Steem Bangladesh contest - sports ||Basketball | 6/06/2021||My submission

in Steem Bangladesh3 years ago

বাস্কেটবল

u-league-1931465_1280.jpg
Source

বাস্কেটবল নামটি কারোই অজানা নয়। বাস্কেটবল খেলা এখন বাংলাদেশ মোটামুটি জনপ্রিয়তা আছে। কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে খেলাটি বাংলাদেশে দেখা যায়। তবে, সারাবিশ্বে এটি খুবই জনপ্রিয় একটি খেলা। ছেলে মেয়ে উভয় এই খেলা টি খেলতে পারেন।

বিস্তারিত শুরু করা যাক,

us-army-2nd-lt-kiana-doliveira-attempts-to-score-during-a-basketball-game-78138b-1024.jpg
Source

বাস্কেটবলইতিহাস
জন্মস্থানআমেরিকা
জন্মসাল১৮৯১ সাল
ক্রীড়া পরিচালনা সংস্থাফিবা
অলিম্পিক১৯০৪,১৯২৪,১৯৩৬

Source

বাস্কেটবল খেলার নিয়ম -

বাস্কেটবল খেলা হয় একটা কমলা রঙের বল নিয়ে যেটি হাতের সাহায্যে অপর দলের রিং থাকবে সেখানে বলটি লাফ দিয়ে বা কোন ভাবে উপর দিয়ে রিং এর ভিতরে ফেলতে হবে এইভাবে খেলাটি খেলা হয়। এর কিছু নিয়ম রয়েছে যে গুলো নিচে সংক্ষিপ্ত ভাবে দেওয়া হলো

১. কোর্ট -

  • বাস্কেটবল খেলার কোর্ট হবে সমতল ও শক্ত। দৈর্ঘ্য ২৬ মিটার ও প্রস্থ ১৪ মিটার। কিছুটা আয়তকারের মতো।

Basketball_Court_Dimensions.jpg

খেলার কোর্ট

source

২. কোর্টের বৃত্ত -

  • কোর্টে বৃত্ত থাকে মোট ৩ টি। ২ টি দুই দলের কোর্টে আর একটি মাঝে এর ব্যাসার্ধ হবে ১.৮ মিটার।

৩. রিং -

  • রিং মূলত সেটা যেটার ভিতরে ফেলতে হয়। এই রিং এর পিছনে একটি বোর্ড থাকে। রিং থেকে বোর্ডের দূরত ১৫ সেন্টিমিটার আর রিং এর উচ্চতা হবে ৩.৫ মিটার।

basketball-rim-shot-hoop-sport-play.jpg

বাস্কেটবল রিং

Source

৪. খেলোয়াড় -

  • এই খেলায় প্রতি দলে ৫ জন করে থাকবে। দুইদল মিলিয়ে মোট ১০ জনে খেলা হবে। কিন্তু দলে সদস্য সংখ্যা থাকতে পারে ১০/২০ জন।

৫. বল -

  • বলের ওজন হবে সর্বোচ্চ ৬৫০ গ্রাম আর সর্বনিম্ন ৫৬৭ গ্রাম। বলটি হবে কমলা কালার। এটি একটু খসখসে হয়ে থাকে।

basket-ball_ETVCJUBHZ4.jpg

বাস্কেটবল

Source

৬. সময় -

  • বাস্কেটবল খেলার সময় মাত্র ৪০ মিনিট কিন্তু খেলা হয় ৪ টি ভাগে মানে ১০ মিনিট করে এক এক ভাগে। খেলার মাঝে বিরতি থাকে ১৫ মিনিট।

৭. রেফারি -

  • এই খেলার রেফারি পুরো খেলাটি পরিচালনা করে। বাস্কেট বল খেলার সময় প্রধান কর্মকতাকেই খেলার প্রধান মানা হয় এবং তার হেল্প করতে ২ জন রেফারি দেখা যায়।

৮. খেলা শুরু -

  • খেলা শুরু হয় টসের মাধ্যমে। কোন দল কোন কোর্ট নিবে তা টসের মাধ্যমে বোঝা যায়। রেফারি বল শূনে ছুড়ে মারবে তারপর খেলা শুরু।

