creative writing contest || 30% to @hive-138339 || by @mmratulahmed.

in Steem Bangladesh2 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Contest creative writing.

freedom-307791.png

source


স্বাধীনতা

কোন একটা বিষয় নিয়ে লেখার দরকার ছিল। বেশ কিছুক্ষণ ধরে ভাবতেছিলাম কি নেওয়া যায়। পরে মনে হলো স্বাধীনতার মাস, মার্চ মাস চলতেছে এখন, তো স্বাধীনতা নিয়ে কিছু লেখা যাক।

স্বাধীনতা বলতে বলা যতটা সহজ খুজে পাওয়াটা ততই মুশকিল। আমি শুধু কোনো দেশ বা জাতির স্বাধীনতার কথা বলতেছি না। আমি স্বাধীনতার কথা বলছি, সব ধরনের স্বাধীনতা।

স্বাধীনতা শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে প্রথমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। বাংলা ভাষা বলার জন্য, বা বাংলা ভাষায় বলার স্বাধীনতার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই প্রাণ দিয়েছে। তাতে আমাদের বাংলা ভাষা স্বাধীনতাটা রক্ষা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে না হলেও আমাদের বাংলা ভাষার মানটি বৃদ্ধি পেয়েছে।

১৯৫২ সালের আন্দোলনের কারণেই ১৯৬৯ সালে আমরা বাংলা শ্লোগান দিতে পেরেছি, বাংলায় করতে পেরেছি মিসিল এবং মিটিং। ১৯৫২ সালের যদি সালাম, বরকত, রফিক, জব্বার মাঠে না নেমে জীবন না দিত তাহলে হয়তোবা ১৯৭১ পর্যন্ত আমরা বাংলা ভাষাটাও ব্যবহার করতে পারতাম না। এটা কোন রাজনৈতিক দল বা মতের কথা নয়, এটা একটা সম্ভাবনার কথা, যা হয়তো বা হলেও হতে পারতো। সালাম, বরকত, রফিক, জব্বার এবং তাদের মত ভাষা আন্দোলন কারীদের কারণেই ১৯৭১ এক মহান বাঙালি বলতে পেরেছে বাংলায় :

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম "
"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম "

বাংলা এই উচ্চকণ্ঠে ভাষণ শুনে, হাজার হাজার লাখ লাখ বাঙ্গালী স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছে। এটা হলো আমাদের বাঙালি জাতির স্বাধীনতার গল্প।

কিন্তু আমি প্রথমেই বলেছি আমি শুধু কোন দেশ বা জাতির স্বাধীনতার কথা বলতেছি না। আমি বলতেছি সব ধরনের স্বাধীনতার কথা।

এতক্ষণ যেটা বললাম সেটা আমাদের বাংলা ভাষার স্বাধীনতার কথা ছিল। তারপর যেটা উল্লেখ করলাম যে একটি ভাষার স্বাধীনতার জন্য একটি রাষ্ট্র তৈরি। কিন্তু স্বাধীনতার কথা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। বরং এখান থেকেই শুরু হয় স্বাধীনতার মূল কথা। একটি স্বাধীন রাষ্ট্র আমরা বিভিন্ন ধরনের স্বাধীনতা পেয়ে থাকি। এটি স্বাধীন পতাকা উত্তোলনের স্বাধীনতা। স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনতা। স্বাধীনভাবে ঘোরাফেরা স্বাধীনতা। স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা। স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা।

"ওরা নাকি আমার মায়ের ভাষা কাইরা নিতে চায় "

স্বাধীনতা অনেক বড় জিনিস যেটা নিয়ে আমরা অতটা ভাবি না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি কথার খুব প্রচলন হয়েছিল "ওরা নাকি আমার মায়ের ভাষা কাইরা নিতে চায় " কথা একটি লাইনের কথা হলো কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে। কথাটি এতটাই গভীর যে ১৯৫২ সালে হাজার হাজার বাঙালি জীবন দিয়েই ভাষা রক্ষা করেছে। ১৯৭১ এই ভাষার উপর ভিত্তি করেই একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা ঘটে। তো কথাটা একেবারে ছোট না, আর স্বাধীনতা একেবারে ছেলে খেলাও না।

