# Steem Bangladesh sports Contest || By @Khan55 09/07/2021

in Steem Bangladesh3 years ago

Hello guys ,

আসসালামু আলাইকুম ।How are u all.আজ আমি steem-bangladesh কর্তৃক আয়োজিত 'Sports contest এ অংশ গ্রহন করতেছি ।আশা করি ভালো লাগবে । আজকের Sports হলো ব্যাডমিন্টন খেলা ।

My Sports ::

ব্যাডমিন্টন খেলার ইতিহাস :::

received_1664591240403907.jpeg

source
আজ থেকে সোয়াশো বছর পূর্বে এই খেলার সূত্রপাত ঘটে ইংল্যাণ্ডের গ্লুচেষ্টারশায়ার রাজ্যে ব্যাডমিন্টন নামক গ্রামের ব্যাটেরডোর হলে 1873 সালের এক বৃষ্টি ভেজা দিনে এ খেলা হয় ।এরপর থেকে নিয়মিত এ খেলা হতো এবং উৎসুক দর্শকরা আগ্রহ সহোকারে খেলা উপভোগ করতো।ধীরে ধীরে খেলাটী বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে ।1893 সালে ইংল্যান্ড
'ব্যাডমিন্টন এসোশিয়েশন ' গঠন করেন ।জনপ্রিয় হতে থাকায় 1899 সালে ইংল্যাণ্ডের একটি পুরুষ All England Championship অনুষ্টিত হয় ।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট :::

received_1515784715420241.jpeg

source

1934 সালে International Badminton Federation (I.B.F) গঠিত হয় ধারাবাহিকতার সিড়ি বেয়ে ।প্রথম সভাপতি হন স্যার ভাই থমাস ।তিনি ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য একটি রূপার কাপ দেন ।তার নাম অনুসারে আজ ও 'ব্যাডমিন্টন টুর্নামেন্ট ' থমাস কাপ নামেই প্রচলিত ।
মেয়েদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা সর্বপ্রথম করা হয় 1957 সালে ।মিসেস এইচ,এস,উবের মেয়েদের জন্য একটি কাপ দেন ।বর্তমানে এই মহিলা টুর্নামেন্টের কাপটির নাম "উবের কাপ '।এর দু বছর পর 1959 সালে এশিয়ার কয়েকটি প্রতিনিধি দল মালেশিয়ার রাজধানী কুয়ালামপুরে এক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে International Badminton Federation গঠিত হয় ।

ব্যাডমিন্টন এর জনপ্রিয়তা :

1966 সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন অন্তভূক্ত করা হয় ।1971 সালের যুদ্ধত্তর কালে গঠন হয় (I.B.F)
বাংলাদেশে অন্যান্য খেলার মতো ব্যাডমিন্টন খেলাও খুব জনপ্রিয় ।

ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন :

1938 সালে ব্যাডমিন্ট খেলার প্রথম নিয়ম ধার্য করা হয় পরবর্তীতে বিভিন্ন সময়ে নিয়মের পরিবর্তণের
কারনে 1983 সালে ব্যাডমিন্টন খেলার সঠিক এবং চুড়ান্ত নিয়ম এর পূর্নতা লাভ হয়।

ব্যাডমিন্টন খেলার কোর্ট :

received_984283379055007.jpeg

source

ব্যাডমিন্টন খেলার কোর্টটি আয়তাকার হয়ে থাকে।

একক ম্যাচ::

প্রস্থ :17 ফুট
দৈর্ঘ্য :44 ফুট
দৈর্ঘ্যকে দুটি সমান ভাগে 22ফিট ভাগ করা হয়।

দ্বৈত ম্যাচ ::

প্রস্থ :: 20 ফুট
দৈর্ঘ্য :: 44 ফুট
সহজভাবে পৃথক করার জন্য সাদা রং দিয়ে রেখা টানতে হয় ।
নেটের উচ্চতা :: 5 ফুট এক ইঞ্চি হয়।

প্রজ্বলন ::

খেলাটি বেশিভাগ সময়ই সন্ধ্যার পরখেলা হয় ।তাই আলোকিত করতে পর্যাপ্ত আলোর দরকার হয় ।সেক্ষেত্রে পয়েন্ট করে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয় ।

নেট :

received_408275267171786.jpeg

source
কালো বা রঙিন দড়ি দিয়ে তৈরি করতে হবে ।
নেটের উচ্চতা হতে হবে 2.5 ফুট প্রস্থ হবে 20 ফুট ।
সাদা টেফ দিয়ে নেটের উপরের প্রান্ত এটে দিতে হবে।নেট এবং দন্ডের শেষ প্রান্তে কোন শূন্য জায়গা থাকবেনা।

দন্ড :

