Steem Bangladesh sports Contest by @khan55 29/06/2021 || 2% bd-charity , 8% beneficiaries in @steem-bangladesh
আসসালামু আলাইকুম ,Hello guys,
This is @khan55 from Bangladesh🇧🇩.
@Steem-Bangladesh কতৃক আয়োজিত contest "Sports". এ জয়েন হলাম....
আজ আমি যে খেলাটি সম্পর্কে আলোচনা করব সেটি হল: "কাবাডি" খেলা।তাহলে চলুন শুরু করা যাক।
কাবাডির খেলার উৎপত্তি :
এশিয়ার দক্ষিনে কাবাডি খেলাপুরাপুরি ভাবে প্রচলিত ।তবুও এর উৎপত্তি স্থল পাঞ্জাবে ।
এর উৎপত্তি সম্পর্কে আর একটি মত হচ্ছে মহাভারতে বর্নিত অভিমন্যু কর্তৃক কৌরব সৈন্যদের চক্রব্যুহ ভেদ করার ব্যর্থ চেষ্টার ঘটনা থেকে ধারনা নিয়ে এ খেলার উৎপত্তি হয়। এই খেলার উৎপত্তি নিয়ে আর একটি মত হলো কাবাডি খেলা আরম্ভ হয় তামিলনাড় তে।
কাবাডির খেলার নামকরণ :
source
বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময়ে হা-ডু-ডু খেলাকে 'কাবাডি' নামকরণ করা হয় ।এবং এই খেলাকে বাংলাদেশের জাতীয় খেলার গৌরব জনক মর্যাদা দেয়। এর পর 1973 সালে বাংলাদেশ এ্যামোচার কাবাডি ফেডারেশন কাবাডির উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেন ।এরপর 1974 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম কাবাডি টেষ্ট খেলে ।আন্তর্জাতিক ভাবে এটিই প্রথম ম্যাচ।1978 সালে ভারতের মধ্য প্রদেশের লৌহ নগরী ভিলাইতে এশিয়ান এ্যামেচার কাবাডি ফেডারেশন গঠন করে।বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যামেচার কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি মরহুম আবুল হাসনাত। এরপর 1980 সালে সফলভাবে প্রথম এশিয় কাবাডি প্রতিযোগিতা এই খেলাকে সুপ্রতিষ্ঠিত
করে ।পরবর্তীকালে সাফ গেমছেও অন্তর্ভুক্ত করা হয় এই খেলাকে।বর্তমানে জনপ্রিতার অনেকগুলি সিড়ি পেরিয়ে এগিয়ে চলছে আপন গতিতে ।
খেলার নিয়ম কানুন :
প্রথমে মাঠ : কাবাডি খেলার বালকদের মাঠ হবে 12.50 মিটার লম্বা ।চওড়ায় হবে 10 মিটার ।বালিকাদের লম্বা 11 মিটার চওড়া 8 মিটার ।
খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা হয় যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে।
এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে ।মৃত বা আউট খেলোয়ারদের জন্য মাঠের দুই পাশে 1 মিটার করে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয় ।
দলের সদস্য :
12 জন করে প্রতি দলে অংশ গ্রহন করে ।কিন্তু মাঠে নামে 7 জন করে ।বাকি পাচজন অতিরিক্ত থাকে । তিনজন খেলোয়ার পরিবর্তন করা যায় খেলার মাঝে।
সময় : পাচ মিনিট বিরতি সহো দুই অর্ধে পুরুষের 25 মিনিট করে ।এবং মেয়েদের 20 মিনিট করে খেলা হয়।
পয়েন্ট : খেলাশেষে যে দল বেশি পয়েন্ট পায় সেই দল জয়ী হয় ।দুদলের পয়েন্ট সমান হলে আরও পাচ মিনিট ।বারিয়ে দেওয়া হয় খেলার জন্য।এরপরৈও যদি না হয় তবে যে দল প্রথম পয়েন্ট অর্জন করেছিল সেই দলই জয়ই হবে ।
যদি কোনো খেলোয়ার মাঠের বাহিরে চলে যায় তাহোলে সে আউট হবে ।এভাবেই একটি দলের সবাই আউট হলে বিপক্ষ দল একটি লোনা বা অতিরিক্ত 2 পয়েন্ট পাবে।মধ্যরেখা থেকে দম দিয়ে বিপক্ষ দলের কোটের কোন খেলোয়ারকে স্পর্শ করে এক নি:শ্বাসে নিরাপদে নিজের কোটে ফিরে আসতে পারলেই যে কয়জনকে স্পর্শ করে ফিরে আসবে সবাই আউট হবে এর প্রত্যেকের জন্য একটি করে পয়েন্ট পাবে ।
কোন আক্রমণ কারী দম নিয়ে বিপক্ষ কোটে দম সেরে দিলে বিপক্ষ দলের খেলোয়ার তাকে স্পর্শ করলে সে আক্রমনকারী আউট বলে গন্য হবে ।
এভাবেই খেলোয়ারগন যে সিরিয়াল অনুসারে আউট হবে আবার সেই সিরিয়াল অনুসারে বিপক্ষের খেলোয়ারদের আউট হবার পরিবর্তে কোর্টে প্রবেশ করবে।এভাবে জার পয়েন্ট যতো বেশি হবে নির্দষ্ট সময়ে সেই দল জয়ী হবে ।
আন্তর্জাতিক অঙ্গনে কাবাডি :
কাবাডি বিশ্বকাপ:
কাবাডি বিশ্বকাপ হয়েছিলো 2004 ,2007 এবং
2016 সালে ।সমস্ত টুর্নামেন্ট ভারত জিতেছিল।
2019 সালে মালেশিয়ার মালাক্কায় বিশ্বকাপের আয়োজন করে ।যেখানে পাকিস্তান জয়ী হন।
এশিয়ান গেমছ : এশিয়ান গেমছৈ কাবাডি খেলা অন্তর্ভুক্ত হয় 1990 সাল থেকে ।আর 1990 সাল থেকে 2014 পর্যন্ত ভারতই জয়ী হন খেলায়।2018 সালে ইরান জীতেছিলো ভারতের বাহিরে ।
মন্তব্য : বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে খুব জনপ্রিয় খেলা কাবাডি বাংলার মানুষের প্রানের স্পন্দন। এখন সারা বিশ্বে এর খুব নাম যার বদৌলতে আন্তর্জাতিক অঙ্গনে বিশাল চর্চা ।
আজ এই পর্যন্ত ।ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
Thank you all.