো নয়।

এখানে ঢুকতে পারত আসন 300 টাকা করে টিকিট নেওয়া হয়।


Screenshot 2021-12-09 194900.png

https://w3w.co/trouser.figure.blemishes


আর এটার মধ্যে একটা 3d সো আছে যার টিকিট মাত্র 50 টাকা।
৩৫০ টাকায় আপনি চার-পাঁচ ঘণ্টা অনার্সে কাটাতে পারবেন এবং এর মধ্যে পুরোটাই এসি এবং সুন্দর একটি পরিবেশ। এর মধ্যে মার্কেটপ্লেস এড করা আছে, Restaurant আছে। আপনার যদি কোন খাওয়া-দাওয়া দরকার থাকে তাহলে এখানে খেতে পারবেন।


260851729_635225547612103_5461805845608800243_n.jpg


এটিই ছিলো আমার কক্সবাজার সফর। আমি এটা অনেক উপভোগ করেছি । আশা করেছি আপনারাও উপোভোগ করেছেন। আমি চেস্টা করেছি সকল ইনফরমেশন তুলে ধরতে। আশা করছি আপনাদের ভ্রমণ গাইড হিসাবে এটি কাজে দিবে। এর পরেও যদি কিছু মিসিং থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি ভ্রমন ছিল ভাই।প্লেনে কোনো দিনও ভ্রমন করা যদিও হয়নি হবে এজদিন ইনশাআল্লাহ

 3 years ago 

ধন্যবাদ ভাই, অবশ্য এটা আমার ফাস্ট প্লেনের ভ্রমণ এর আগে কখনো প্লেনে ভ্রমণ করি নাই আমি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63315.26
ETH 2668.31
USDT 1.00
SBD 2.79