🎮🎮// Steem Bangladesh Contest // 🎮🎮Game Review//by @konokreza // 10-06-2021🎮🎮
- আমি আজকে @steem-bangladesh কর্তৃক আয়োজিত গেম রিভিউ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক।
🎮গেম রিভিউ clash of clans🎮
🎮clash of clans এর আবিষ্কার🎮
clash of clans এর মুলত একজন আবিষ্কারক নাই। একটা কোম্পানি মিলে এই গেম তৈরি করেছে। সেই কোম্পানির নাম হল সুপারসেল। সুপারসেল কোম্পানি ফিনল্যান্ডের। তাদের আরো ৪ টি গেম আছে। clash of clansআবিষ্কার করেন ২০১২ সালে
clash of clansহল একটা অনলাইন মাল্টিপ্লেয়ার গেম যা আপনি অনলাইনে আপনি অন্যান্য গেমের ইউজারের সাথে গেম খেলতে পারবেন। এই গেমটি আমাদের সময়কার জনপ্রিয় গেমস। clash of clans তৈরি করেছে তারা হল সুপারসেল। সুপারসেলের তৈরি ৫টি গেমের ভিতর clash of clansঅন্যতম।
আপনি যদি clash of clans অর্থ কি জানতে চান তাহলে শুনুন। ইংরেজিতে clash মানে হল যুদ্ধ। আর clans মানে হল গোত্র, গোষ্টী, বা দল। এর অর্থ দাঁড়ায় clash of clans অর্থ হল দলের ভিতর সংঘর্ষ বা দলের ভিতর যুদ্ধ।
clash of clans আপনি গেম খেললে আপনি একটা বেস পাবেন যেখানে আপনি নিজের একটি গ্রাম তৈরি করতে পারবেন।সেখানে আপনার আর্মি, আপনার বিভিন্ন জিনিসপত্র পাবেন। আবার নিজের বেস বা গ্রামকে রক্ষা করার জন্য আপনি বিভিন্ন ডিফেন্সের জিনিস যেমন ক্যানন, মর্টার , আর্চার টাওয়ার পাবেন। এগুলো কোন শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে।
বর্তমানে ক্লাস অফ ক্লানে ১৩ টি টাউন হল আছে। একেকটা টাউনহল মানে এক একটি লেভেল। আপনার টাউন হল যত বাড়বে আপনি তত লেভেল আপ হবেন। clash of clansএ আপনার বেজের সকল নির্মাণ কাজ করবে বিল্ডাররা। তারা আপনাকে সকল কিছু আপডেট, নির্মাণ করে দিবে। বিল্ডার নামাতে আপনার জেমস খরচ করতে হয়।ক্লাস অফ ক্লানে গোল্ড কয়েন, এলিক্সার আর ডার্ক এলিক্সার পাওয়ার জন্য যথাক্রমে গোল্ড মাইন, এলিক্সার কালেক্টর আর ডার্ক এলিক্সার কালেক্ট পাবেন। এগুলো আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে এলিক্সার এনে দিবে আপনাকে। আপনি এগুলো যতই আপডেট দিবেন এগুলোর মাইনিং পরিমান ততই বাড়বে।
ক্লাস অফ ক্লানে আপনি যদি কোনো ক্লান এর সাথে জয়েন থাকেন তাহলে আপনি ক্লান ওয়ার করতে পারেন। ক্লান ওয়ার হল একটা ক্লানের সাথে অন্য একটি ক্লানের যুদ্ধ। আপনি সেখানে জয়েন হয়ে বিপুল পরিমানে লুট করতে পারবেন। ক্লান ওয়ারের ফলে ক্লানের ট্রফি বৃদ্ধি পায়।
clash of clans টিপস:
