Steem Bangladesh Contest: Technology || 30% to @hive-138339 || Post by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

Assalamu Alaikum

Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Technology Contest.


Technology

আজ আমি এমন একটি প্রযুক্তি নিয়ে লিখব যা আমাদের বর্তমান জীবনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস হয়ে দাড়িয়েছে। এটা বছর দুই আগেও জনসাধারণের কাছে এতটা পরিচিত ছিল না। এটা মূলত করোনার জন্য এবং লকডাউন এর জন্য আমাদের কাছে বেশি পরিচিত হয়েছে। বর্তমানে কোন দৈনন্দিন জীবনযাত্রা চালানোর জন্য এটার কোনো বিকল্প নেই। আর সে জিনিসটি হল Zoom app.


video-conference-5314516.png
source


Zoom app টা আমাদের পৃথিবী তে খুব বেশি একটা প্রচলিত ছিল না, যেমন ভাবে গত দুই বছরে প্রচলিত হয়েছে। ছোট থেকে বড় এখন সবাই এ App টা সম্পর্কে কমবেশি জানে। কারণ এটা জীবন চলার কাজে প্রচুর প্রয়োজনে হয়ে দাড়িয়েছে এখন।

এটা মূলত পরিচয় হয় করোনার জন্য। বিশ্ব যখন করোনা প্রচুর পরিমাণে হানা দেয় তখন মানুষের দৈনন্দিন কাজের কিছুটা অভাব পূরণ করতে এটা ব্যবহার করা হয়। এটা সম্পর্কে নতুন কিছু বলার নাই কমবেশি এটা সম্পর্কে সবাই জানে। এটা অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, অনলাইন ট্রেনিং এর ব্যবহার করা যায়। ঘরে বসে মিটিং করার মত এর চাইতে ভাল app বর্তমান নাই। এজন্য করনার সময় প্রতিটা ইস্কুল, কলেজ, ভার্সিটি এ app টা প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। এবং online meeting, online project, online study তে এই অ্যাপটা প্রচুর ভূমিকা রেখেছে।


video-conference-5484678.png
source


এটি এমন একটি অ্যাপ যা কম্পিউটার ল্যাপটপ এমনকি মোবাইল ব্যবহারযোগ্য। যার জন্য সব ধরনের সব শ্রেণীর মানুষ এটা ব্যবহার করতে পেরেছে। লকডাউন এর সময় যখন পুরো পৃথিবী বন্ধ ছিল তখন পৃথিবীর কাজ চালানোর জন্য এই অ্যাপটা অপরিসীম ছিল।


social-media-5750166_1920.png
source


এখন লকডাউন খুলে গেলও এ app টা এখনো ব্যবহার হচ্ছে। এই অ্যাপ এর বিশেষত্ব হয়েছে আপনি ঘরে বসে পৃথিবীর যেকোনো জায়গায় আপনার কাজের উপস্থাপনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

অফিশিয়াল মিটিং তো করতে পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেও একটি মিটিং ক্রিয়েট করে আপনার ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে কথা বলতে পারবেন। এবং এটা অন্যান্য ভিডিও বা অডিও কলিং অ্যাপ এর চাইতে বেশি ব্যবহারযোগ্য। এই অ্যাপের মধ্যে স্ক্রিন শেয়ার নামে একটি অপশন আছে, যে অপশনটি ব্যবহার করে আপনি আপনার প্রজেক্ট সাবমিট করতে পারবেন পৃথিবীর যেকোন প্রান্তে।

সব কথার এক কথা, করোনার সময় যখন পুরো পৃথিবী আটকে গেছিল, লকডাউন এর জন্য, তখন পৃথিবী একটু একটু চালনার জন্য এই অ্যাপটি প্রচুর সহায় হয়েছে। এজন্য ধন্যবাদ জানায় এই অ্যাপ নির্মাতা কে।


ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @avibauza & @kyrie1234 কে ।


Screenshot 2021-10-23 155502.png


From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  

thank you so much for always mentioning me here dear. Soon i will visit this community

 3 years ago 

Of course, why not. Welcome to our community.

 3 years ago 

সুন্দরভাবে জুম অ্যাপ সম্পর্কে লিখেছেন।এই প্যান্ডামিকে এটি আমাদের অনেক সাহায্য করেছে।

 3 years ago 

হ্যাঁ , একটা না থাকলে অনেক কিছুই আসলে আটকে যেত। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58039.01
ETH 2460.08
USDT 1.00
SBD 2.32