Steem-Bangladesh Contest : Diary Game || 03/09/2021|| প্রকাশ:04/09/2021||by @lebutechnosteem

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম

সুপ্রিয়

Steem Bangladesh কমিউনিটির কতৃপক্ষ, সদস্য ও সকল স্টিমিয়ান বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন?

আশাকরি অনেক ভালো আছেন।
আমিও ভালো আছি।

বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে যা করতে যাচ্ছি,তা হলো-

Steem-Bangladesh Contest : Diary Game || 03/09/2021|| প্রকাশ:04/09/2021

তো দেরি না করে আলোচনা শুরু করি?

ভুমিকা

"কুড়ে মস্তিষ্ক শয়তানের কারখানা" কর্মময় জীবন স্বর্গের সমতুল্য।
কর্ম ব্যস্ততা বয়ে আনে সুখ সমৃদ্ধ ও সম্পদ।
তাই কর্ম ও ব্যস্ততা জীবনেই একমাত্র সুখি জীবন।যা কখনো হতাশা ও ব্যর্থতা ছোয়া পায় না।
আমি সারাটা দিন কর্মে মগ্ন থাকি। সে সম্পর্কে সময় অনুযায়ী বর্ণনা করা হলো।

IMG_20210904_081826.jpgঘুম থেকে ওঠার সময় ছবিwhat3word-Location

সকাল বেলার ডায়েরী

প্রতিদিন সকাল ৭:০০ টায় ঘুম থেকে উঠে রাস্তায় বের হতাম একটু হাঁটতে বা ব্যায়াম করতে।ব্যায়াম শেষে বাসায় এসে হাতমুখ ধুই।

IMG_20210904_082430.jpgব্যায়ামের সময় ছবিwhat3word-Location

IMG_20210904_082147.jpg হাতমুখ ধোয়ার সময় ছবি বা বেসিনwhat3word-Location

সকাল ৭:৩০ হাতমুখ ধোয়ার পর ছোট মেয়েটিকে পড়াচ্ছিলাম।ওর বয়স ৪ বছর এখনো স্কুল যায় না।তাই বাসায় একটু বর্ণমালা শেখাচ্ছি। আমি একজন হাইস্কুলের গণিত শিক্ষক।বর্তমান করোনাভাইরাসের জন্য স্কুলগুলো ছুটিতে আছে।

এর ফাঁকে ইউটিউব ভিডিও এডিট করি।

IMG_20210904_144022.jpgপড়া শেখানোর ছবিwhat3word-Location

ইউটিউবে আমার পাঁচটি চ্যানেল রয়েছে।একটির মনিটাইজেশন পেয়েছি ৮/৯ মাস আগে।

আর একটি কিছুদিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে।ার বাকীগুলো পরে হবে।এদের ভিডিও তৈরি করা আপলোড শিডিউল টাইমের ফাঁকে ফাঁকে করতে হয়।

সকাল ৯:০০ সকালের নাস্তা করি।প্রতিদিনের মতো।পরিবারের সকল সদস্যের জন্য একই নিয়ম।

IMG_20210904_091311.jpgরুটি ও রসমুঞ্জুরির ছবিwhat3word-Location

ময়দার তৈরি রুটি ও সাথে থাকে কিছু তরকারি বা সব্জি বা লাচ্চা বা নুডুলস বা হালুয়া বা মিষ্টি।
আজকে রুটি ও রসমুঞ্জুরি দিয়ে সকালের নাস্তা করা হলো। যা আমার বড় মেয়েটি বাসায় তৈরি করছে।

IMG_20210904_094416.jpgচেম্বারে যাওয়ার পথে রাস্তায় সেলফি।what3word-Location

সকাল ৯:৩০ টায় আমার চেম্বারে গিয়ে বসলাম।আমার বাসা থেকে চেম্বারের দুরত্ব মাত্র ৬০/৭০ মিটার। তাই হেঁটেই যাই।
হেঁটে যেতে ৪/৫ মিনিট সময় লাগে।

IMG_20210904_094901.jpg
আমার চেম্বারের ছবি।what3word-Location

চেম্বার এসে রোগি দেখি।আমি একজন গ্রামীন এলএমএএফ হিউম্যান ডাক্তার। নিয়মিত চেম্বারে রোগি দেখি।
মেডিমিন প্রাক্টিশনার।

