Steem Bangladesh Contest : Mytownin10pics || My submission By @labibasultana || 01/07/2022||20% beneficial gose to @steemit-bd||Club5050

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম,

আমি @labibasultana আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আমি বাংলাদেশ থেকে আছি। আমি
Steem Bangladesh Contest : Mytownin10pics অংশগ্রহণ এর জন্য পোষ্ট লিখছি।


১.ঘুমান্ত কুকুর

Picsart_22-07-01_14-48-15-656.jpg
স্থান : টিএসসি,ঢাকা।
ডিভাইস : One plus 9,f/1.79,ISO100.

Whats3words

টিএসসি বসে চা খাচ্ছিলাম। সাইডে দেখলাম কুকুর ঘুমাচ্ছে কেন জানি দেখে ভালো লাগছিলো।যদিও আমি কুকুর তেমন পছন্দ করি না পোষা প্রানী হিসাবে। আমি চা খাওয়া শেষ করেই ছবি তুলে নিয়েছিলাম।

২. মেঘে আচ্ছন্ন আকাশ

IMG_20220629_091110.jpg

স্থান : ঢাকা ব্যাংক, ঢাকা।
ডিভাইস : xiaomi note 8, f/1.79,ISO100
ঢাকা ব্যাংকের সামনে থেকে তোলা ছবি।

Whats3words

মূলত আমি রাস্তা পাড় হচ্ছিলাম। যেতে চেয়েছিলাম শাহবাগ নামতে হয়েছিলো ঢাকা ব্যাংকের সামনে। অর্ধেক
রাস্তা পাড় করে দাঁড়িয়ে চট করেই ফোন বের করে ছবি তুলছিলাম।

৩.ফুলের দোকান

IMG-20220629-WA0159.jpg

স্থান : টিএসসি,ঢাকা।
ডিভাইস : One plus 9,f/1.79,ISO100.

Whats3words

টিএসসি তে প্রায় এমন দোকান দেখা যায়। তারা ফুল দিয়ে মালা বানাচ্ছে আর বিক্রি করছে। এখন কাঠ গোলাপের সিজন কাঠগোলাপের মালাও বিক্রি করে এরা। বেলি ফুলের মালাও আছে। অনেক ধরনের মালা আছে ফুল আছে তাদের কাছে।

৪.চায়ের দোকানের সরঞ্জাম

IMG-20220629-WA0135.jpg

স্থান : টিএসসি,ঢাকা।
ডিভাইস : One plus 9,f/1.79,ISO100.

Whats3words

টিএসসি তে অনেক ধরনের চা পাওয়া যায়। মরিচের চা,তেঁতুলের চা,মালটার চা,ইত্যাদি। প্রতিটা চায়ের টেষ্ট এক এক রকম। মালটার চায়ে মালটা দেওয়া থাকে।

৫. ভিসি চত্বরের সামনে

IMG-20220629-WA0139.jpg

স্থান : ভিসি চত্বর,ঢাকা।
ডিভাইস :One plus 9,ISO120

Whats3words

সেইদিন আকাশে রোদ্দুর ও ছিলো আবার বৃষ্টিও পড়ছিলো।আকাশ এমন হয়ে ছিলো। বৃষ্টি ভেজা রাস্তা।

৬. নয়ন তারা ফুল

IMG20220629110216.jpg

স্থান : কার্জনহল,ঢাকা।
ডিভাইস : Oneplus 9

What's3word

এই ফুল প্রায় অনেক বাসায় টপে দেখা যায়। দেখতে ভালোই লাগে। এইরকম ফুল আসে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব জায়গায় আছে। পানির বিন্দু দেখে তুলে নিয়েছিলাম।

৭. কার্জনহল

IMG-20220629-WA0115.jpg

স্থান : কার্জনহল,ঢাকা।
ডিভাইস : Oneplus 9

What's3word

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর কার্জনহল। মানুষের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক মানুষ পরীক্ষা দেয় একটা সীট পাওয়ার জন্য। আমি যখন গিয়েছিলাম তখন কার্জনহল সাজানো ছিলো।

৮.পাতাতে পানির বিন্দু

IMG20220629110716.jpg

স্থান : কার্জনহল,ঢাকা।
ডিভাইস : Oneplus 9

What's3word

পাতার মধ্যে পানি থাকলে দেখতে সুন্দর লাগে। জানি না এটা কি গাছ ছিলো কিন্তু পানি এইভাবে পড়ায় ছবি তুলে রেখেছি।

৯.ভয়ংকর আকাশ

Picsart_22-07-01_15-37-43-464.jpg

স্থান : টঙ্গী,গাজীপুর।
ডিভাইস : Xiaomi Note 8,f/1.79,ISO100.
বেলা যখন একদম শেষ সূর্য ডুবছে।

Whats3words

আকাশের রূপ যে কতরকম হতে পারে এটা মানুষ কল্পনাও করতে পারে না। প্রকৃতি যেন নিজের ইচ্ছে মতো চলে। অপরূপ ভয়ংকর আকাশ ছিলো সেই দিন।

১০.প্রজাপতি

IMG20220629110939.jpg

স্থান : কার্জনহল,ঢাকা।
ডিভাইস : One plus 9

What's3word

মাইক্রো শট ছিলো এটা। আমার তোলা সেরা ছবির মধ্যে এই ছবিটা আমার তোলা অন্যতম সেরা ছবি। প্রজাপতি খুব কম সময় ফুলে বসে থাকে তার মধ্যে ছবি তুলে ফেলতে পারা টা ছিলো আমার জন্য অনেক কিছু।


I want to invited my 5 friends
@lili21
@five5
@adrin2019
@neukyan
@rend34

#club5050

প্রতিটা ছবি আমার তোলা। আমি প্রফেশনাল ফোটোগ্রাফর না। তবু আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে।ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ধন্যবাদ,

----"আসসালামু আলাইকুম" ----

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

কুকুর তো সেলিব্রিটি হয়ে গেল, ছবিটা সেই উঠাইছে, ক্যামেরাম্যান ভালো ছবিও ভালো হয়। যে ছবি উঠাতে পারে সে ২৫০০ টাকার মোবাইল দিয়া ১ লাখ টাকার মোবাইলের মত ছবি তুলতে পারে। আপনার ছবি তোলার অবিজ্ঞতা অনেক ভালো।

🤣🤣না কুকুর ঘুমাইতেছিলো ভাবলাম তুলে ফেলি এমনে তুলতে গেলে দৌড়ানি খাইতে পারি।
ধন্যবাদ ভাইয়া❤️

 2 years ago 

ওয়াও চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। আমার কাছে ফুলের দোকানের ছবিটা অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ❤️

 2 years ago 

অসাধারন ফটোগ্রাফী করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি সত্যিই প্রশংসনীয় ভূমিকা রাখে। তার মধ্যে অন্যতম সুন্দর ছিল ফুল ও প্রজাপতির ছবিটি। অনেক ধন্যবাদ আপনাকে নিয়মিত পোস্ট করে যান। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

অসাধারন সব ফটোগ্রাফি করেছেন আপনি।দেখে খুব ভাল লাগলো ছবিগুলো ।প্রজাপতির দৃশ্যটি অমায়িক ছিল।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64060.29
ETH 3471.63
USDT 1.00
SBD 2.52