Contest - Book Review || "ফেরা" ইসলামিক বই || by @mahmudul20 || 23/05/2021

in Steem Bangladesh3 years ago (edited)

“ফেরা” এমন একটি শব্দ যেটা শুনলে মানুষ তার মুলে ফিরে যেতে চায়। ফেরা দুই বোনের নীড়ে ফেরার গল্প। গল্প না ঠিক সত্য গল্প।

FB_IMG_16267043490462477.jpg

  • দুই বোন সিহিন্তা শরীফাহ ও নাইলাহ আমাতুল্লাহ। একজন বড়, আরেকজন ছোট। কাছাকাছি বয়সের। সম্পর্ক বন্ধুর মতো। একটি ধর্মের অনুসারী। খুব ভালো মানের ধার্মিক ছোট বেলা থেকেই। বড় বোন একটু ভিন্ন চিন্তা করে। নিজেকে প্রশ্ন করে? যেভাব সে জীবন পার করছে, সে যে বিশ্বাসের উপর আছে, তা কি রকমের? সত্য কি মিথ্যা?

  • বড় বোন সিহিন্তা জন্মগতভাবে খৃষ্টান থাকলেও পরে, খৃষ্টান ধর্মের নানা অসঙ্গতা তাকে নাস্তিকতার দিকে নিজে যায়। নাস্তিক থাকাকালীন তার মনের জানালায় বেশ কিছু প্রশ্ন উঁকি দেয়। আসলেই কি স্রষ্টা আছেন? আমাদের জীবনের লক্ষ্য কি? সব ধর্মই কি ভুল? প্রশ্নের উত্তর খুজতে শুরু করে সে। নানা বই পড়ে সে অবশেষে বুঝতে পারে, আসলে সব ধর্মে চেয়ে ইসলাম একমাত্র আলাদা, কুরআনই একমাত্র ধর্মগ্রন্থ যা এখনো অবিকৃত অবস্থায় আছে। খৃষ্টান ধর্মে যীশু ইসলাম ধর্মে একজন নবী। সে আস্তে আস্তে বুঝতে পারে আল্লাহই আমাদের সৃষ্টি কর্তা, একমাত্র তাঁরই ইবাদত আমাদের করা উচিত।

  • দুই বোন, ছোট ভাই, মা-বাবা মিলে সুখের সংসার। হঠাৎ এই সংসারে কেমন যেন শুরু হয়ে গেলো। মা সারাক্ষণ কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। মেয়েরাও কাঁদে। বাবার এ নিয়ে কোনো মাথাব্যথাই নেই।

  • কি সেই কারণ? কারণটা কি ঘরে “ফেরা” নিয়ে? ঘরে ফেরা হলে তো কারো চোখে পানি থাকার কথা ছিলো না? তাহলে কি সেই ঘটনা? জানতে হলে এই বই পড়তে হবে।

| পাঠপ্রতিক্রিয়া |

  • কেউ যদি সত্যনিষ্ঠার সাথে নিজের কামনা বাসনার উর্ধে না গিয়ে সঠিক পথের ও উদ্দেশ্যর সন্ধান করে আল্লাহ তাকে সাহায্য করবেনই।

  • বইঃ ফেরা।
    লেখকের নামঃ সিহিন্তা শরীফা/নাইলাহ আমাতুল্লাহ
    প্রকাশনীঃ সমকালীন প্রকাশনা
    সম্পাদনাঃ শরীফ আবু হায়াত অপু
    শরঈ সম্পাদনাঃ সানাউল্লাহ নজির আহমদ
    মুদ্রণ মূল্যঃ ১৫০ টাকা
    পৃষ্ঠাঃ ১২০

Sort:  

সুন্দর হয়েছে আপনার পোস্ট

 3 years ago 

Thank you vai,,,

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40