Steem Bangladesh Weekly Contest :-♥️My Favourite singer♥️
আমার প্রিয় সিঙ্গারের নামঃ মাহমুদুল হক ইমরান💓
নাম মাহমুদুল হক ইমরান
জন্ম 5 সেপ্টেম্বর 1991 উত্তরা ঢাকা বাংলাদেশ
বর্তমান বয়স 29 বছর
পেশা গায়ক-মডেল
কর্যকাল 2014 বর্তমান
ইমরান মাহমুদুল হচ্ছে একজন বাংলাদেশী গীতিকার ও গায়ক যিনি ভিন্ন অ্যালবাম এবং চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করে থাকেন।
তিনি চ্যানেল-আই এ সেরা কন্ঠ প্রথম বার রানার্স আপ হয়েছিলেন 2008 সালে। ইমরান মাহমুদুল জনপ্রিয় সংঙ্গীত শিল্পী "আরফিন রুমির" হাত ধরে প্রথম সফলতা পথে পা বাড়ান।
ইমরান মাহমুদুল ছিল একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ব্যাংকার বাবা মোজাম্মেল হকের কষ্ট দেখে ইমরান ছোট থেকেই উপলব্ধি করে যে বড় হয়ে গায়ক হবে।
ইমরান শৈশবকাল থেকে গান বলতে ভালোবাসতো এবং গলার কন্ঠ অনেক সুন্দর ছিল। ইমরান ক্লাস সেভেনের থাকার সময় অনুষ্ঠানে গান গাওয়ার প্রথম সুযোগ পায়। তার গলার সুর এত সুন্দর ছিল যে সেই অনুষ্ঠানে সে অনেক টাকা পুরস্কার পায়। এবং ইমরান সব টাকা তার বাবার হাতে তুলে দেয়।
তারপরে কয়েক বছর পর সেরা কন্ঠ প্রতিযোগিতায় নাম লেখান ইমরান।
ইমরান বসগিরি চলচ্চিত্রে দিল দিল দিল গানের জন্য 2016 সালে প্রথম গায়ক হিসেবে "প্রথম আলো থেকে সেরা পুরষ্কার অর্জন করেন"। তখন থেকেই শুরু হয় ইমরানের চলচ্চিত্রে গান গাওয়া।
দ্বিতীয় বার ইমরান 2018 সালে পোরামন-2 চলচ্চিত্র জগতে "ওহে শ্যাম" গানের জন্য ইমরান দ্বিতীয় বার আবারও "প্রথম আলো থেকে পুরষ্কার লাভ করেন"।
ইমরান মাহমুদুল বতমান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত একজন জনপ্রিয় গায়ক। তিনি শুরু আমাদের বাংলাদেশের সেরা গাযক তা নয় তিনি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাঙ্গালীদের কাছে একজন জনপ্রিয় গায়ক।
পুরস্কার ও মনোনয়ন
বয়স পুরষ্কার বিভাগ মনোনীয় কর্ম ফলাফল
2016 প্রথম আলো পুরষ্কার সেরা গায়ক বসগিরি চলচ্চিত্রে দিল দিল দিল
2018 প্রথম আলো পুরষ্কার সেরা গায়ক পোড়ামন-2 চলচ্চিত্রের ওহে শ্যাম গান
2019 ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী পাসওয়ার্ড (গানঃ "সোয়াগ রে") বিজয়ী
আশা করি আমার প্রিয় সিঙ্গারকে আপনাদের সকলকে ভালো লাগবে।
Nice post 🥀.
But dear @limon88 you have to improve your Markdowns Writing stayle ♨️
Keep going 🥀
Always Steem On ♨️