Steem Bangladesh contest — Movie Review || Ennu Ninte Moideen || by @mahmudul20 || 16/06/2021

in Steem Bangladesh3 years ago

  • HELLO

  • MY DEAR FRIENDS

    This is @mahmudul20 from Rangpur Bangladesh

  • আসসালামু আলাইকুম
    • রোমান্টিক সিনেমার কথা মনে পড়লে চোখে ভাসতে থাকে রোমিও জুলিয়েট,টাইটানিক কিংবা বলিউডের শত সিনেমার কথা।

    • কিন্তু আজ আমি আপনাদের মাঝে এমন একটি সিনেমা রিভিউ করতেছি তা শুধু হলিউড, বলিউড নয় আপনার লাইফে দেখা সেরা রোমান্টিক সিনেমার একটি হবে।

    Screenshot_2021-06-16-16-54-11.png

  • মুভির কিছু তথ্যঃ
  • Movie NameEnnu Ninte Moideen
    Directed byR. S. Vimal
    Produced bySuresh Raj,Binoy Shankarath,Ragy Thomas
    StarringPrithviraj Sukumaran,Parvathy Thiruvothu
    Release Date19 September 2015
    Running Time170 minutes
    CountryIndia
    LanguageMalayalam
    Budget₹12 crore
    Box office₹50 crore

    Movie Trailer 👇👇👇

  • মুভির গল্প
    • এই মুভির কাহিনী ভারতের কেরালার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। মুসলিম পরিবারের ছেলে এবং হিন্দু পরিবারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে বাঁধা বিপত্তি এই সিনেমার মূল কাহিনী।সবশেষে ছেলে টি একটি দুর্ঘটনায় মারা যায় এবং মেয়ে টি আত্মাহত্যার চেষ্টা করলে সে বেঁচে যায়।

  • রিভিউ

  • Screenshot_2021-06-16-16-54-44.png

    • সিনেমাতে যে সকল অভিনয় শিল্পী কাজ করেছে তাদের অরিজিনাল নাম এবং সিনেমাতে নাম
    অভিনেতা ও অভিনেত্রীসিনেমা তে তাদের নামঃ
    Prithviraj SukumaranMoideen
    Parvathy ThiruvothuKanchanamala
    Sai KumarUnni Moideen Sahib, Moideen's father
    Sashi KumarKottatil Madhavan, Kanchanamala's father
    BalaSethu Madhavan, Kanchana's brother
    LenaPathumma, Moideen's mother
    Tovino ThomaAppuPerumparambil Appu
    Sudheer KaramanaMukkam Bhasi
    KalaranjiniKanchana's mother; Janaki
    Surabhi LakshmiManiyamma
    • মুসলিম পরিবারের ছেলে ছিল মইদীন,তার বাবা একজন প্রশাষক।অপরদিকে প্রভাবশালী হিন্দু জমিদার কন্যা কাঞ্চনমালা।

    Screenshot_2021-06-16-16-55-04.png

    • মইদীন আর কাঞ্চনমালার প্রেম চলতেছিল গভির।তাদের একে অপরের ভালোবাসার কাছে পুরো পৃথিবী মূল্যহীন।দুটি দেহ একটি প্রাণ,এমনি মইদীন আর কাঞ্চনমালার ভালোবাসা।

    Screenshot_2021-06-16-16-55-38.png

    মইদীন এর পরিবারের সাথে রয়েছে কাঞ্চনমালার পরিবারের সু-সম্পর্ক।

    • সম্পর্কের দিক থেকে দু পরিবারের মিল থাকলেও তাদের ভালোবাসায় ধর্ম বাধা হয়ে দারায়।যখন এক পর্যায়ে সব কিছু জানা জানি হয়ে যায়, তখন কাঞ্চনমালা কে বাড়িতে কারাবন্দী করা হয়।
    • কিন্তু মইদীন আর কাঞ্চনমালার ভালোবাসা ছিল অকৃত্রিম। তাই চারদেয়ালের ক্ষমতাই ছিলো না তাদের যোগাযোগ দিতে।চিঠির মাধ্যমে তারা যোগাযোগ করতো।কিন্তু ঘটনাচক্রে কোনো এক অলক্ষ্যনে মুহূর্তে চিঠি যায় কাঞ্চনমালার চাচার হাতে।

