Contest - Game Review || Turbo Racing 3D || by @mahmudul20 || 24/05/2021

in Steem Bangladesh3 years ago

HELLO


MY DEAR FRIENDS

This is @mahmudul20 from Rangpur Bangladesh

আসসালামু আলাইকুম


বর্তমানে ডিজিটাল এই যুগে প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে।যোগাযোগ থেকে শুরু করে বিনোদন সব কিছুরই চাহিদা পূরণ করছে স্মার্টফোন।তবে হাজারো ব্যস্ততার মাঝে বিনোদনের জন্য গেম খেলে না এ রকম মানুষ খুঁজে পাওয়া যাবে না।আজকে আমি আপনাদের মাঝে একটি গেম রিভিউ করবো। গেমটির নাম Turbo Racing 3D
তো চলুন,গেম রিভিউ শুরু করা যাক।

Screenshot_2021-05-24-19-19-58.png

Game nameTurbo Racing 3D
Version2.4
Download50+M
Release Date12 November 2014
Last Update10 May 2021
Rating4.2
Reviews653k
PlatformAndroid
Games linkHere

গেমের ভিতরে যা রয়েছেঃ

এটি মূলত একটি রেসিং গেম।এখানে অনেক গাড়ি রয়েছে, যেগুলি কে ওভারটেক করে যেতে হবে এবং তারপর কিছু পয়েন্ট পাওয়া যায়।যেগুলোর সাহায্যে গাড়ি আপডেট করা যায়।রেস করতে করতে একটি ম্যাপ পরিবর্তন হয়ে অন্য ম্যাপ আসে এবং লেভেল আপ হতে থাকে।

গেমে প্রবেশ এর পর এরকম ৩ টি অপশন আসবে-

Screenshot_2021-05-24-18-46-49.png

More Games
Options
Play

More Games এ ক্লিক করলে,তেমন কিছু নেই। ডেভলপারের তথ্য ও তাদের আরও গেমস আসবে।

Screenshot_2021-05-24-18-47-05.png

options এ ক্লিক করলে, গেমটি কন্ট্রোল করার মেনু আসবে।সাউন্ড, মিউজিক ও ড্রাইভিং কন্ট্রোল এখার থেকে পরিবর্তন করা যায়।

Screenshot_2021-05-24-18-47-58.png

Play তে ক্লিক করলে, গেমের মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে।এখানে আরও ২টি মেনু রয়েছে।
Upgrade
Next

Upgrade এ ক্লিক করলে, গাড়িটি কাস্টমাইজ করার অপশন আসবে।

Screenshot_2021-05-24-18-49-17.png

এখানে গাড়িতে রং করা,গাড়ির ট্যায়ার পরিবর্তন, গাড়ির স্পিড বৃদ্ধি করা যায়।

তবে ফ্রিতে অল্প কিছু কাস্টমাইজ করা যায়।আরও নিজের মন মতো কাস্টমাইজ করতে চাইলে গেমে ডলার টপআপ করতে হবে।

Screenshot_2021-05-24-18-48-24.png

Screenshot_2021-05-24-18-48-07.png

এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি রয়েছে যেগুলো নিতে টপআপ করার প্রয়োজন হয়।

এখানে প্রথমে যে গাড়িটি দেওয়া হয় সেটি অন্য গাড়ি গুলোর তুলনায় স্পিড অনেক কম।তবে ডলার টপআপ ছাড়াও গাড়ি ক্রয় করা যায়।সেক্ষেত্রে অনেক খেলতে হবে এবং গেমে লেভেল আপ হওয়ার সাথে সাথে কিছু টোকন পাওয়া যাবে, এগুলোর মাধ্যেমেও কিনা সম্ভব।

আর Next এ ক্লিক করলে মূল গেমে নিয়ে যাবে।

গেমপ্লেঃ

এখানে দুটি মোডে গেমপ্লে করা যায়।

One way
Two Way

Screenshot_2021-05-24-18-51-36.png

One way তে শুধু একদিক থেকে গাড়ি চলাচল করবে, যা গেমপ্লে করা খুবই সহজ।

Two Way তে দু'পাশ দিয়ে গাড়ি আসবে, যা গেমপ্লে করা তুলনা মূলক ভাবে খুবই কঠিন।

যে কোনো একটি মোড সিলেক্ট করলে গেমটি ফাইনালি চালু হয়ে যাবে।

Screenshot_2021-05-24-18-51-47.png

ডান পাশে রয়েছে স্পিড অপশন, এটি লং প্রেস করলে গাড়িটির স্পিড বাড়তে থাকবে।

Screenshot_2021-05-24-18-51-54.png

বাম পাশে রয়েছে ব্রেক অপশন।এটি লং প্রেস করলে গাড়িটি থামতে শুরু করবে।

Screenshot_2021-05-24-19-22-05.png

মোড় ঘুরানো ও গাড়ি ওভারটেক করার সময় গাড়ির স্পিড 60Kmh রাখতে হবে।নাহলে কোনো গাড়িতে একটু লাগলে আগুন ধরে যাবে।

Screenshot_2021-05-24-19-20-32.png

Screenshot_2021-05-24-19-21-20.png

গেমপ্লে করার সময় কিছুক্ষন পর পর একটি বড় গাড়ি আসবে, যেটি তে গাড়িটি তুললে খুব তারাতাড়ি সব ভিড়ের গাড়ি গুলোকে উল্টে দিয়ে নিয়ে যাবে। এবং ফাঁকা জায়গায় আবার গাড়িটা নামিয়ে দিবে।

আমার গেমপ্লে ভিডিও-

গ্রাফিক্সঃ

এই গেমের গ্রাফিক্স একদম খুব ভালো নয়।তবে একদম খারাপ তা-ও নয়।মোটামুটি গেমপ্লে করার উপযুক্ত। যেহেতু এটি একটি অফলাইন রেসিং গেম, সেহেতু গ্রাফিক্স যা রয়েছে তাই ভালো।
এখানে মোট পাঁচ টি ম্যাপ রয়েছে-
Plain
City
Country
Coastal
Endless

Screenshot_2021-05-24-18-49-45.png

প্রত্যেকটি ম্যাপের ভিতরে সুন্দর সুন্দর রাস্তা রয়েছে।

আমার মতামতঃ

এই গেমটির মাধ্যমে আমার অবসর সময় খুব সহজে কেটে যায়।তবে আমাকে সব চেয়ে ভালো লাগে এই গেমটি খেলতে কোনো প্রকার গেমিং স্মার্টফোন লাগে না।এটি যে কোনো নরমাল ফোনে খুব সহজে খেলা যায়।এছাড়াও এই গেমটি অফলাইন গেম হওয়ায়,এমবি কিনার কোনো ঝামেলা নেই।এই জন্য গেমটি আমার কাছে খুবই ভালো লাগে।

দ্রষ্টব্যঃ এখানে আমি যেসব পিকচার ব্যবহার করেছি, সেগুলো গেমপ্লে করার সময় আমার মোবাইলে স্ক্রিনশর্ট নিয়েছি।

সবাই কে ধন্যবাদ

Sort:  

সুন্দর পোস্ট

 3 years ago 

Thank you bro...

 3 years ago 

ভালো লিখেছেন। এরকম করেই নিয়মিত লেখার চেষ্টা করবেন।

 3 years ago 

Thank you bro....

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60871.89
ETH 2724.35
USDT 1.00
SBD 2.43