Steem Bangladesh contest - || Game Review With Gameplay video || world soccer League || by mahmudul20 || 10/06/2021

in Steem Bangladesh4 years ago

  • HELLO

  • MY DEAR FRIENDS

    This is @mahmudul20 from Rangpur Bangladesh

  • আসসালামু আলাইকুম
    • বর্তমান যুগের অধিকাংশ মানুষেরই অবসর সময় কাটে কোনো না কোনো গেম খেলার মাধ্যমে।ডিজিটাল যুগের কল্যাণে সকলের হাতে হাতে স্মার্টফোন রয়েছে।স্মার্টফোন ব্যবহারকারী দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে অনেকে গেমের প্রতি আকৃষ্ট হচ্ছে।

    • আজকে আমি একটি এন্ড্রোয়েড গেম রিভিউ করবো, যার নাম "world soccer League". তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

  • গেমের কিছু তথ্যঃ
  • Screenshot_2021-06-10-17-39-39.png

    গেমের নাম"world soccer League".
    ভার্শন1.9.9.5
    Release date২৯ অক্টোবর ২০১৫
    Last update১৩ সেপ্টেম্বর ২০২০
    প্লে স্টোরে ডাউনলোড১০০ মিলিয়ন+
    রেটিং৪.৩/০৫
    ডেভলপারে ও পাবলিশারMobirix
    ধরনAndroid
    গেম লিংকএখানে
    • এটি মূলত একটি ফুটবল গেম।এটি অফলাইনে খেলা সম্ভব। এছাড়াও এই গেম খেলতে কোনো প্রকার টপ আপ করার প্রয়োজন হয় না।সম্পুর্ণ বিনামূল্যে গেমটি খেলা যায়।

  • গেমের ভিতরে যা রয়েছেঃ
  • Screenshot_2021-06-10-17-36-57.png

    প্রথমবার গেমে প্রবেশ করলে এই রকম দেখাবে, Tap to continue এ ক্লিক করতে হবে।
    তারপর, গেমে কয়েকটি মেনু আসবে-

    Screenshot_2021-06-10-17-37-05.png

    Start Geme
    Option
    Game info
    Exit Game

    • Start Geme এই বাটন টি হচ্ছে গেমে প্রবেশের মূল বাটন।এখানে ক্লিক করলে মেইন গেমের অপশনে নিয়ে যাবে।

    • Option এই বাটনে তেমন কোনো কিছু নেই,এখানে শুধু সাউন্ড কমানো ও বাড়ানো যায়। গেমের ভাষা ও গেম স্পিড এখানে রয়েছে।

    • Game info এখানে ডেভলপার দের সাথে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে। তাছাড়া গেম রান করাতে সমস্যা হলে সেখানে FAQ রয়েছে।

    • Exit Game এখানে ক্লিক করলে সরাসরি গেম থেকে বের হয়ে আসবে।

  • গেমপ্লেঃ
    • Start Geme এ ক্লিক করার পর বেশ কয়েকটি অপশন আসবে,তার মধ্যে উপরের চারটি খেলার বিভিন্ন মোড।এখানে চারটি মোডে গেমপ্লে করা যায়।

    Screenshot_2021-06-10-19-24-13.png

    • প্রথমে যে অপশন টি রয়েছে, এটির মাধ্যমে শুধু পেনাল্টি খেলা যায়।

    • ২য় তে যেটি রয়েছে, এটির মাধ্যমে ইন্টারন্যাশনাল কাপ খেলা যায়। আর এটি সব থেকে বেশি জনপ্রিয়। সবাই বেশিরভাগ সময় কাপ খেলে।

    ৩য় তে রয়েছে লীগ খেলা।এখানে ইংলিশ লীগের দলগুলো রয়েছে। যেকোনো দল বাছাই করে নিজের দল হিসেবে খেলা যায়।

    • ৪র্থ তে রয়েছে ট্রেইনিং গ্রাউন্ড।এখানে খেলার প্রাকটিস করা হয়।

    Screenshot_2021-06-10-19-39-51.png

    এখানকার যে কোনো একটি মোড নির্বাচন করে, ডান পাশের রাইট বাটনে ক্লিক করলে গেম চালু হয়ে যাবে।

  • কন্ট্রোল
  • প্রত্যেকটি মোডে খেলার জন্য কন্ট্রোল একোই।

    Screenshot_2021-06-10-19-41-37.png

    প্রথমে দুটি অপশন আসবে Short press আর নিজেকে চারপাশে ঘুরানোর অপশন।

    • "Short press" ক্লিক করলে, খেলা চালু হবে।সেই সাথে "Short press"এর পাশে আরো তিনটি অপশন আসবে।

    Screenshot_2021-06-10-19-43-12.png

    1. Long press 2) special 3) shot
    • Short press এ ক্লিক করলে, বলটি আস্তে আস্তে শুট করবে।আর Long press এ ক্লিক করলে বলটি জোরে শুট করবে। special এ ক্লিক করলে, বল পায়ে নিয়ে ঘুরতে থাকবে ফলে বিপক্ষ দলের প্লেয়ার বল সহজে কেরে নিতে পারবে না।আর বল নিয়ে গোলের কাছে গেলে shot এ ক্লিক করতে হবে।

    Screenshot_2021-06-10-19-41-43.png

    যদি বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে বল থাকে তাখন ২টি অপশন পরিবর্তন হয়ে যাবে।

    • 1) Long press ও 2)special এর জায়গায় পরিবর্তন হয়ে 1)Tackle ও 2)change focus হয়ে যাবে।

    • Tackle এ ক্লিক করলে আপনার প্লেয়ারটি বিপক্ষ দলের প্লেয়ারের কাছে থেকে বল কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। change focus এ ক্লিক করলে প্লেয়ারের ফোকাস পরিবর্তন হয়ে অন্য প্লেয়ারের মাথায় যাবে।

    আমার গেমপ্লে ভিডিও-

  • আমার মতামতঃ
  • Screenshot_2021-06-10-17-41-36.png

    • এই গেমটি অবসর সময় কাটানোর জন্য একটি বেস্ট গেম।আমি মনে করি প্রত্যেক ফুটবল প্রেমি দের কাছে গেম টি খুবই ভালো লাগে। কারণ এই গেমে পছন্দের যে কোনো টিম কে নিজের টিম বানিয়ে খেলা যায়।ফুটবল বিশ্বের সব গুলো দেশ এখানে রয়েছে।

    • গেমটির গ্রাফিক্স নিয়ে আমি সন্তুষ্ট। গেমটি খেলার জন্য কোনো ইন্টারনেট কানেকশন ও টপআপ এর প্রয়োজন হয় না।টাকা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমাকে গেমটি খুবই ভালো লাগে।

    আমার ব্যাক্তিগত রেটিং= 5/5...
    গুগল প্লেস্টোরে রেটিং= 4.3/5...

    দ্রষ্টব্যঃ এখানে যেসব পিকচার ব্যবহার করা হয়েছে, সেগুলো গেমপ্লে করার সময় স্ক্রিনশর্ট নেওয়া।

  • সবাইকে ধন্যবাদ
  • Sort:  
     4 years ago 

    khub sundor post korechen...❤

     4 years ago 

    Thanks vai.

    Coin Marketplace

    STEEM 0.28
    TRX 0.24
    JST 0.040
    BTC 95208.70
    ETH 3320.39
    USDT 1.00
    SBD 7.55