The diary game : 22/09/2020steemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো দলে আছি।

আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে নামাজ গেলাম, নামাজ শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তার পরে বাসাতে এসে আবার ঘুমাইলাম। তার পরে আমি ঘুম থেকে উঠে অনলাইন ক্লাস করলাম। তার পরে আমি কিছু বাড়ির কাজ করলাম। একটু নিচে নামলাম। আজকে ভোর ১২ টা সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের বড় পুকুরে পাড়ে পানিতে বাসা বাসা হয়ে গেছে। তার পরে বাসাতে এসে সকালের নাস্তা করলাম। তার পরে কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। তার পরে নিচে নাম লাম এই বৃষ্টি ছিলো কম তাই মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ খুললাম। মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ খুললাম আর কিছু ছবি তুল লাম। তার পরে বাসাতে এসে হাতমুখ থুইলাম। কিছুক্ষণ পরে দেখি সেই মেয়ে টা ফোন দিলো তার সাথে কথা বললাম। আমারি ভালো মেয়েকে ফোন দিতে হয় না। তার পরে আমি কিছু খাবার খাইলাম। তার পরে আমি গেমস খেলাম ও আমি প্রথম হইলাম কীসে মজা লাগলো বলার নাই।

received_7586324118059855.jpeg

প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো, MWFG+2H Gopinathpur

দুপুরবেলা আমি বৃষ্টির পানিতে গোসল করলাম। তার পরে মসজিদে আযান দিলো আমি নামাজ গেলাম। নামাজ শেষ করে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তার পরে সবাই মিলে দুপুরের খাবার খাইলাম। তার পরে দেখি সেই মেয়ে টা আবার ফোন দিলো সে আমাকে বলে কী হলো কথা বলো না কেনো আমি বলাম এই সে বলিতেছি। সে বলে হু খাবার খেয়েছেন আমি বললাম হু আপনি হু খাইলাম। তার পরে বল লাম ওকে এখন ঘুমাবো। ওকে বায় সে বলে বিকালে ফোন দিবো আমি বললাম ওকে।তার পরে এক ঘুমে বিকাল হয়ে গেছে।
তার পরে আমি নিচে নাম কিন্তু বৃষ্টি আছে কম বেশি হয়ে আছে। আজকের দিন টা বৃষ্টি দিয়ে কেটে গেলো। তার পরে আমি বাসাতে এসে গেমস খেলা শুরু করলাম। তার কিছুক্ষণ পরে দেখি সেই মেয়ে টা ফোন দিলো। আমাকে আমাকে বলে আমার ফোনে টাকা নাই। তার পরে আমি ফোন দিলাম সে বলে কী করেন আমি বললাম আপনার সাথে কথা বলি?তার পরে দেখি বাবা ফোন দিয়েছে। আমি বললাম বাবা ফোন দিয়েছে লাগলাম ওকে বায়, তার পরে বাবার সাথে কথা বললাম। তার পরে মাগরিবের আযান দিলো। আমি কিছু নাস্তা করলাম।

received_1037377880014424.jpeg

received_243945673681891.jpeg

আমাদের গাছের ফুল, MWFG+2H Gopinathpur

রাতেরবেলা আমি পড়াশোনা করতে বসি কিন্তু বিদ্যুৎ নাই পড়তে পারছি না। আর আমার ফোনে চাস নাই। আজকে সারাদিন বৃষ্টি হলো তার মধ্যে বিদ্যুৎ নাই সারাদিন। তার মধ্যে আমার ফোনে চাস আসে ১০% এটা নিয়ে একটা গেমস গেলাম। তার পরে দেখি ৫% হয়ে গেছে। তার পরে ১০ঃ০০ টা সময় খাবার খাইলাম। তার পরে সেই মেয়ে টা ফোন দিলো তার সাথে কথা বললাম। তার পরে আমি ঘুমা লাম।

ওকে সবাই ভালো থাকেন আর ভালো দলে থাকেন।

আর আমার জন্য দোয়া করবেন আমি জানো ভালো করে কাজ করতে পারি।

ওকে গুড নাইট

#Bangladesh

গুড বায়।

Sort:  
 4 years ago 

মেয়েটা কি হয় আপনার?
আপনি অনেক বানান ভুল করেছেন, ওগুলো ঠিক করুন।
ফুল গুলো সুন্দর দেখাচ্ছে। কি ফুল এটা?
#diarydoctor #bangladesh #affable

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92103.41
ETH 3213.49
USDT 1.00
SBD 8.75