৯. পয়েন্ট -

  • ৬.২ মিটারের বাইরে থেকে যদি বল রিং এর ভিতরে ঢুকাতে পারে ওই টিমের ৩ পয়েন্ট দূরত এর কম হলে ২ পয়েন্ট পাবে। আর রিং এর কাছে গিয়ে মারলে বা ১ পয়েন্ট।

১০. সেকেন্ডের রুলস -

  • নিয়ম গুলো হল -
    ১) ৫ সেকেন্ডের বেশি এক প্লেয়ার বল নিজের কাছে রাখতে পারবে না। ৫ সেকেন্ডের মধ্যে বল পাস করতে হবে।
    ২)৮ সেকেন্ডের বেশি নিজের কোর্টে বল রাখতে পারবে না। অপর দলের কোর্টে বল নিতে হবে।
    ৩)এক দল বল পাওয়ার পর ২৪ সেকেন্ড বল রাখতে পারবে তার বেশি রাখতে পারবে না।

১১. ফাউল -

  • সেকেন্ডের নিয়ম গুলো যদি কেউ ভঙ্গ করতে চায় বা করে। এক খেলায় ৫ টার বেশি ফাউল করলে তাকে খেলা থেকে বাদ দেওয়া হয় বা কোর্ট থেকে বের করে দেয়।

১২. ফাউল হওয়ার কারন -

  • ফাউল অনেক ধরনের রয়েছে। সেগুলো হল -
    ১. টেকনিকাল ফাউল হয় যখন কোন খেলোয়াড় অফিসিয়ালের বিরোধে কোন কিছু করেন। ইচ্ছাকৃত নিয়মের বিরোধে গেলে।
    ২)ব্যক্তিগত ফাউল হয় ইচ্ছা কৃত অন্য দলের খেলোয়াড়কে আঘাত দিতে চাইলে।
    ৩) সেভেন ফাউল করলে যাকে ফাউল করবে সেই খেলোয়াড়কে ২/৩ টি ফ্রি র্থো দেওয়া হবে।
    ৪) ফাইফ ফাউল মানে টিমের কেউ ৫ বার ফাউল করলে।

14881255635_16a638b82a_b.jpg
Source

আরো কিছু খুঁটিনাটি তথ্য -

বাস্কেটবল খেলাটা বেশি জনপ্রিয় চীন,আমেরিকা ইত্যাদি দেশে তারা নিজেদের স্কুল কলেজে বাস্কেটবল কোর্ট বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য। যারা বাস্কেটবল খেলেন বা খেলতে চায় তাদের শরীরে শক্তি আর দম প্রয়োজন। বুদ্ধি দিয়ে বল ধরে রাখতে হয় এই খেলায় বল একবারে হাতের মুঠোতে নেয়া যায় না কিন্তু বল ডর্প করতে থাকে হাতের সাহায্য গতিবিধি বদলানো যায়। বাংলাদেশে এখন হয়তো হাতে কয়জন পাওয়া যাবে যারা বাস্কেটবল রেগুলার দেখে। কিন্তু অনেক দেশে এর জনপ্রিয়তা অনেক। জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে ২য় তে রয়েছে এই খেলাটি। সকল বয়সের মানুষ এই খেলাটি খেলতে পারে।


মোটামুটি আমি যতটুকু জানতাম প্রায় সবটা এখানে লেখার চেষ্টা করেছি। আমার ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

"আসসালামু আলাইকুম"

Sort:  

আপু খুব সুন্দর হয়েছে আপনার পোস্ট।

❤️❤️ধন্যবাদ আপু🥰

 3 years ago 

ভালো ছিলো।

ধন্যবাদ ভাই😇❤️

সুন্দর লিখেছেন।

ধন্যবাদ😇❤️

Ei khela dekhte amar onek valo lage,sundor hoyeche

ধন্যবাদ😇😇🔥

 3 years ago 

আর্টিকেলটা বেশ ভালো লিখেছেন

ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর পোস্ট তৈরি করেছেন আপু।

ধন্যবাদ ভাইয়া😇❤️

সুন্দর review করেন।

thank you😇😇

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59908.77
ETH 3191.82
USDT 1.00
SBD 2.43