Steem Bangladesh : আমার বিদ্যালয়
আমি এখন আমার সেই ছোট স্কুল থেকে ৫ শ্রেণী পর্যন্ত সকল কিছু আজকের পার্ট ১ এ বলবো। সবাই সবার অতি মূল্যবান সময়টুকু ব্যায় করে পড়ে যাবেন।
চলুন শুরু করা যাক।
![school.jpg](UPLOAD FAILED)
আমি একটা স্কুল এ পড়তাম এটার নাম কি ছিলো জানি না, কিন্তু সবাই এটাকে ব্রাক স্কুল বলে চিনতো। ঐই ব্রাক স্কুল থেকে আমার ১ ২ ক খ A B শেখা। ঐই ব্রাক স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন, প্রতি সপ্তাহে ১ দিন গান, নাচ,কবিতা, প্রতিযোগিতা আরো অনেক কিছু ছিলো। আমাদের ব্রাক স্কুলে একটা কক্ষ ছিলো যেখানে আমরা সবাই এক সাথে পড়তাম, আমাদের এখানে আমরা ছিলাম ৩৫ জন ছাত্র সবার একটা একটা দল আছে ৫ জন করে একটা দল, দলের নাম ছিলো, শাপলা, সূর্যমুখী,গোলাপ,গাদা,আরো ছিলো মনে করতে পারছি না কিন্তু আমি সূর্যমুখী ছিলাম আমার খুব মনে আছে। আমার দলের লিডার ছিলো একটা মেয়ে তার নামটা তানজিনা। সব মিলিয়ে ঐই সময়টা জীবনের সবচাইতে বেস্ট ও সুন্দর সময় ছিলো যেখানে ছিলো না, কোনো চিন্তা টেনশন,ভালোবাসা, ফ্যামিলির চাপ,চিলো শুধু পড়া আর শয়তানি মজা মাস্তি আর বিশাল শান্তি।
বিদ্যালয় লোকেশান
কুমিল্লা জেলার লাকসাম থানার, সুন্দর ছোট একটি গ্রাম বাতাখালীর মধ্যে অবস্থিত। বর্তমানে এখানে ঐই স্কুল আর নেই, ওখানে একটা সরকারি প্রইমারি স্কল হয়েছে।
আমি থাকতে ও প্রাইমারি স্কুলটা ছিলো কিন্তু এটা ছিলো অন্য রকম এখন এটাকে করেছে খুবই অসাধারণ, আমি এটার মধ্যে পরেছি কিন্তু এটার মধ্যে আরো অনেক কিছু হয়েছে যা আমার সৃতিতে বেধে আছে ভুলা কখনোই সম্ভব না। ইনশাআল্লাহ আগামি পার্টে প্রাইমেরি স্কুলের স্কুল জীবনটা আপনাদের সাথে শেয়ার করবো।
ধন্যবাদ সকলে দোয়া ও ভালোবাসা রইলো
GREAT
Excellent post