My Entry For the Photography Contest- 25.09.2022

in Steem Bangladesh2 years ago

20220615_213354.jpg

আমার বন্ধু একটি ইংরেজি কবিতা পড়ছিলো। সেই ইংরেজি কবিতার ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কবিতাটার লাইনগুলো বেশ সুন্দর। ছবিতে লাইনগুলো একবার পড়ে নিতে পারেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ছোট ছোট ইংরেজি ছন্দ পড়তাম। এখন আর তেমন পড়া হয় না। ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় আবার ছোটবেলায় ফিরে যাই। কবিতার বইয়ের পৃষ্ঠার এই ছবিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন।

20220803_135714.jpg

শখের বাজরিকা পাখি। এই পাখিকে শখের পাখি বলা হয় কারণ বেশিরভাগ মানুষ শখের বসে এই পাখিটি পালন করেন। বাজরিকা পাখি পালন লাভজনকও বটে। বাংলাদেশের পাখির বাজারে বাজরিকা পাখির বেশ ভালো মূল্য পাওয়া যায়। আর বাজরিকা পাখি পালন বেশ সহজ এবং এসব জাতের পাখি দ্রুত প্রজননে সক্ষম। তাই বাণিজ্যিকভাবেও এই পাখিটি পালন করা সম্ভব বলে আমি মনে করি।



20220618_184023.jpg

জাতীয় সংসদ ভবনের পাশে দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের অন্যতম সুন্দর স্থাপনাগুলোর মধ্যে একটি। এর স্থাপত্যশৈলী আন্তর্জাতিক মানের। জাতীয় সংসদ ভবন বিশাল জায়গাজুড়ে অবস্থিত। এই ভবনের পাশে নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো। ভবনের পাশ দিয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। দেশী-বিদেশী পর্যটকরা এই ভবনটি দেখতে আসেন। কিন্তু জনসাধারণের ভিতরে যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র বাইরে থেকেই দেখতে হবে এই স্থাপনাটি।


20220617_154714.jpg

শেষ ছবিটি একটি ক্যাক্টাস উদ্ভিদের। আমরা যারা শহরে বসবাস করি তাদের ছাদে বেশ কিছু ফাঁকা জায়গা থাকে। আর শহরে যেহেতু গাছপালা কম তাই এই ফাঁকা জায়গাগুলোতে আমরা যে কোন উদ্ভিদ রোপণ করতে পারি। এতে করে শহরের পরিবেশ ভালো থাকবে এবং শহরের বাতাসে দূষিত যেসকল পদার্থ থাকবে তা কিছুটা কমে আসবে। মোট কথা আমাদের শহরগুলোকে বসবাসযোগ্য করে তোলার জন্য গাছ রোপণের কোনো বিকল্প নেই।

Sort:  
 2 years ago 
Note: ছবিতে লোকেশন এড করুন ধন্যবাদ।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words250
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:


CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @wase1234

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64927.71
ETH 3517.54
USDT 1.00
SBD 2.36