Steem Bangladesh contest - Sports || মোরগ যুদ্ধ || by @mahmudul20 || 18/05/2021

in Steem Bangladesh3 years ago

HELLO


MY DEAR FRIENDS

This is @mahmudul20 from Rangpur Bangladesh

আসসালামু আলাইকুম

স্টিম বাংলাদেশের সকল কে ঈদের শুভেচ্ছা

🌙ঈদ মোবারক 🌙

আশা করি আপনারা সকলে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

ধন্যবাদ জানাই @steem-bangladesh কে,এতো সুন্দর টপিক আমাদের মাঝে দেওয়ার জন্য।

আজকের টপিক স্পোর্টস। তাই আমি গ্রামের খেলা "মোরগ যুদ্ধ"/"মোরগ লড়াই" সম্পর্কে পোস্ট করতেছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

Sports


খেলাধুলা আমাদের সুন্দর জীবন যাপন গঠনে ব্যাপক ভুমিকা রাখে।খেলাধুলার মাধ্যমে খুজে পাওয়া যায় ভালো কোনো বন্ধু।খেলা ধুলা শরীর ও মন কে সুন্দর, সুস্থ,সতেজ রাখে ও শরীরে শক্তি যোগাতে সাহায্য করে।খেলাধূলার মাধ্যমে মানসিক চাপ কমে যায়।

মোরগ যুদ্ধ খেলার ইতিহাসঃ

মোড়গ_লড়াই.jpg
Source
মোরগ যুদ্ধ খেলার জন্ম ও উৎপত্তি সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য নেই।তবে ধারনা করা হয় সর্ব প্রথম বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এই খেলা শুরু হয়েছিল।এই খেলা স্কুলের যে কোনো অনুষ্ঠান কিংবা খেলাধুলা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়ে থাকে।খেলা টি বেশ ভালো ও রোমাঞ্চকর হওয়ায় বাংলাদেশের বিভিন্ন দিবস, যেমন ১৬ ডিসেম্বর, ২৬ মার্চের অনুষ্ঠানে কিংবা আরো বিশেষ দিবসে অনুষ্ঠিত হয়।

খেলার নিয়মঃ

4190486340_7393296560_o.jpg
Source
এই খেলাটি সাধারণত ছেলেরা খেলে থাকে। খেলার জন্য প্রথমে মাঠের মধ্যে একটি বৃত্ত দিতে হবে।যতো জন অংশগ্রহণ করবে ঠিক সে অনুযায়ী বৃত্তি টি দিতে হবে।প্রত্যেক প্রতিযোগি কে তাদের একটি পা ভাজ করতে হবে এবং দু হাত দিয়ে পিছনের দিকে ধরতে হবে।রেফারি বাঁশি তে ফু দেওয়া মাত্রই খেলা আরম্ভ হবে।তারপর তাদের কে একে অপরের সাথে লড়াই করতে হবে।যে পা টি ভাজ করা রয়েছে সেটির সাহায্যে অপর প্রতিযোগি কে ধাক্কাতে হবে।যদি কারো হাত কিংবা পা ছুটে যায় তাহলে সে বাতিল বলে গণ্য হবে।এভাবে করে প্রত্যেক জন কে লড়াই করতে হবে।শেষ পর্যন্ত যখন প্রতিযোগি সংখ্যা কমতে থাকবে তখন বৃত্ত টি ছোট্ট করতে হবে এবং তাদের কে ছোট্ট অংশে থেকে লড়াই করতে হবে।এভাবে করে প্রতিযোগি সংখ্যা ৩ জন হলে ১ম, ২য়,৩য় স্থানে থাকবে,তারপর যে শেষ পর্যন্ত অপরাজিত থাকবে সে বিজয়ী।

মোরগ যুদ্ধ খেলা সম্পর্কে আমার মতামতঃ

29464397040_44452f9ebf_b.jpg
Source
আমাদের গ্রামে বা স্কুলে যদি খেলাধুলার আয়োজন থাকে তাহলে এই খেলা টি অবশ্যই থাকে।খেলা টি যে খেলে সে খুবে আনন্দ পায় অপরদিকে যারা দর্শক থাকে তাদের মাঝে চরম উত্তেজনা থাকে।বিশেষ ভাবে এই খেলা টি আমাকে খুবই আনন্দ দেয়।আমি জীবনে অনেক বার এই খেলায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু কখনো বিজয়ী হতে পারছিলাম না।৮ম শ্রেনিতে পড়ার সময় আমাদের স্কুলে ২৬ মার্চ উপলক্ষে খেলাধুলা অনুষ্ঠান আমি অংশগ্রহণ করি।প্রায় ৩৫ জন খেলায় অংশগ্রহণ করছিল তাদের সাথে আমি লড়াই করে ৩য় স্থান অর্জন করছিলাম।ঠিক সে সময় আমার প্রিয় খেলায় অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ার অনুভুতি টা বলে বুঝাতে পারবো না।

Thanks FOR All guys

Sort:  
 3 years ago 

I love your content. Hopefully more paragraphs will make your post more readable.

 3 years ago 

I constantly try to post in my own language and slowly try to improve the quality of my posts. Thank you so much brother for advising me.

Valo review korcen ei khela ta ke

 3 years ago 

Awesome work brother. Keep it up.

 3 years ago 

Thank you bro...

 3 years ago (edited)

অসাধারণ পোস্ট ভাই৷ ধন্যবাদ

 3 years ago 

Thank you bro...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69460.30
ETH 3372.77
USDT 1.00
SBD 2.74