Game review contest || Temple Run 2 Review ||01/06/2021
Temple Run 2
Developer | Imangi Studios |
---|---|
Publishers | Imangi Studios |
Artists | Kiril Tchangov |
Release date | 17 march 2021 |
Mood | Single player |
গেমের গল্প
মূল গেম
ম্যাপ -
Temple run 2 তে ৪ টি ম্যাপ রয়েছে। ২ টি ম্যাপ ফ্রি দেওয়া হলেও বাকি ২ টা ম্যাপ আনলক করতে জেমস লাগবে।
আর ২ টা এক্সটা ম্যাপ আছে যেগুলো আনলক করতে আপনার পকেটে থাকা আসল টাকা প্রয়োজন হবে।
ম্যাপ চারটির নাম -
- SKY SUMMIT
- FROZEN SHADOWS
- BLAZING SANDS
- LOST JUNGLE
আপনি এই চারটির মধ্যে আনলক করা পাবেন Sky summit আর Blazing sands.এক এক ম্যাপে এক একরকম বাধাঁ তবে কিছুটা একি রকম। প্রথম টা নরমাল ম্যাপ, পরের টা বরফের রাজ্য, তারপরের টা মরুভূমি টাপের, আর শেষের টা বন বা জঙ্গলে মধ্যে।
ক্যারেক্টার
বর্তমানে অনেক গুলো ক্যারেক্টার তারা এড করেছে। আগে ৩/৪ টা ক্যারেক্টার থাকতো। এখন প্রায় তারা ১৬ টা ক্যারেক্টার এড করেছে যা একজন গেমারকে অনেক গুলো অপশনের ভিতরে একটা পছন্দ করে সেটা নিয়ে খেলতে পারবে। বলে রাখা ভালো গেমে আপনি আনলক পাবেন ৫ টা ক্যারেক্টারের মতো আর বাকি গুলো আপনাকে আনলক করতে হবে জেমস,কয়েন আর ২/৩ টা ক্যারেক্টার আসল টাকা দিয়ে। প্রতিটা ক্যারেক্টারের পাওয়ার, জামা, অ্যাবিলিটি,মাথার টুপিটাও চেঞ্জ করতে পারবেন।
ক্যারেক্টার প্রথমে সব অ্যাবিলিটি আনলক থাকে না পাওয়ার ও আনলক থাকে না কয়েকটা আনলক থাকে সব আপনাকে খেলে খেলে ল্যাবেল আপ করে আনলক করতে হবে।আর অ্যাবিলিটি আপগ্রেড করা যায় কয়েনের মাধ্যমে।যেই পাওয়ার গুলো আনলক থাকবে সব গুলোর সাইডে Use লেখা আসবে।
আশা করি আপনি এই গেমের মোটামুটি খুঁটিনাটি সব বুঝে গেছেন আরো ভালো করে বুঝতে আপনাকে গেমটি খেলতে হবে হবে।
নিজস্ব মতামত -
এই গেমটি খেলে নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারন প্রথম যখন Temple run টা বের হয়েছিলো মোটামুটি একটা সারা ফেলে দিয়েছিলো। কেউ ভাবতেই পারে নাই এই সিরিজের প্রথম গেমটা এতো জনপ্রিয়তা লাভ করবে। আর temple run 2 টাও মোটামুটি একটা জনপ্রিয়তা লাভ করেছে। গেম টা অফলাইন হওয়ায় বাসায় কারেন্ট না থাকলেও প্যারা খেতে হবে না। আর বাচ্চা বড় সবাই এই গেমটা পছন্দ করে। আর গেমটা 3D মোটামুটি একটা ভালো ফিল পাবেন এটা আমার মনে হয়। মানে আপনি যদি কোন জায়গায় গিয়ে বিরক্ত বোধ করেন আর আপনার ফোনে ডাটা নাই তখন ফোনটা বের করে এটা খেলতে পারেন।
গেম লিংক - Temple Run
গেম প্লে -
রেটিং -
- সাউন্ড - ৫/৫
- গ্রাফিক্স - ৪.৮/৫
- গেম প্লে -৫/৫
play store - 4.2/5
উপরের রেটিং গুলো আমার মতে দেওয়া। আমি যতগুলো ওয়েবসাইট দেখছি এই গেমটা আছে সব গুলো তে মোটামুটি ভালো রেটিং এ আছে। সকল ছবি আমার গেম থেকে স্কিনশট নেওয়া।
Nice review
thank you