এটি একটি খুটি হিসেবে কাজ করে ।
দন্ডের উচ্চতা : 1.55 মিটার ।
দন্ডের প্রশস্ত : 40 মিটার

শাটল ( Shuttle)

received_1037442087061457.jpeg

source
ব্যাডমিন্টন খেলার জন্য শাটল খুব গুরুত্তপূর্ন ।কারন শাটল ছাড়া খেলাই হবে না ।এর ওজন 4.74 থৈকে 5.50 গ্রাম এর মধ্যে হবে।শাটল বা কর্ক এর মধ্যে পাখির পাখার মতো পালক লাগানো হয় যাতে সহজে আঘাতে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চলে যায়।

Racket:

received_932388370641036.jpeg

sourcee
ব্যাটের মতো কাজ করে এমন বস্তু যা দ্বারা কর্ককে আঘাত করা হয় ।এর উপরি ভাগ সমতলহয়ে থাকে যাতে কিছু আটকে না যায় খেলতে সুবিধাহয় ।এর দৈর্ঘ্য 68 সেঃ মিঃ এবং প্রস্থ 23 সেঃ মিঃ হয়।

ব্যাডমিন্টন খেলার কিছু পদ্ধতি :

2 জন মহিলা খেলোয়ার খেললে হবে মহিলা একক ম্যাচ।
দুজন পুরুষ খেললে হবে পুরুষ একক ম্যাচ।

অন্যদিকে 4 জন মহিলা খেলোয়ার খেললে ম্যাচটি হবে মহিলা দ্বৈত ম্যাচ।
পুরুষ খেললে হবে পুরুষ দ্বৈত ।
মহিলা পুরুষ একসঙ্গে খেললে হবে মিশ্র ম্যাচ।

টস :

দুটি দলের মধ্যে টস হবে যে দল জিতবে টসে সে দল আগে সার্ভিস করার সুযোগ পাবে যে কোন সাইডে খেলবে ।

পয়েন্টস:

একটি ম্যাচে 21 পয়েন্টস এর 3 টি গেম থাকে।
rally জয়ী দলের স্কোরে একটি পয়েন্ট যোগ হয় ।

15 পয়েন্টস এর গেম সফল হবে যদি পয়েন্টস 13 সমান হয় ।
যে দল প্রথমে 13 স্কোর করবে তাদের 5 পর্যন্ত সেটিংস করার সূযোগ থাকবে ।
উভয় পক্ষের সমান পয়েন্টস হলে 3 পর্যন্ত সেটিংস করার সুযোগ থাকবে।
দ্বৈত ম্যাচের সময় সার্ভিসেজন্য ডানদিকের খেলোয়ার কে কোনাকুনি বিপক্ষের কোর্টের মধ্যে সার্ভিস করবে ।
যাকে সার্ভিস করবে সেই খেলোয়ার সার্ভিস গ্রহন করবে ।
কোনো খেলোয়ার পর পর দুইবার সার্ভিস করতে পারবে না ।

Racket ধরার নিয়ম:

racket ধরার নিয়ম দু ভাবে হয় ।প্রথম খেলোয়ারদে শেখাল জন্য ফোরহ্যান্ড পদ্ধতি ।আর দ্বিতীয়টি হলো ব্যাকহ্যান্ড পদ্ধতি এটা দক্ষ খেলোয়ার দের জন্য হয় ।
এই খেলার আর একটি নিয়ম হলো প্রতিটি পয়েন্টস এর পর উভয় খেলোয়ার সার্ভিস কোর্ট বদল করে খেলে ।
কিছূ ভুল সার্ভিস আছে যেমন কর্ক নেটের উপর দিয়ে না যেয়ে শর্ট সার্ভিস লাইনের উপরদিয়ে গিয়ে লাইনের বাহিরে পরে ।কর্ক এর তলায় আঘাত না করা ।
আশা করছি sports টি সবার ভালো লাগবে ।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আমার কাছে খুবই ভালো লাগে এই খেলা বিশেষ করে শীতকালে ।

Screenshot_2021-07-09-02-17-21-840_com.android.chrome.jpg

pay 8% beneficiaries in @steem-bangladesh community account and
2% @bd-charity account

Sort:  

Onek sundor post korcen

 3 years ago 

আপনাকে প্রথমে Steem Bangladesh কমিউনিটিতে ভেরিফাইড হতে হবে।

ভেরিফাইড হতে হলে প্রথমে ইউটিউবে একটি ভিডিও আপলোড করবেন সেখানে আপনার username বলবেন এবং Steem Bangladesh সম্পর্কে আপনার ধারণা ২-৩ লাইনে বলবেন। তারপর একটি পোস্ট করবেন Steem Bangladesh কমিউনিটি তে সেখানে Admin, Mod দের মেনশন দিবেন।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70971.37
ETH 3805.38
USDT 1.00
SBD 3.42