"স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"

স্বাধীনতা অর্জন করা কোন ছেলে খেলা নয়। সহজ পথে তা লাভ করা যায় না। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হয়।

পৃথিবীতে কোনাে জাতিই বিনা কষ্টে স্বাধীনতা অর্জন করতে পারেনি। হাজার হাজার ভাষা শহীদের রক্তে, লাখ লাখ মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করা খুবই কষ্টসাধ্য কাজ। কিন্তু তার চেয়েও বেশী কষ্টকর স্বাধীনতা রক্ষা করা। কারণ স্বাধীনতা রক্ষা না করতে পারলে, আবারো কোন জাতি বা গোষ্ঠীর কাছে আমাদের পরাধীনতা হবে। স্বাধীনতা রক্ষায় আমাদের প্রয়োজন আমাদের স্বাধীন রাষ্ট্রকে আর্থিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সামরিকভাবে আরো শক্তিশালী করে তোলা। আর এই কথাটি সবারই মাথায় রাখতে হবে যে স্বাধীনতা রক্ষা করা শুধু কোন দেশের সরকার বা প্রফেশনের একার কাজ নয়। প্রত্যেকটা জনগণের এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব। সেটা হোক দেশের অভ্যন্তরীণ বা দেশের বাইরে। আমাদের সব জনগনকেই স্বাধীনতা রক্ষা করার কাজে থাকতে হবে। আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনো ব্যক্তি বা কোন জাতির স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়। আর অন্য কোন জাতি বা ব্যক্তি আমাদের নিজেদের স্বাধীনতায় হস্তক্ষেপ না বলতে পারেন।

স্বাধীনতার সীমাবদ্ধতা

আমরা নিজেরা স্বাধীন তার মানে এই নয় যে অন্য কারো স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব। আমার কাছে আমার স্বাধীনতা যতটুকু প্রিয়, অন্যজনের কাছে ও তার স্বাধীনতার ততটুকুই প্রিয়। এজন্য নিজের স্বাধীনতা যেমন খেয়াল রাখতে হবে, ঠিক সেইভাবেই অন্য আরেকজনের স্বাধীনতার ও সম্মান করতে হবে। আমরা অনেক সময় নিজেদের স্বাধীনভাবে এমন কিছু করে বসি যাতে আর একজনের স্বাধীনতার হরণ হয়ে যায়। স্বাধীনতার নামে আমরা কখনই কোন অপরাধে জড়াতে পারিনা। এককথায় স্বাধীনতার অপব্যবহার করা কখনই উচিত নয়। এই বিষয়গুলোর উপর আমাদের খেয়াল করতে হবে।

wings-29945.png

source


অনুগ্রহ করে এখানে কোন প্রকার রাজনৈতিক দিক দিয়ে কথাবাত্রা ভাববেন না। এটি সম্পুর্ন আমার নিজের মনোভাব, ব্যক্তিগতভাবে কারো চরিত্রের সাথে মিলে গেলে আমি দুঃখিত, ব্যক্তিভেদে ব্যাখ্যা বা মনোভাব পরিবর্তন হতে পারে। তারপরও কোথাও কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @emzcas & @avibauza কে।


Screenshot 2021-10-23 155502.png


From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Thank you.

 2 years ago 

ধন্যবাদ স্বাধীনতা নিয়ে লেখার জন্য।

স্বাধীনতার নামে আমরা কখনই কোন অপরাধে জড়াতে পারিনা। এককথায় স্বাধীনতার অপব্যবহার করা কখনই উচিত নয়।

শেষে সুন্দর কিছু কথা বলেছেন। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার উৎসাহ এবং সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65