Day:154 Top post topic: Sports

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম।

প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন?
আমি #mazharul002
আজকে ২৯ এপ্রিল ২০২১

আজকে আমি স্ট্রিম বাংলাদেশ কমিউনিটিতে স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

যে খেলাটি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে⤵️

⚽ ফুটবল ⚽

images (42).jpeg
উৎস:https://images.app.goo.gl/DVkiZUz83jcCxpL78

ফুটবল খুবই একটি জনপ্রিয় খেলা। এই খেলাটি অধিকাংশ মানুষই পছন্দ করে থাকে। এই খেলাটি কিভাবে খেলতে হয় তা অধিকাংশই জানে। আমাদের নিজ গ্রামে খেলাটি খুবই জনপ্রিয়। ফুটবল খেলার জন্য আমাদের গ্রামে রয়েছে অনেক বড় একটা খেলার মাঠ। সেই মাঠটির আপনাদেরকে একটু দেখাতে চাই ⤵️

আপনারা অনেক বড় একটা খেলার মাঠ দেখতে পাচ্ছেন সেটা আমাদের গ্রামে অবস্থিত। খেলা শুরু হওয়ার আগ মূহুর্তে তোলা একটা ছবি। মাঝখানে খেলোয়াড়রা প্রস্তুতি গ্রহণ করছে।
ফুটবল খেলার জন্য যে সকল নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই।

খেলার নিয়ম:

১.মাঠ

ফুটবল খেলার মাঠ অবশ্যই আয়তাকার হতে হবে। ফুটবল খেলার জন্য 100-120 গজ দীর্ঘ এবং 50-60 গজ প্রস্থ একটি সমতল মাঠের প্রয়োজন হয়।
মাঠের দুই প্রান্তে দুইটি বার পোস্ট থাকবে। বারের মাপ 8 ফুট।

২.দাগ

মাঠের প্রতিটি দাগ চওড়া হবে ৫ ইঞ্চি করে।

৩. বলের ওজন

এই খেলাটি সঠিকভাবে পরিচালনার জন্য বলের ওজন সঠিক হওয়া গুরুত্বপূর্ণ। ফুটবলের ওজন সাধারণত 810-850 গ্রাম হয়ে থাকে।

৪. রেফারি

ফুটবল খেলার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি রেফারি ও দুইটি লাইসম্যান এর প্রয়োজন হয়। এখন প্রযুক্তির উন্নয়নে আরো একজন রেফারি কাজ করছে যাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

৫.দল

ফুটবল খেলায় দুটি দল থাকে, প্রত্যেক দলের 11 জন করে খেলোয়াড় থাকে।

৬. জার্সি

দুইদলের আলাদা আলাদা রঙ এর জার্সি থাকা প্রয়োজন, যেন নিজের খেলোয়াড় সহজেই চেনা যায়। মাঠের কোন স্থানে খেলোয়াড় খেলবে সেটার উপর নির্ভর করে জার্সি নম্বর হয়ে থাকে।

৭.সময়

একটি ফুটবল ম্যাচ এর সময়সীমা 90 মিনিট। মাঝে 45 মিনিটের সময় কিছু বিরতি দেওয়া হয়। যাকে বলা হয় হাফ টাইম।

৮. ফলাফল

নির্দিষ্ট সময়ে খেলা হওয়ার পরে, যে দল বেশি গোল করে তারা বিজয়ী হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন গোল না হলে, ফলাফলের জন্য প্ল্যান্টি শুটার দেওয়া হয়।

images (43).jpeg

উৎস:https://images.app.goo.gl/MNHdNJPzuwdNFKee6

ফুটবল খেলার নিয়ম কানুন সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা শেষে এবার এর কিছু উপকারী দিক নিয়ে আলোচনা করতে চাই।

উপকারিতা

১.এটি শুধু একটি খেলা নয়, শারীরিক ব্যায়ামের জন্য এটা বড় একটি মাধ্যম।
২. এ খেলার মাধ্যমে মানসিক অবসাদ দূর হয়।
৩. নিয়মকানুন মেনে এটি খেলার মাধ্যমে শৃঙ্খলাবোধ শেখা যায়।
৪. মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে।
৫. যারা শারীরিক ভাবে মোটা তাদের জন্য এটি একটি কার্যকর ব্যায়াম।
৬. জয় এবং পরাজয় আনন্দ-বেদনা এই খেলার মাধ্যমে বোঝা যায়।

স্পোর্টস সম্পর্কিত আজকের প্রতিযোগিতা এখানেই শেষ করছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে।
আমার পোস্ট টি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

If you don't powerup then we can't support you.

But brother, I have very few steem in my account.

 3 years ago 

You should powerup them.

Brother, you can understand in front of Eid-ul-Fitr. So I wanted to spend a little Eid with it.
Now it would be better to give a little discount, brother

 3 years ago 

Ok

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56430.09
ETH 2323.65
USDT 1.00
SBD 2.35