    Screenshot_2021-06-16-16-56-37.png

    এরপর নরকে পরিনত হয় কাঞ্চনমালার জীবন। অপরদিকে মইদীন কেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

    • তারপর মইদীন কাঞ্চনমালা কে তার সাথে পালিয়ে যেতে প্রস্তাব করে।কিন্তু কাঞ্চনমালা তার প্রস্তাবের খুবে বিচক্ষণতার পরিচয় দেয়।কাঞ্চনমালা চায় নি তাদের দুজনের কারণে দুটি পরিবারের ফাটল ধরুক।

    • দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল। অপরদিকে কাঞ্চনমালার পরিবারও চাচ্ছিল না তাদের মেয়ে এভাবে ঘরে বন্দি থাক।তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে দেওয়ার।চিঠি দিয়ে সব ঘটনা মইদীন কে যানায় কাঞ্চনমালা।কিন্তু এর-ই মাঝে ঘটলো বিপত্তি

    Screenshot_2021-06-16-16-57-36.png

    কাঞ্চনমালার চিঠি দেওয়া নেওয়া করার জন্য যে ছেলে ছিল সেও ধরা পরে যায়।

    • কিছু দিন চিঠি বিনিময় বন্ধ থাকলেও মইদীনের কাছে পরিকল্পনার কমতি ছিল।সে অন্য উপায়ে আবারও চিঠি বিনিময় শুরু করে। বিয়ের খবর পাওয়ার পর তাদের সম্পর্কের দুরত্ব আরও যেন বাড়তে থাকলো।দুরত্ব বারা সত্যেও তাদের ভালোবাসা আরও গভির হচ্ছিল।

    • কাঞ্চনমালা কোনো ভাবেই বিয়ের জন্য রাজি হয় না। এভাবে কেটে যায় ১০ টি বছর। মইদীনের চুলে পাক ধরা শুরু হয়েছে।কাঞ্চনমালা ভেবেছিল একদিন হয়তো মেনে নিবে তার পরিবার।১০ টি বছর কাটার পর কাঞ্চনমালা বুঝতে পারলো তার ধারণা ভুল ছিল।

    • এবার আর কোনো কিছুর অপেক্ষা নয়,মইদীন যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত কাঞ্চনমালা।১০ বছর পর কাঞ্চনমালার পরিবার শিথিল হয়েছে কিন্তু মইদীনের বাবা ১০ বছর আগেও যেমন অনড় ছিলেন, তার সিদ্ধান্তে এখনো তেমনি আছেন।তিনি বেচেঁ থাকতে কিছু তেই তাদের দুজন কে এক হতে দিবে না।মইদীন ও সাফ সাফ জানিয়ে দেয় পৃথিবীতে কোনো শক্তি থামাতে পারবে না তাদের বিয়ে।

    Screenshot_2021-06-16-16-59-04.png

    এ কথা শুনার সাথে সাথে মইদীনের বাবা রাগে ফেটে পরেন।এবং সাথে ছুড়ি ঢুকায় দেয় মঈদীনের পেটে।

    • মইদীন ভাগ্যবান হওয়ায় এবার বেঁচে যায়। সুস্থ হওয়ার সাথেই চলে যায় কাঞ্চনমালা কে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। মইদীন গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছিল। যখন কাঞ্চনমালা বাইরে আসবে তখন শুনে তার বড় ভাই মারা গেছে। তারা পালিয়ে যেতে ব্যর্থ হয়।

    • বার বার ব্যর্থ হওয়ায় মইদীন এবার সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে পালিয়ে যাবে অজানা কোনো রাজ্যে।তারা আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়।

    IMG_20210616_170705_822.jpg

    পরিকল্পনা অনুযায়ী মইদীন চলে যায় পাসপোর্ট অফিসে তাদের দুজনের পাসপোর্ট আনার জন্য।

    • তখন যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় গ্রাম থেকে শহর যেতে হতো অর্ধেক রাস্তা বাসে আর অর্ধেক নৌকায়।মইদীন পাসপোর্ট নিয়ে বাড়ি ফিরছিল।নৌকায় উঠেছে এমন সময় শুরু হয় ঝর।

    Screenshot_2021-06-16-17-00-11.png

    মইদীন সহ সকল নৌকার যাত্রী ডুবে যায়।

    • মইদীন নিজের জীবন বাজি রেখে সকল কে উদ্ধার করে কিন্তু সে সহ আরও ৩ জন প্রবল স্রোতে পড়ে ডুবে মারা যায়।৩ দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।

