Steem-bangladesh Contest - Photography Contest || 19 July 2022||My submission @labibasultana||20%beneficial to @steemit-bd||Club5050

in Steem Bangladesh2 years ago

Tuesday


19 July 2022


২৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম,
আমি @labibasultana আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। steem-bangladesh contest Photography contest এ অংশগ্রহন করার জন্য পোষ্ট করছি।


১. বেলা ফুরিয়ে এলো

20220714064034_IMG_2247.JPG

স্থান : ফরিদপুর।
ডিভাইস : Canon2000D,f/9.0,ISO1600.

Location

ঠিক সন্ধ্যার সময় তোলা এই ছবি। ঠিক অন্ধকার হওয়ার আগে তোলা ছবি। বিদ্যুৎ এর খাম্বার কারনে অসাধারণ সুন্দর লাগছে।

২. গ্রামের রাস্তা

IMG_20220715_182226.jpg

স্থান : তুলাগ্রাম,ফরিদপুর।
ডিভাইস : xiaomi Note 8

Location

ছবিটা তোলা চলন্ত বাইক থেকে তোলা। একদম ফাকা রাস্তা। গ্রামের রাস্তা এতো সুন্দর। বাইকে ঘুরাঘুরি করে সেইদিন অনেক ভালো লাগছে।

৩. পুকুরপাড়

Picsart_22-07-19_20-26-30-760.jpg

স্থান : ফরিদপুর।
ডিভাইস : Canon2000D,f/9.0,ISO1600.

Location

এই পুকুরপাড় আমার খালাদের। সকালে গিয়ে অনেক সময় ধরে বসে ছিলাম আর চা খাচ্ছিলাম। চারদিক এতো সবুজ আর এতো বাতাস।

৪. সন্ধ্যার আকাশ

20220712064129_IMG_2190.JPG

স্থান : ফরিদপুর।
ডিভাইস : Canon2000D,f/9.0,ISO1600.

Location

বিকাল বেলা তোলা ছবি আকাশ পুরোটা পানির মধ্যেও দেখা যাচ্ছিলো। সুন্দর বাতাস ছিলো । আসে পাশে এতো বেশি পুকুর।

৫.কামরাঙ্গা

Picsart_22-07-19_20-24-46-939.jpg

স্থান : ফরিদপুর।
ডিভাইস : Canon2000D,f/9.0,ISO1600.

Location

ঢাকায় থাকতে থাকতে এমন ভাবে গাছে ফল ধরে থাকতে দেখার সৌভাগ্য কমই হয়েছে। তাই টুপ করে ছবি তুলে নিয়েছিলাম। যদিও পড়ে ওইটা ছিড়ে খেয়ে ফেলেছি।



I invited My Friend
@neukyan
@lili21

প্রতিটা ছবি আমার তোলা। আমি প্রফেশনাল ফোটোগ্রাফর না। তবু আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে।ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ধন্যবাদ,

----"আসসালামু আলাইকুম" ----

Sort:  
 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি হয়েছে আপু। আকাশের ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Thank you vaiya ❤️

 2 years ago 

বেলা ফুরিয়ে গেলো, আর সুন্দর ছবি তুললেন, সুন্দর টাইমিং। কামরাঙার ছবিটাও দারুণ হয়েছে। নাইস ফটোগ্রাফি।

😁😁ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ❤️

 2 years ago 

আপনার সব ছবি সু্ন্দর হয়েছে । তবে কামরাঙা ছবির অসাধারণ ফটোগ্রাফি করেছেন যা মনে ধরার মতো।

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68418.37
ETH 3743.74
USDT 1.00
SBD 3.65