Contest : Travel Review || Details of vinnyajagat || 29-04-2021

in Steem Bangladesh3 years ago (edited)

HELLO


MY DEAR FRIENDS

This is @mahmudul20 from Rangpur Bangladesh

"আসসালামু আলাইকুম"

প্রথমত, ধন্যবাদ জানাই @sohanurrahman ভাইকে । তিনি আজ আমাদেরকে এতো সুন্দর একটি পোস্ট করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি ভিন্নজগত ভ্রমন সম্পর্কে পোস্ট করছি।চলুন শুরু করা যাক।

ভিন্নজগতঃ

19.jpg
Source

রংপুর বিভাগের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গন্জিপুর এলাকায় ভিন্নজগত অবস্থিত।২০০১ সালে প্রায় ১০০ একর জমির উপর ভিন্নজগত স্থাপিত হয়।এটি রংপুর জেলার সব থেকে বড় পর্যটনকেন্দ্র।প্রতিবছর ঈদের পর এবং জানুয়ারি- মার্চ মাসে বিপুল পরিমাণ মানুষ আসে।
ভিন্নজগন আমার বাসা থেকে ১০ কিলোমিটার। তাই প্রত্যেক ঈদে সেখানে যাই।তাছাড়া বন্ধুদের সাথে কোনো বিশেষ দিনে সেখানে একত্রিত হই।

ভিন্নজগতে প্রবেশের টিকিট মূল্যঃ

FB_IMG_15865087002377820.jpg
(নভেম্বর -২০১৭)

Entry fee per person: 50 tk.

Bus/mini Bus : 2500 tk.

Car/Auto:400 tk.

Micro Bus: 500 tk.

Picup: 600 tk.

ভিন্নজগতের ভিতরে যা রয়েছেঃ

FB_IMG_15865079949731725.jpg
(ঈদের পর) - ২০১৯

সুইমিংপুল,মাছ ধরার ব্যবস্থা,স্নিপিং হিডিং,লেক ড্রাইভ,নৌকা ভ্রমন,শাপলা চত্বর,জল তরঙ্গ,রোবট স্কিল জোন,স্পেস জার্নি, আজব গুহা,প্লানেটোরিয়াম,সি-প্যারাডাইস,ওয়াক ওয়ে,বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, থ্রিডি মুভি, মেরি গো রাউন্ড, ফ্লাই হেলিকপ্টার।
এছাড়াও রয়েছে চিড়িয়াখানা, তাজমহল, চীনের প্রাচীর,মস্কোর ঘন্টা,পিরামিড।

IMG_20200229_121736.jpg

IMG_20200229_121738.jpg

FB_IMG_16133571237974425.jpg
(জানুয়ারি -২০২০)

দেশি-বিদেশি প্রায় হাজারো প্রজাতির গাছ,যেখানে সব সময় পাখির কোলাহলে মুখরিত থাকে।
ভিন্নজগতের ভিতরে রয়েছে বিশাল বড় মাঠ।যেখানে প্রায় ৯০০+ গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে।

FB_IMG_15865079261618334.jpg
(ঈদ-২০১৯)
FB_IMG_15865077873433851.jpg

শিশুদের জন্য রয়েছে হাতি,ঘোড়া, ক্যাঙ্গারু সহ অনেক প্রজাতির মুর্তি।রয়েছে চরকা, ট্রেন,ছোটো ছোটো গাড়ি।

রাত্রি যাপনের ব্যবস্থাঃ

2.jpg
Source

1.jpg
Source
ভিন্নজগতের ড্রিম প্যালেসে রাত্রি যাপন করতে পারবেন।সেখানে রয়েছে ৭ টি ভিআইপি হোটেল।প্রতি রাতের জন্য ১৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত দিতে হবে।

Booking hotline:

+8801744786881
+8801734107471
+8801856491280

খাবারঃ


ভিন্নজগের ভিতরে সব রকম খাবার পাওয়া যায়।খাবারের মান যথেষ্ট ভালো।এছাড়াও আপনি ভিন্নজগতের বাইরে খেতে পারেন।

যাতায়াতের ব্যবস্থাঃ

ট্রেনে

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সোমবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল ৯ টায় ছাড়ে।
রংপুর আসতে ৩০০থেকে ৭০০ টাকা পর্যন্ত লাগতে পাড়ে।

বাসে

রাজধানী ঢাকার প্রায় সব জায়গা থেকে রংপুর যাওয়ার এসি নন-এসি বাস পাওয়া যায়।বাসের মানভেদে ৫০০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভারা নিবে।

রংপুর থেকে ভিন্নজগতঃ

রংপুর থেকে ভিন্নজগতে বেশ কয়েকটি মাধ্যেমে যেতে পারবেন।প্রাইভেট কার,মাইক্রোবাস এবং ব্যাটারি চালিত ভ্যান বা রিকশায় সরাসরি ভিন্নজগত যাওয়ার ব্যবস্থা রয়েছে।মাইক্রোবাস ৫০০-৮০০ টাকা পর্যন্ত নিবে এবং ব্যাটারি চালিত ভ্যান বা রিকশা ৫০-১০০ টাকা ভারা নিবে।এছাড়াও রংপুর থেকে লোকাল বাসে উঠে পাগলাপীরে নেমে ভিন্নজগত আসা যায়।

ভিন্নজগত সম্পর্কে আমার মতামতঃ

IMG_20200229_134404.jpg

MYXJ_20200229133530_fast.jpg
(জানুয়ারি -২০২০)

শিক্ষা সফরের জন্য একটি উপযুক্ত পর্যটনকেন্দ্র হচ্ছে ভিন্নজগত।এখানে আসলে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।ভিন্নজগত প্রকৃতিক পরিবেশে অবস্থিত। ব্যাক্তিগত ভাবে ভিন্নজগত আমাকে খুবে ভালো লাগে।এখানে টাকা কম খরচ হয়।সব কি সাধ্যের মধ্যে পাওয়া যায়।এক সাথে অনেক কিছু দেখার সুবিধা রয়েছে।

MYXJ_20200229124807_fast.jpg

Thanks FOR All Guys.

@mahmudul20

Sort:  
 3 years ago 

Thank you for sharing your travel experience with us. We know a lot about vinnojogot from your post.

 3 years ago 

Thank you too

Hi, @mahmudul20,

Thank you for your contribution to the Steem ecosystem.


If you would like to support us, please consider voting for our witness, setting us as a proxy.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!

 3 years ago 

Thank you very much. I hope to get more support from you in the future.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48