# Steem Bangladesh Contest - Movie Review by @khan55 tamil and hindi move “Robot 2.0 " 23/7/2021
Hello guys ,
আসসালমু আলাইকুম,
আমি বাংলাদেশ থেকে @khan55 বলতেছি।
আজকে আমি আমার খুবই পছন্দের একশন একটি মুভি রিভিউ করবো।ছবিটির নাম রোবট টু পয়েন্ট জিরো (hindi move “Robot 2.0".)
রোবট টু পয়েন্ট জিরো ( Robot 2.0) মুভিটির রিভিও :
এই ছবিটি একটি ভারতিয় বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচীত্র ।এটি এস.শংকর ও বি.জয়মোহন রচনা করেছেন এবং এস.শংকর পরিচালনা করেছেন ।
মুভিটির কিছু তথ্য ::
পরিচালক | এস.শংকর |
---|---|
প্রযোজক | এ.সুবাস্করন |
রচয়িতা | এস.শংকর ও বি.জয়মোহন |
বর্ননাকারী | রজনীকান্ত |
চিত্রগ্রাহক | নীরব শাহ |
সম্পাদক | অ্যান্থনি |
প্রযোজনা কম্পানী | লাইকা প্রোডাকশন |
পরিবেশক | আ ফ্লিমস হিন্দ ও গ্লোবাল সিনেমা তেলেগু |
মুক্তি | 29 নভেম্বর 2018 |
দৈর্ঘ্য | 147 মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল ,হিন্দি |
শ্রেষ্ঠাংশে | রজনীকান্ত,অক্ষয় কুমার ,অ্যামি জ্যাকসন |
কাহীনি সংক্ষেপ :
source
ছবিটির প্রেক্ষাপট হলো চেন্নাই শহরে ।সেখানে পাখি প্রেমি বিশেষজ্ঞ অক্ষয় রাজা (অক্ষয় কুমার)
source
উন্নত টেকনোলজি নেটওয়ার্ক এর রেডিয়েশন কারনে ক্ষতি হতে থাকে পাখিদের ধীরেধীরে এই নেটের রেডিয়েশনে পাখিরা মরতে থাকে তা জানতে পারে ।এই অবস্থা কমানোর জন্য তিনি ইন্টারনেট টাওয়ার না বসানোর জন্য অনেকের কাছে যান বহুত চেষ্টাকরেন ।কিন্তু কোনো
কাজ হয়না ।তার ই সামনে তার প্রিয় পাখিগুলো মরতে থাকে এসব সহ্য করতে পারেনা ।অক্ষয় রাজা এজন্য সরকারকে দাবি জানায় টাওয়ার গুলো বন্ধের জন্য এর পর বিক্ষপ করে মিছিল করে কিন্তু কেউ তার কথা শোনে না পাগল বলে তারিয়ে দেয় ।তারি চোখের সামনে তার পোষা পাখি সব মরে যায় ।এরপর সে এক রাতে সেই টাওয়ারে আত্মহত্যা করে গলাতে ফাস লাগিয়ে।অক্ষয় রাজা মরে গিয়ে তার আত্মা আর তার পাখিগুলোর আত্মা মিলে এক সুপারপাওয়ার নিয়ে সবার উপর প্রতিসোধ নিতে উদ্ধতো হয় ।
তারই পরিপেক্ষিতে সে প্রথমে সেই শহরের সবার স্মার্টফোন গুলি সব নিয়ে নেন নিজের কাছে ।এরপর তার কথা যারা শুনেনি যাদের জন্য টাওয়ার বসানো বন্ধ হয়নি আর তার পাখিরা সব মারা যায় ।তাদের এক এক জনকে মারতে থাকে মোবাইল ফোন দিয়েই ।এভাবেই মরতে থাকলে আর ফোন গায়েব হতে থাকলে তার ঊত্তর খুজতে ময়দানে নামে বিখ্যাত বিজ্ঞানী ড:বাসিগরন (রজনীকান্ত) রহস্য উন্মোচনে ভাসিগরনকে সাহায্য করতে এগিয়ে আসে তার বিখ্যাত রোবট চিটি (রজনী কান) আর মেয়ে রোবট (অ্যামি জ্যাকসন) ।
আর এই চিটির সাথে ক্ষমতার যুদ্ধেনামে সুপারপাওয়ার ভিলেন পক্ষীরাজন (অক্ষয় কুমার)।
এভাবেই দুজনের মধ্যে যুদ্ধ চলতে থাকে ।সায়েন্স ফিকশন নেটওয়ার্ক রেডিয়েশন এর মাধ্যমে পক্ষীরাজন সবাইকে মারতে চায় ।
এভাবে চিটি সাথে ছিলো অ্যামি জ্যাকসনের রোবট সাহায্যের জন্য ও সুপারপাওয়ার পক্ষীরাজনের মধ্যে অনেক লড়াই এর পরে ।শেষে তাকে ফাদে ফেলে রেডিয়েশনের মাধ্যমে ধ্বংস করতে সফল হয় রোবট 2.0..
তবে পক্ষীরাজন কি কারনে এমন ধ্বংসাত্মক কাজ করে সবাই এটা উপলদ্ধি করতে পায় ।তারা টাওয়ারের সংখ্যা পরে কমিয়ে দেয়। পাখিদের জন্য ভালোব্যবস্থা নেওয়া হয় ।আর চিটিকে আমার নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয় ।
অবশেসে এই ছবিটি আমার কাছে খুব ভালো লেগেছে ।আশা করি আপনাদের ও ভালো লাগবে ।
ধন্যবাদ
@steem-bangladesh
@toufiq
এবং সকলকে ।
valo likhchen tobe post a aro kisu add kora jaito