IMG_20210904_131416.jpg
চেম্বারে অনলাইনের কাজের ছবি।what3word-Location

চেম্বারে রোগী না থাকলে অনলাইনের কাজ করি।যেমন ইউটিউব, ব্লগসাইট ও স্টিমিটে।

তাছাড়া আমার দুটি ওয়েবসাইট রয়েছে। যা এডসেন্স এপ্রূভ হয়েছে।সেখানেও লিখতে হয়।

ইউটিউবে ভিডিও আপলোড করলাম।স্টিমিটে দুএকটি পোস্ট ও কমেন্ট করলাম।

দুপুর বেলার ডায়েরী

বেলা ১২:০০ টা চেম্বার থেকে বাসায় আসলাম। আজকে শুক্রবারের দিন নামাজের দিন। তাই বাসায় গিয়ে ছাদবাগানের গাছগুলোতে পানি দিলাম বাম্প দিয়ে। গাছগুলো শুকে যাচ্ছিল।

IMG_20210904_133318.jpgবাগানে পানি দেয়ার ছবি।what3word-Location

বেলা ১২:৩০ গোসল করলাম নামাজে যাওয়ার জন্য।গোসল সেরে রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে জামে মসজিদে গেলাম।

IMG_20210904_083011.jpg নামাজে যাওয়ার সময় ছবি।what3word-Location

বেলা ২ :০০ টায় নামাজ পড়ে বাসায় ফিরলাম।এরপর ভিভিও এডিটিং কাজ করলাম।
বেলা ৩:০০ টায় প্রতিদিনের মতো দুপুরের খাবার খেলাম।
প্রতিদিন পরিবারের সবাই একবেলা রুটি ও দুইবেলা ভাত খাই।
অর্থাৎ সকালে রুটি, দুপুর ও রাতে ভাত খাই।
আজকেও তাই করলাম।

IMG_20210904_151059.jpg দুপুরের খাবারের টেবিলের ছবি।what3word-Location

খাওয়া দাওয়া সেরে একটু শুইলাম রেস্টের জন্য।

বিকাল বেলার ডায়েরী

বিকাল ৪:০০ টায় আবার চেম্বারে আসলাম।যথানিয়মে রোগি দেখলাম ও ফাঁকে ফাঁকে অনলাইনের কাজ করলাম।

IMG_20210904_131401.jpgচেম্বারে অনলাইনের কাজ।what3word-Location

তার মাঝে ঔষধও বিক্রি করি এভাবে কেটে যায় অনেক সময়।

রাতের বেলার ডায়েরী

রাত ১১:০০ টায় চেম্বার বন্ধ করে বাসায় ফিরি।হান্ড ওয়াস দিয়ে হাতমুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিই।

IMG_20210904_151124.jpg
রাতের খাবার টেবিল।what3word-Location

রাতের খাবারের পর দাঁত ব্রাশ করি।তার পর রাত ১২ থেকে ১ টা পর্যন্ত শুয়ে শুয়ে টেলিভিশনে ক্রাইম এলার্ট দেখতাম নিয়মিত। আজকেও দেখলাম।
রাত ১: ০০ টায় টয়লেট সেরে এসে শুয়ে পড়লাম।
এভাবেই প্রতিদিনের জীবন ডায়েরী চলতে থাকে নিয়মিত।

ছবির বর্ণনা

ক্যামেরাঅ্যান্ড্রয়েড ফোন ক্যামেরা
ফোন নাম এবং মডেলসিম্ফনি আই ১০
ক্যামেরা রেজুলেশন৮মেগাপিক্সেল
ক্যামেরাম্যানlebutechnosteem
অবস্থানলেবু ম্যানশন, ​​ভেন্ডাবাড়ী, রংপুর, বাংলাদেশ
ক্যাটাগরিডায়েরি গেম

signature_1.gif

ধন্যবাদান্তে
@lebutechnosteem

সাথে থেকে আর্টিকেলটি উপভোগ করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58415.58
ETH 2485.36
USDT 1.00
SBD 2.39