- আসলে clash of clansনিয়ে আমার বেশি কিছু টিপস দেয়ার নাই। মূলত এই গেম আপনার টেকনিকের উপর নির্ভর করে। আপনি যত টেকনিক খাটাতে পারবেন তত বেশি সফল হবেন। এর পরেও আমি কিছু clash of clans টিপস দিয়ে দিচ্ছিঃ
clash of clansখেলার প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে আপনার গ্রামের সুরক্ষা আগে। তাই আপনার টাউনহল আপডেট দেওয়ার পরেই আপনি ডিফেন্সগুলো ম্যাক্স করে ফেলবেন। এতে করে কেউ আপনার গ্রামে এটাক দিবে না।
আপনি যতটুকু পারেন আপনার ক্লান ক্যাসেলে বেশ কিছু সৈন্য রাখবেন । এতে করে যখন কেউ এটাক করবে আপনার ক্লান ক্যাসেলের সৈন্য গুলো ডিফেন্স হিসেবে কাজ করবে।
আপনি যখন কোনো টাউনহল আপডেট দেন তখন চেষ্টা করবেন যে ঐ টাউন হল ম্যাক্স করে এর পর নতুন টাউনহলে যাওয়ার। নইলে পরে আপনার সমস্যা হবে।আপনি প্রথমে আপনার এলিক্সার কালেক্টর আর গোল্ড মাইন গুলোকে আপডেট দিবেন। কারণ সেগুলো ছাড়া আপনি অচল। সেগুলোর থেকে প্রাপ্ত এলিক্সার আর গোল্ড কয়েনই আপনার সম্বল।
আপনি যতদূর পারেন ক্লান ওয়ারের যোগ দেবেন। এতে করে আপনার লুট বেশি পাবেন।
আপনি কোনো জেমস খরচ করবেন না। কারণ জেমসের দরকার ছোট টাউন হলে থাকতে বুঝবেন না। কিন্তু যখন আপনি বড় টাউনহলে যাবেন তখন বুঝবেন। তখন ২ টা বিল্ডার নিয়ে কাজ করা অনেক কষ্টের। কারণ বড় টাউনহলের প্রায় সব কাজই ১ দিনের বেশী সময়ের।
clash of clans এ আপনি চাইলে গবলিন এর জায়গায় এটাক দিতে পারেন। এতে আপনার শিল্ডের কোনো প্রব্লেম হবে না।
clash of clans এ আমি আপনাকে রিয়েল টাকা দিয়ে জেমস কিনোট নিরুৎসাহিত করবো।
ক্লাস অফ ক্লান হ্যাক – কিভাবে ক্লাস অফ ক্লান হ্যাক করব:
আসলে clash of clansহ্যাক করে খেলা যায় কিনা তা আমি জানি না। আর আমি মনে করি একটা গেম খেলতে তার মড ভার্শন খেলা ভাল না। এতে আপনার একাউন্ট যে কোনো সময় ব্যান হতে পারে। আবার মড ভার্সন করলে আপনি গেমের প্রকৃত মজাও পাবেন না।
আর যদি আপনি জানেন যে ক্লাস অফ ক্লান হ্যাক করা যায় বা হ্যাক করে আনলিমিটেড জেমস পাওয়া যায় তাহলে প্লিজ কমেন্ট করুন।
ক্লাস অফ ক্লান হ্যাক – কিভাবে ক্লাস অফ ক্লান হ্যাক করব:
আসলে clash of clansহ্যাক করে খেলা যায় কিনা তা আমি জানি না। আর আমি মনে করি একটা গেম খেলতে তার মড ভার্শন খেলা ভাল না। এতে আপনার একাউন্ট যে কোনো সময় ব্যান হতে পারে। আবার মড ভার্সন করলে আপনি গেমের প্রকৃত মজাও পাবেন না।
আর যদি আপনি জানেন যে ক্লাস অফ ক্লান হ্যাক করা যায় বা হ্যাক করে আনলিমিটেড জেমস পাওয়া যায় তাহলে প্লিজ কমেন্ট করুন।
★★★ STEEM-BANGLADESH ★★★
I hope you like my post very much. Thank you very much for watching and reading my post.
@konokreza
Thanks a lot..
@steem-bangladesh