My Entry For the Photography Contest- 19.09.2022

in Steem Bangladesh2 years ago

20220829_183641.jpg
Location

আজ আপনাদের সাথে রেল লাইন সম্পর্কিত কিছু ছবি শেয়ার করতে যাচ্ছি। প্রথম এই ছবিটি তুলেছিলাম বাংলাদেশ রেলওয়ের আওতাধীন একটি জায়গা থেকে। যদিও জায়গাটা কিছুটা পরিত্যক্ত, কিন্তু দেখতে বেশ সুন্দর। আমাদের ছোট্ট শহরের চারদিকে অনেক রেল লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। রেলওয়ে জংশন হওয়ায় আমাদের শহরে রেল লাইন সংলগ্ন অনেক স্থাপনাও রয়েছে। রেলওয়ে আমাদের এলাকার সাথে অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করে দিয়েছে।

20220829_183546.jpg
Location

আমরা রেলওয়ে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ঢাকা, দিনাজপুর, রংপুর, নীলফামারী সহ আরো অনেক শহরে যাতায়াত করতে পারি। ২য় ছবিটি একই জায়গা থেকে তুলেছিলাম। কিছু পুরাতন রেলগাড়ি রাখা হয়েছে এখানে। বেশিরভাগ সময় পুরাতন ও অবিকল রেলগাড়ি রাখা হয় এখানে। জায়গাটি বেশ লম্বা সময় এ কাজেই ব্যবহৃত হয়ে আসছে।

20220829_183654.jpg
Location

এছাড়া ক্রেন রাখার কাজেও এই জায়গাগুলো ব্যবহার করা হয়। এই জায়গাটি সি সি ক্যামেরা দিয়ে পরিবেষ্টিত। লাল রং এর বগিগুলো সম্ভবত অধিক পুরাতন। কেননা লাল রং এর বগিগুলো বেশিরভাগ সময় অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেছি, খুব কমই এই রেলগাড়িকে চলন্ত অবস্থায় দেখা যায়। তবে বগির ভিতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো এগুলো প্রায়ই পরিষ্কার করে রাখা হয়।

20220829_183845.jpg
Location

শেষ ছবিটি সদ্য চালু হওয়া মিতালী এক্সপ্রেস ট্রেনের ছবি। মাত্র কয়েক মাস আগে মিতালী এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করে। যেদিন মিতালী এক্সপ্রেস ট্রেন প্রথম যাত্রা শুরু করে আমরা সবাই এই পরিষেবাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলাম। আমি দুপুরে রেললাইনের পাশে কিছু সময় দাঁড়িয়ে থেকে ছবিটা তুলেছিলাম। ট্রেনটি দেখতে চমকপ্রদ ছিল। এরকম আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার কারণে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়। বাংলাদেশের সাথে ভারতের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ করে তুলেছে মিতালী এক্সপ্রেস ট্রেন।

20220601_160057.jpg
মিতালী এক্সপ্রেস Location

এই ট্রেনে চড়ে মানুষ কম সময়ে বাংলাদেশের উত্তরবঙ্গ হয়ে ভারতে পৌঁছাতে পারে। সবচেয়ে ভালো লেগেছে ট্রেনের বগিগুলোকে, এগুলো অনেক উন্নত। এই ট্রেনে যাতায়াত করা বেশ আনন্দদায়ক। লং জার্নির জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে ট্রেনে। এই ট্রেন বাংলাদেশের ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত বিস্তৃত রেলসীমাকে অতিক্রম করে ভারতের নিউ জলপাইগুড়িতে প্রবেশ করে। মিতালী এক্সপ্রেসে ট্রেনের সবগুলো বগি শীতাতপ নিয়ন্ত্রিত। এই ট্রেনে যাতায়াতখরচ বেশ কম। নর্মাল এসি চেয়ারের ভাড়া ২৭০৫ টাকা (26.16 USD)।

শেষকথা - বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে। বাংলাদেশে বিশাল রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক, সহজ এবং গতিশীল করতে রেলওয়ে পরিষেবার কোনো বিকল্প নেই।

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words349
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67551.75
ETH 3252.54
USDT 1.00
SBD 2.65