// Steem Bangladesh Contest // Game Review //by @konokreza // 01-06-2021

in Steem Bangladesh3 years ago

আমি আজকে #steem-bangladesh কর্তৃক আয়োজিত গেম রিভিউ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক।

maxresdefault.jpg

source

GRANNY SMITH – অ্যাডভেঞ্চারপ্রেমী বুড়ি মা! গেম খেলতে কে না ভালোবাসে? কম্পিউটারে তো খেলা হয়ই, সেই সাথে মোবাইলেও ধুমায়ে গেম খেলা হয়। মনে আছে ছোটবেলায় মোবাইলে গেম খেলার কারণে কত বকা খেয়েছি। কারণ কিপ্যাড এর অবস্থা বারোটা বাজায়ে দিতাম গেম খেলে খেলে। তো মোবাইলে আমরা সবাই কম বেশি গেমস খেলি। অনেকে সময় কাটাবার জন্য, অনেকে আবার মোবাইলে সারাদিন গেমসই খেলেন।

GrannyGroundtomakeup.png

source

মোবাইল গেমসপ্রেমীদের কাছে অ্যান্ড্রয়েড অনেক প্রিয় কেননা গুগলের প্লেস্টোরে গেমের বিপুল কালেকশন রয়েছে। এত গেম থাকার আবার ঝামেলাও আছে। খেলে দেখার আগে বোঝার উপায় নেই কোন গেমটা ভালো আর কোন গেমটা আপনার সময়ই কেবল নষ্ট করবে। আবার ভালো গেমের সংখ্যাও নিতান্ত কম না। এতো এতো ভালো গেম আছে যে, কোনটা রেখে কোনটা খেলবেন তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে যেতে হয়।

play-as-granny-smith-chasing-down-the-apple-thief.jpg

source

জনপ্রিয় গেমসগুলোর নামতো আমরা সবাই জানি যেমন অ্যাংরি বার্ডস, রেজিং থান্ডার, ফ্রুট নিনজা ইত্যাদি। আজ আপনাদের পরিচয় করাবো অপেক্ষাকৃত কম পরিচিত একটি গেম। এটি অ্যাংরি বার্ডস বা টেম্পল রানের মতো ফ্রি সংস্করণ না থাকায় আপনারা অনেকেই হয়তো খেলেননি বা নামও শুনেননি। তবে ইতোমধ্যেই লেখাটির শিরোনামে গেমের নাম দেখে ফেলেছেন। হ্যাঁ, Granny Smith নিয়েই আমাদের আজকের রিভিউ।

mza_1165501969727795890.jpg

source

গ্র্যানি স্মিথ গেমটি পাবলিশ করেছে Mediocre। গেমটির রেটিং শুনে হয়ত অনেকেই অবাক হবেন কারণ যেখানে অনেক জনপ্রিয় গেমের রেটিং 4.5/4.6 থাকে সেখানে এই গেমের রেটিং 4.8 (যা দেখানো হয় 5 স্টার হিসেবে)। গেমটির রেটিং দেখেই বোঝা যায় যে যারা গেমটি খেলেছে তাদের কাছে গেমটি কতটা পছন্দের। আসুন এখন গেমটির কাহিনী ও গেমপ্লে সম্পর্কে জানা যাক।

img_4256.jpg

source

গ্র্যানি স্মিথ গেমটিতে আপনি পাবেন দু’টি চরিত্র। একজন বুড়ি দাদী এবং একজন চোর। একদিন বুড়ি মা তার উঠানে বসে তার প্রিয় আপেল বাগানের আপেল খাচ্ছিল, এই সময় এক চোর তার আপেল বাগান থেকে আপেল চুরি করে নিয়ে যায়। বুড়ি মা দেখে সে বৃদ্ধ তাই চোরের সাথে দৌড়িয়ে পারবেনা। তাই সে স্টোররুম থেকে স্কি নিয়ে চোরের পিছনে ছোটা শুরু করে। সেই থেকে শুরু হয় বুড়ি মা’র দারুণ এক স্পিডি অ্যাডভেঞ্চার!

গেমটা আসলে স্কি রেসিং। বুড়িমা কে কিন্তু চোরকে ধরতে হবে না। রাস্তায় বিভিন্ন জায়গায় আপেল পড়ে থাকবে। চোর এর সাথে রেস করে আগে পড়ে থাকা আপেল সংগ্রহ করতে হবে। আগে আপেল সংগ্রহ করতে পারলে পয়েন্ট যোগ হবে। চোরের থেকে যত আগে আপেল সংগ্রহ করতে পারবে তত বেশি পয়েন্ট পাবেন গেমার।

GrannyGroundtomakeup.png

source

গেমটির কন্ট্রোল খুব সহজ। দুইটি বাটন আছে শুধু। একটি হচ্ছে জাম্প বাটন, চলার পথে বিভিন্ন বাধা যেমন পাথর, বাড়ি, গর্ত থাকবে। এসব বাধা জাম্প দিয়ে পার করতে হবে। আর আরেকটি বাটন আছে সেটি হচ্ছে দাদীর লাঠি। জাম্প দিয়ে নিচে নামার আগে ওটা ক্লিক করতে হবে যাতে লাঠিটা উঁচু থাকে তাহলে ভারসাম্য ঠিক থাকবে। এছাড়া বড় গর্ত থাকলে মাথার উপর দড়ি থাকবে। তখন ওই লাঠি বাটন প্রেস করে দড়ি ধরতে হবে। এভাবে বিভিন্ন বাধা পার হয়ে চোরের আগে আপেল সংগ্রহ করতে হবে। আর প্রচুর স্টেজ আছে গেমটিতে, যা গেমটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে।

1200x630wa.png

source

গেমটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও অন্যান্য গেমারদের রিভিউ দেখতে ঘুরে আসতে পারেন এর প্লে স্টোর পাতা থেকে। যদিও গেমটির দাম কম, মাত্র ১.০৪ ডলার, ক্রেডিট কার্ড না থাকার কারণে অনেকেই হয়তো কিনে খেলতে পারবেন না। উল্লেখ্য, পেওনিয়ার ডেবিট কার্ড মালিকরা তাদের কার্ড দিয়ে গুগল প্লে স্টোরে কেনাকাটা করতে পারবেন।

ধন্যবাদ।
From,
@konokreza

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66263.69
ETH 3419.88
USDT 1.00
SBD 2.63