  • সিনেমার সত্য কাহিনীঃ—
    • সিনেমার শেষ পরিনতি দেখে মানতে কষ্ট হবে এটি সত্য ঘটনা।১৯৬০ সালে কেরালার মুক্কাম শহরের দুই প্রভাবশালী পরিবার কে কেন্দ্র করে গড়ে উঠা প্রেমের মহাকাব্য।বর্তমানে কাঞ্চনমালার বয়স ৮০।মইদীন কে না পাওয়ার শোকে ছয়বার আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি।সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মইদীনের মৃত্যুর পর কাঞ্চনমালা কে মইদীনের পরিবার তাদের বাড়ি তে নিয়ে আসে। মইদীনের সাথে বিয়ে না হলেও তাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানেন।

    IMG_20210616_170604_679.jpg

    Screenshot_2021-06-16-17-04-24.png

    তাই সারাটা জীবন সাদা শারি কে বেছে নেয় কাঞ্চনমালা।

  • পুরস্কার ও সম্মাননাঃ—
    • ২০১৬ সালে "ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড" এ এই সিনেমার পরিচালক, অভিনেতা/অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী সহ মোট ৬৩ জন নমিনেশন পায়।তাদের মধ্যে উত্তির্ন হয় ৫৫ জন

    এওয়ার্ড সমূহঃ

    • 63rd National Film Awards,Filmfare Awards South,Asianet Film Awards,5th South Indian International Movie Awards,Kerala State Film Award.

  • সিনেমা সম্পর্কে আমার মতামতঃ—
    • রোমান্টিক সিনেমার মধ্যে আমার দেখা সেরা সিনেমা এটি।সব সিনেমা সব মুডে দেখা যায়না।তেমনি এই সিনেমা টা দেখার জন্য পারফেক্ট সময় হচ্ছে কোনো এক বৃষ্টি স্নাতো দিন।আর যদি প্রিও মানুষটি পাশে থাকে তাহলে তো সোনায় সোহাগা।কাউকে মন থেকে ভালোবাসলে কত টুকু ত্যাগ,দুঃখ, কষ্ট স্বীকার করতে হয় তার দৃষ্টান্ত উদাহরণ "Ennu Ninte Moideen" সিনেমা টি। "Ennu Ninte Moideen" এর মানে হচ্ছে — "চিরকাল তোমার জন্য, মইদীন"।

  • রেটিং
  • আমার ব্যাক্তিগত রেটিংঃ— ১০/১০
    IMDb রেটিংঃ— ৮/১০
    Amazon.in রেটিংঃ— ৪.২/৫

    দ্রষ্টব্যঃ এখানে যেসব পিকচার ব্যবহার করা হয়েছে, সেগুলো "Ennu Ninte Moideen" মুভি থেকে স্ক্রিনশর্ট নেওয়া।

    Cc: @toufiq777
    @nahidhasan23
    @masumrbd

  • সবাইকে ধন্যবাদ
  • Sort:  
     3 years ago (edited)

    অসাধারন হয়েছে ভাই। খুব ভালো লাগলো আপনার পোষ্ট। মুভিটি দেখা হয়নি। এখন মনে হচ্ছে মুভিটি দেখতে হবে।

    মভিটি কি হিন্দিতে পাওয়া যাবে।

     3 years ago 

    ভাইয়া আপনাকে ধন্যবাদ

    • ভাই আমি হিন্দি ভাষায় দেখতে পারি নাই,মনে হয় এখনো হিন্দি তে ডাবিং হয়নি,,,,আমি কম্পিউটার এর দোকান থেকে সাব টাইটেল সহ লোড করেছিলাম,,,তবে আপনি অনলাইনে খুজে হয়তো পেতে পারেন।

    Ami o daklam...kintu hindi ta nai

     3 years ago 

    নাইস রিভিউ

     3 years ago 

    Thanks vaiya....

     3 years ago 

    Sundor movie review hoyeche

     3 years ago 

    Thanks vaiya....

    Coin Marketplace

    STEEM 0.19
    TRX 0.13
    JST 0.028
    BTC 66373.20
    ETH 3291.44
    USDT 1.00
    SBD 2.69