Contest Product Review || Realme Narzo 30A || by mahmudul20 || 27/06/2021

in Steem Bangladesh3 years ago

  • HELLO

  • MY DEAR FRIENDS

    This is @mahmudul20 from Rangpur Bangladesh

  • আসসালামু আলাইকুম
  • প্রথমে ধন্যবাদ জানাই @abuahmad ভাই কে।তিনি আমাদেরকে এতো সুন্দর টপিক দিয়েছেন।।

    আজকে আমি প্রডাক্ট রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি।আমি কিছুদিন আগে একটি স্মার্টফোন কিনেছিলাম সেটি রিভিউ করবো,তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

    IMG_20210524_163951.jpg

    আমি যে ফোনটি কিনেছিলাম তার নাম হচ্ছে Realme Narzo 30A.
    আমার ছোট ভাইয়ের অনলাইন ক্লাস করবে যার আমি এই ফোন টি কিনেছি।

  • ফোন টি সম্পর্কে কিছু তথ্যঃ—
  • IMG_20210524_163718.jpg

    IMG_20210524_163748.jpg

    প্রসেসরঃ Media tek Helio G85 গেমিং প্রসেসর।
    রেমঃ ৪জিবি।
    রোমঃ ৬৪জিবি।
    ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
    ব্যাটারিঃ ৬০০০ এম.এ.এইচ
    ৬.৫" মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে
    প্রাইসঃ ১২,৯৯০ টাকা

    ফোনটির বক্সের ভিতর যা রয়েছেঃ
    মোবাইল ফোন।
    ১৮ ওয়াট টাইপ-সি কুইক চার্জার।
    ইউএসবি ক্যাবল।
    ইউজার ম্যানুয়াল।

    IMG_20210524_163833.jpg

  • ফোন টি সম্পর্কে আমার মতামতঃ—
  • ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে।কম বাজেটের মধ্যে এ রকম ফোন সত্যি অসাধারণ। আমার ফোনটি ব্লাক কালার।

    IMG_20210524_164752.jpg

    যেহেতু এটি বিগ ব্যাটারি তাই চার্জ নিয়ে কোনো টেনশন থাকে না।একটানা গেম খেললে প্রায় ১০ ঘন্টা চলে আর এমনিতে নেট ব্রাউজ করলে ১ দিন পার করে দেওয়া যায়।চার্জ হতে বেশি সময় লাগেনা ২.৩০- ৩ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়।ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো মনে হয়েছে। এই ফোন টি সবসময় আমার ছোট ভাই ব্যবহার করবে। কিন্তু আমি ফোনটি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি কোনো সমস্যা পাইনি, খুবে ভালো ভাবে চলছে।

    • ফোনটি আমি কিনেছিলাম সৈয়দপুর প্লাজা থেকে।

    দোকানের ঠিকানাঃ আরজু টেলিকম। দোকান # জে/১৪,সৈয়দপুর প্লাজা, নীলফামারী।

    ♥♥♥♥♥

    Cc:— @abuahmad

  • সবাইকে ধন্যবাদ
  • Coin Marketplace

    STEEM 0.27
    TRX 0.13
    JST 0.031
    BTC 61745.50
    ETH 2898.66
    USDT 1.00
    SBD 3.61